1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভগ্নহৃদয় হিউ হেফনার

১৫ জুন ২০১১

সব আয়োজন ঠিকঠাক৷ কোথায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কতজন অতিথি আসছেন সবকিছু৷ কিন্তু বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগ মুহূর্তটিতে এসে ভেঙে গেলো বুড়ো প্রেমিক হিউ হেফনারের হৃদয়৷

Playboy founder and editor in chief Hugh Hefner receives kisses from Playboy playmates in Cannes, France, Friday, May 14, 1999 during the 52nd Cannes Film Festival. (AP Photo/Laurent Rebours)
সবসময় এভাবেই দেখা যায় ৮৫ বছরের হেফনারকেছবি: AP

২৫ বছর বয়সের প্রেমিকা ভেঙে দিলো ৮৫ বছর বয়সের বৃদ্ধ প্রেমিকের হৃদয়৷ প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার৷ আগামী শনিবার ৩শ'রও বেশি অতিথির সামনে প্রেমিকা ক্রিস্টল হ্যারিসের সঙ্গে তাঁর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল৷ কিন্তু মঙ্গলবার ভগ্ন হৃদয় নিয়ে হেফনার টুইটারে লিখেছেন, নতুন এই বিয়েটা আর করা হচ্ছে না তাঁর৷ প্রেমিকা ক্রিস্টল তাঁর মত বদলিয়েছেন৷

অবশ্য তারপরেই তিনি লিখেছেন, ক্রিস্টলের সঙ্গে তাঁর এই সম্পর্কচ্ছেদ হৃদয়বিদারক হলেও বিয়ের পর এই ধরণের ঘটনা ঘটার চাইতে বরং আগে ঘটে যাওয়াই ভালো হয়েছে৷

আসলে এতো সহজে ভেঙে পড়ার পাত্র নন এই বৃদ্ধ, যিনি তাঁ ম্যাগাজি নে নির্মেক নারীদেহ প্রদর্শন করে বিপুল অর্থ উপার্জন করেছেন৷ তিনি বলছেন, তাঁর বন্ধুবান্ধব এবং সাবেক স্ত্রী কিম্বারলি কনরাড তাঁকে অনেক সান্ত্বনা দিয়েছেন৷ এমনকি সেলিব্রেটিদের ওয়েব সাইট ‘টিএমজেডট কম'এ এই জুটির টেলিফোনে কথোপকথন নিয়ে যে বাজে মন্তব্য করা হয়েছে, সেটিও সত্য নয় বলে উল্লেখ করেছেন হেফনার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ