ফাইনাল হলো ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। জাডেজার শেষ রানে ২০২৩ আইপিল জিতে নিল চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার। কাপ তুলে নিলেন 'ক্যাপ্টেন কুল' ওরফে মহেন্দ্র সিং ধোনী। গুজরাত পরাজিত হলেও লড়াই হয়েছে টান টান।
তবে ম্যাচের শেষে সকলেরই আগ্রহ ছিল একটি প্রশ্ন ঘিরে। এটাই কি শেষ আইপিএল ধোনীর? ট্রফি হাতেই কি অবসর ঘোষণা করবেন তিনি? ট্রফি হাতে এই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে ধোনীকে। ধোনী জানিয়েছেন, তার মতে এটাই অবসর নেওয়ার সেরা সময়। পুরো বছরটাই খুব ভালো কেটেছে তার। তিনি ভেবেওছিলেন অবসর নেবেন। কিন্তু দর্শকেরা যে ভালোবাসা তাকে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, তাতে একটি উপলব্ধি হয়েছে তার। দর্শকদের একটি পুরস্কার দেওয়া উচিত। তা-ই নয়মাস পর আবার আইপিএল শুরু হওয়ার আগে নিজেকে তৈরি করতে চান তিনি।
আইপিএল ম্যাচের পর কোহলি-গম্ভীর ঝগড়া, শাস্তি
প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির ঝামেলা প্রকাশ্যে এসেছিল। এবার গৌতম গম্ভীরের সঙ্গে মাঠেই ঝগড়া বিরাটের।
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images
কী হয়েছে?
বেঙ্গালুরুর সঙ্গে লখনউয়ের ম্যাচ ছিল। ম্যাচে লখনউয়ের একটা করে উইকেট পড়েছে, আর বিরাটের আগ্রাসী মনোভাব তত বেশি হয়েছে। লখনউয়ের শেষ ব্যাটার নবীন উল হক আউট হওয়ার পর তো বিরাট মাঠে তার টুপি ছুঁড়ে ফেলে উল্লাস প্রকাশ করেন। লখনউ প্লেয়াররা যেখানে বসেছিলেন, সেদিকে তাকিয়ে তাদের চুপ করে থাকার ইঙ্গিত দেন। তাতে খারাপ লাগে নবীনের।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
বিরাট-গম্ভীর ঝগড়া
ম্যাচ শেষ হওয়ার পর নবীন কথা বলেন বিরাটের সঙ্গে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এরপর গৌতম গম্ভীর এগিয়ে আসেন। বিরাটকে কিছু বলেন। বিরাটও জবাব দেন। দুজনের কথার সুর চড়তে থাকে। দুই পক্ষের বাকি প্লেয়াররা তাদের সরিয়ে দেন। বিরাটকে সরিয়ে নেন অধিনায়ক দুপ্লেসি। বিরাট ও গম্ভীর দুজনেই দিল্লির প্লেয়ার। কিন্তু তাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। আগেও তাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
সৌরভের সঙ্গে বিরোধ
এর আগে দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাটের বিরোধ সামনে এসেছিল। সেবারও একটি ক্যাচ নিয়ে কড়া চোখে সৌরভ দিল্লির বেঞ্চের দিকে তাকিয়েছিলেোন বিরাট। ম্যাচের শেষে হাত মেলানোর পর্ব যখন আসে, তখন বিরাটকে টপকে পরের প্লেয়ায়ের সঙ্গে হাত মেলান সৌরভ।
ছবি: privat
মাঠে বিরাটের উত্তেজনা
ক্রিকেট মাঠে বিরাটের উত্তেজনা ও আগ্রাসী মনোভাব আগেও দেখেছে ক্রিকেট বিশ্ব। নানা ধরনের মুখভঙ্গি ও শরীরের ভাষায় তার মনোভাব ও উত্তেজনা সামনে আনেন বিরাট। অধিনায়ক থাকার সময় তো তা তুঙ্গে উঠেছিল।
ছবি: Surjeet Yadav/AFP
বিরাটের শাস্তি
আইপিএল কর্তৃপক্ষ এই ঘটনার পর বিরাট কোহলির পুরো ম্যাচ ফি কেটে নিয়েছেন। এর আগেও দলের বোলিং রেট কম হওয়ায় বিরাটকে জরিমানা করা হয়েছিল। বিরাট তখন অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।
আইপিএলে এখন পয়েন্টের হিসাবে এক নম্বরে আছে গুজরাট টাইটানস। তারা আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। রাজস্থান, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, পাঞ্জাব সকলেই নয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। বেশি রানরেটের কারণে তৃতীয় স্থানে আছে লখনউ এবং বেঙ্গালুরু পাঁচ নম্বরে। কেকেআর আট নম্বরে ও দিল্লি একেবারে শেষে। উপরের ছবিটি গুজরাট ও দিল্লির ম্যাচের।
ছবি: Manish Swarup/AP/picture alliance
7 ছবি1 | 7
ধোনী বলেছেন, তিনি নিজেকে তৈরি করবেন। নিয়মিত প্র্যাকটিস করবেন। ছয়-সাত মাস সময় দিয়ে দেখবেন শরীর ঠিকমতো চলছে কি না। যদি চলে, তাহলে আগামী আইপিএলেও খেলবেন তিনি। আর সেটাই হবে তার দর্শকদের উপহার।
এই নিয়ে পঞ্চমবার আইপিএল জিতে নিল চেন্নাই। আমদাবাদের মাঠে গুজরাতকে হারানো সহজ ছিল না। গোটা স্টেডিয়াম ভরে ছিল গুজরাতের সমর্থকে। আবহাওয়াও অনুকূল ছিল না। রোববার আইপিএল ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা বানচাল হয়ে যায়। সোমবার ফাইনাল আয়োজিত হয়। তবে এই সব প্রতিকূলতা উপেক্ষা করে শেষ পর্যন্ত জয়ী হয়েছে ক্রিকেট।