1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভক্তদের দোর গোড়ায় মরণোত্তর ‘মাইকেল’

১২ ডিসেম্বর ২০১০

মৃত্যুর পর পপ তারকা মাইকেল জ্যাকসনের প্রথম অ্যালবাম৷ নাম ‘মাইকেল’৷ অ্যালবামটি কতটুকু নির্ভেজাল - সেব্যাপারে যথেষ্ট বিতর্ক থাকলেও চলতি সপ্তাহেই ভক্তদের হাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ সাথে রেকর্ড সংখ্যক বিক্রির প্রত্যাশা৷

মৃত্যু, পপ, মাইকেল, জ্যাকসন, প্রথম অ্যালবাম, রেকর্ড, মার্কিন, যুক্তরাষ্ট্র, Michael, Jackson, Song, Pop, King, Album, US, USA,
ছবি: picture-alliance / dpa

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মঙ্গলবারই পাওয়া যাবে ‘মাইকেল'৷ অ্যালবামটিতে থাকা ১০ টি গানের আটটিই জ্যাকসনের লেখা বলে দাবি করা হচ্ছে৷ এছাড়া দু'টি গান রয়েছে লেনি ক্র্যাভিটজ এবং মার্কিন সংগীত তারকা অ্যাকনের৷ রয়েছে ক্র্যাভিটজ ফিচারিং ‘অ্যানাদার ডে' এবং অ্যাকনের ‘হোল্ড মাই হ্যান্ড'৷ মাইকেল'ই শেষ নয় বরং জ্যাকসনের আরো কিছু নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রেকর্ডিং প্রতিষ্ঠান সনি৷

সম্পূর্ণ অ্যালবামটি বাজারে আসার আগেই ভক্তদের হাতে পৌঁছে গেছে মাইকেল জ্যাকসনের বিশেষ পছন্দের ছটাসমৃদ্ধ মনোমুগ্ধকর কভারটি৷ কভারের উপর চোখ বুলালেই ভক্তদের সামনে ভেসে উঠবে পপ সম্রাটের বিচিত্র রূপ-সৌন্দর্যের চিত্র৷ কভারটিতে দেখা যাচ্ছে দুই ডানাযুক্ত অনবদ্য শিশু মুকুট পরিয়ে দিচ্ছেন পপ রাজার শিরে৷ পটভূমিতে রয়েছে বাইবেলে বর্ণিত স্বর্গীয় ছোঁয়াযুক্ত নক্ষত্রের জগত৷ ইতিমধ্যে গত সপ্তাহান্তে অ্যামাজন ডট কম-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় শীর্ষ ১১তম ঘরে পৌঁছে গেছে নতুন অ্যালবামের এই কভার৷

তবে অ্যালবামটির গানগুলোতে পপ সম্রাটের নিজস্বতা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে৷ এমনকি জ্যাকসনের পরিবার থেকেও শোনা গেছে কড়া মন্তব্য৷ জ্যাকসনের বোন লাটয়া বলেছেন, ‘‘এগুলো তাঁর মতো মনে হয় না৷'' আবার জ্যাকসন ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেছেন যে কিছু গানের অংশ অনেক বছর আগে রেকর্ড করা হলে সেগুলোকে কীভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব হলো৷ বিশেষ করে ‘মাচ টু সুন' রেকর্ড করা হয়েছিল ১৯৮২ সালে জ্যাকসনের অনবদ্য সৃষ্টি ‘থ্রিলার' প্রকাশের সময়৷

আবার ‘বেস্ট অফ জয়' গানটির বেশ কিছু অংশ ধারণ করা হয় ২০০৯ সালের জুনে জ্যাকসনের মৃত্যুর কয়েক মাস আগে৷ এই গানটি নিয়ে তিনি আরো কাজ করতে চেয়েছিলেন তাঁর পরবর্তী লন্ডন কনসার্টের সময়৷ তবে সেটা আর হয়ে ওঠেনি৷ অবশ্য, প্রকাশনা কর্তৃপক্ষ বলছে, জ্যাকসন না থাকলেও এসব গানের পূর্ণাঙ্গতার জন্য একক নির্দেশনা তিনি তৈরি করে রেখেছিলেন৷ যা এই অ্যালবামে তাঁর পরিকল্পনার বাস্তব রূপ দিতে সহায়ক হয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ