1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ভগ্ন হৃদয় সত্যি বিপজ্জনক হতে পারে

১ অক্টোবর ২০২৪

হৃদযন্ত্রে আচমকা গোলোযোগ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি৷ জার্মানির এক ফুটবল খেলোয়াড়ের ক্ষেত্রে প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা গিয়েছিল৷

Symbolbild Herzschlag Herz EKG Stethoskop
গত শতাব্দীর নব্বইয়ের দশকে জাপানেই প্রথম ব্রোকেন হার্ট সিন্ড্রোমের বর্ণনা করা হয়েছিলছবি: Fotolia/JohnKwan

আর্তুর আমব্রোজিক ফুটবল মাঠে স্ট্রাইকার হিসেবে খেলেন৷ তিনি যে আবার মাঠে বসে ফুটবল ম্যাচ দেখতে পাচ্ছেন, সেটা সত্যি আশ্চর্যের বিষয়৷ ২০২৩ সালের আগস্ট মাসে তিনি ট্রেনিং-এর সময় আচমকা অজ্ঞান হয়ে পড়েছিলেন৷ আর্তুর বলেন, ‘‘আমি কিছুই টের পাইনি, অনুভব করিনি৷ সেটা সাধারণ দিন ছিল৷ ট্রেনিংয়ে গেলাম৷ হঠাৎ এমনটা ঘটলো৷’’

হাসপাতালে ২৮ বছর বয়সি এই খেলোয়াড়কে সরাসরি কার্ডিয়াক ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল৷ ডাক্তাররা যত দ্রুত সম্ভব তাঁর কার্ডিয়াক অ্যারেস্টের কারণ জানতে চেয়েছিলেন৷ তাঁরা হার্ট অ্যাটাক সন্দেহ করে তাঁর করোনারি ধমনীর ইমেজিং-এর ব্যবস্থা করেন৷ স্টুটগার্ট হাসপাতালের কর্মকর্তা প্রো. টোমাস নর্ট বলেন, ‘‘তাঁর সব করোনারি ধমনী দেখতে ভালোই ছিল৷ কোনো সংকোচন বা ব্লকেজ ছিল না৷ আমরা বিস্মিত হয়ে ভাবলাম, তাঁর ক্ষেত্রে কেন হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাচ্ছে, অথচ করোনারি ধমনীগুলিতে সেই অনুযায়ী কোনো পরিবর্তন চোখে পড়ছে না? এর পরেই আমরা ‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম'-এর কথা ভাবলাম৷ আমরা তাঁর বাম দিকের ভেনট্রিকেলের ইমেজিং করে সেই রোগ শনাক্ত করলাম৷’’

‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম' বা ‘স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি’-র ক্ষেত্রে বাম দিকের ভেনট্রিকেলের পাম্পিং-এর ক্ষমতা সাধারণত ক্ষতিগ্রস্ত হয়৷ অ্যাপেক্স সাধারণত বেলুনের মত প্রসারিত হয়৷ বাম দিকের স্বাভাবিক ভেনট্রিকেল দেখতে ভিন্ন হয়৷ সেটা ইংরাজি অক্ষর ‘ভি'-এর মতো এবং অ্যাওর্টা বা মহাধমনীর সাহায্যে শরীরের বাকি অংশে রক্ত পাম্প করে৷

‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম' হলে সেই ভেনট্রিকেল অনেকটা ‘টাকো-সুবো' নামের জাপানের অক্টোপাস ফাঁদের মতো দেখতে হয়৷ গত শতাব্দীর নব্বইয়ের দশকে জাপানেই প্রথম এই রোগের বর্ণনা করা হয়েছিল৷ সে কারণে ডাক্তাররা প্রায়ই ‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম'-কে টাকোসুবো সিন্ড্রোম নামেও ডাকেন৷ প্রো. নর্ট বলেন, ‘‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম অনেকটা ‘সাধারণ হার্ট অ্যাটাক'-এর মতোই মনে হয়৷ রোগীরা আচমকা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, আচমকা দম আটকে যায়৷ বিশেষ করে বয়স্ক মানুষ হুমড়ি খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান৷ প্রথমেই কিন্তু আমরা সাধারণ হার্ট অ্যাটাক ও ব্রোকেন হার্ট সিন্ড্রোমের মধ্যে পার্থক্য ধরতে পারি না৷ কার্ডিয়াক ক্যাথিটারাইজেশন করলে তবেই সেটা বুঝতে পারি৷’’

ব্রোকেন হার্ট সিনড্রোম কেন হয়?

04:15

This browser does not support the video element.

হৃদযন্ত্রের ক্যাথিটারাইজড পরীক্ষার সময়ে ডাক্তাররা আর্তুরের ক্ষেত্রে ব্রোকেন হার্ট সিনড্রোম নির্ণয় করেন৷ টোমাস নর্ট ও তাঁর টিম তাঁর হৃদযন্ত্রের পেশিতে এক কনজেনিটাল বা জন্মগত রোগও শনাক্ত করেন, যে বিষয়ে তিনি সচেতন ছিলেননা৷ প্রো. টোমাস নর্ট বলেন, ‘‘তিনি যখন এই হাসপাতালে এলেন, তখন আমরা অবাক হয়ে ভাবলাম, তিনি কীভাবে ভেনট্রিকুলার ফিব্রিলেশনে পড়ছেন৷ আমরা দুটি কারণ খুঁজে পেলাম৷ কনজেনিটাল হার্ট মাসেল ডিজিজ এবং সেই সঙ্গে শরীরের স্ট্রেসও ব্রোকেন হার্ট সিন্ড্রোম ঘটিয়েছে৷’’

ব্রোকেন হার্ট সিনড্রোমের প্রায়ই কোনো ‘ট্রিগার' থাকে না, যা আগে থেকেই শনাক্ত করা যায়৷ আর্তুরের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে৷ কিন্তু আবেগজনিত স্ট্রেসও প্রায়ই এক ভূমিকা পালন করে৷ প্রো. নর্ট মনে করেন, ‘‘শারীরিক স্ট্রেসের পাশাপাশি ইমোশনাল স্ট্রেসও ব্রোকেন হার্ট সিনড্রোম ঘটাতে পারে, যেমনটা আমরা আর্তুর আমব্রোজিকের ক্ষেত্রে দেখেছি৷ আচমকা জীবনসঙ্গীর মৃত্যু অথবা বাসার সামনে রাস্তার উপর পছন্দের বিড়াল গাড়ি চাপা পড়লে, এমনকি টেলিভিশনের পর্দায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখলেও এমনটা ঘটতে পারে৷ অর্থাৎ শারীরিক চাপের পাশাপাশি ইমোশনল স্ট্রেসও ব্রোকেন হার্ট সিনড্রোমের কারণ হতে পারে৷’’

ব্রোকেন হার্ট সিন্ড্রোমের চিকিৎসাও হার্ট ফেলিয়ারের চিকিৎসার মতো৷ স্ট্রেস হরমোনের প্রভাবে রাশ টানতে বিটা ব্লকার কাজে লাগানো হয়৷ রোগীর শরীরে ফ্লুইড ওভারলোড বা মাত্রাতিরিক্ত তরল দেখা দিলে ডাইইউরেটিক্স ওষুধ দেওয়া হয়৷

চিকিৎসায় আর্তুর ভালোই সাড়া দিয়েছেন৷ তবে আবার ফুটবল ট্রেনিং-এ ফিরে যেতে তাঁকে আরো কিছুকাল অপেক্ষা করতে হবে৷ সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠায় তাঁর মনমেজাজ ভালোই রয়েছে৷

সিমোনে শাউমব্যার্গার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ