1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভক্তদের আরো একটি আইপিএল উপহার দিতে চান ধোনী

৩০ মে ২০২৩

পঞ্চমবার আইপিএল ট্রফি জিতে নিল চেন্নাই সুপার কিংস। ধোনী জানিয়ে দিলেন, এখনই অবসর নয়।

অবসর নিচ্ছেন না ধোনী
ছবি: Ajit Solanki/AP Photo/picture alliance

ফাইনাল হলো ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। জাডেজার শেষ রানে ২০২৩ আইপিল জিতে নিল চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার। কাপ তুলে নিলেন 'ক্যাপ্টেন কুল' ওরফে মহেন্দ্র সিং ধোনী। গুজরাত পরাজিত হলেও লড়াই হয়েছে টান টান।

তবে ম্যাচের শেষে সকলেরই আগ্রহ ছিল একটি প্রশ্ন ঘিরে। এটাই কি শেষ আইপিএল ধোনীর? ট্রফি হাতেই কি অবসর ঘোষণা করবেন তিনি? ট্রফি হাতে এই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে ধোনীকে। ধোনী জানিয়েছেন, তার মতে এটাই অবসর নেওয়ার সেরা সময়। পুরো বছরটাই খুব ভালো কেটেছে তার। তিনি ভেবেওছিলেন অবসর নেবেন। কিন্তু দর্শকেরা যে ভালোবাসা তাকে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, তাতে একটি উপলব্ধি হয়েছে তার। দর্শকদের একটি পুরস্কার দেওয়া উচিত। তা-ই নয়মাস পর আবার আইপিএল শুরু হওয়ার আগে নিজেকে তৈরি করতে চান তিনি।

ধোনী বলেছেন, তিনি নিজেকে তৈরি করবেন। নিয়মিত প্র্যাকটিস করবেন। ছয়-সাত মাস সময় দিয়ে দেখবেন শরীর ঠিকমতো চলছে কি না। যদি চলে, তাহলে আগামী আইপিএলেও খেলবেন তিনি। আর সেটাই হবে তার দর্শকদের উপহার।

এই নিয়ে পঞ্চমবার আইপিএল জিতে নিল চেন্নাই। আমদাবাদের মাঠে গুজরাতকে হারানো সহজ ছিল না। গোটা স্টেডিয়াম ভরে ছিল গুজরাতের সমর্থকে। আবহাওয়াও অনুকূল ছিল না। রোববার আইপিএল ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা বানচাল হয়ে যায়। সোমবার ফাইনাল আয়োজিত হয়। তবে এই সব প্রতিকূলতা উপেক্ষা করে শেষ পর্যন্ত জয়ী হয়েছে ক্রিকেট।

এসজি/জিএইচ (ক্রিক ইনফো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ