1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমালয়েশিয়া

ভবিষ্যতের চাষ ‘স্মার্ট' চাষ

১৮ জুলাই ২০২২

বিজ্ঞানীরা টেকসই ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির খোঁজ করছেন৷ সেক্ষেত্রে উপাত্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কৃষি হতে পারে একটি উপায়৷ পৃথিবীর কোথাও কোথাও এরই মধ্যে এই পদ্ধতির ব্যবহার হচ্ছে৷

DW Sendung Shift
প্রতীকী ফাইল ফটোছবি: Iron Ox

পৃথিবীর প্রায় ৩৮ ভাগ ভূমি ব্যবহৃত হয় খাদ্য উৎপাদন ও পশুপালনে৷ কৃষি প্রায় চার ভাগের এক ভাগ বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য দায়ী৷ এই খাত একাই ৭০ ভাগ সুপেয় পানি ব্যবহার করে৷

তারপরও পৃথিবীর সবার জন্য পর্যাপ্ত খাবার নেই৷ জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, ২০২০ সালে ৭০ কোটি মানুষ অভুক্ত ছিলেন, যা পৃথিবীর জনসংখ্যার প্রায় ৯ ভাগ৷ এসব সমস্যা সমাধানে প্রয়োজন ‘স্মার্ট' চাষপদ্ধতি৷ 

‘স্মার্ট ফার্মিং' বিশেষজ্ঞ রনভীর চন্দ্র বলেন, ‘‘আমাদের আরো বেশি খাদ্য উৎপাদন করতে হবে৷ তবে আমাদের এমন ভালো ও পুষ্টিকর খাবার উৎপাদন করতে হবে, যা পৃথিবীর ক্ষতি করে না৷ আমাদের পানিস্তর নেমে যাচ্ছে, জমির গুণাগুণ বাড়ছে না৷ তাহলে আমরা আরো ভালো খাবার কেমন করে উৎপাদন করব? সবচেয়ে ভালো উপায় হতে পারে, উপাত্ত নির্ভর কৃষি৷ এর অর্থ, উপাত্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কৃষকের জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়ানো৷''

মালয়েশিয়ার এই জলখামার ‘স্মার্ট টানি' নামের পদ্ধতি ব্যবহার করে৷ পানিতে রাখা সেন্সরগুলো কাঁকড়ার জন্ম ও বেড়ে ওঠার জন্য পিএইচ মান, অক্সিজেনের মাত্রা ও পানির তাপমাত্রার মতো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে৷

জলখামারি ফারহানা আবদ আজিজ বলেন, ‘‘আমরা তাপমাত্রা ও অন্যান্য সূচকগুলোর মাত্রা দেখতে পাই৷ আগে আমরা সবকিছু হাতে কলমে করতাম৷ বারবার টেস্ট কিট কিনে এসব পরীক্ষা করতাম, যার কারণে খরচ অনেক বেড়ে যেত৷ কিন্তু এই প্রযুক্তিতে একবার বিনিয়োগ করে আমরা এখন নিয়মিত সব উপাত্ত সংগ্রহ করতে পারি৷ খামারের যে কোন পরিস্থিতির মূল্যায়ণ এখন আমরা করতে পারি৷''

ফারহানা আবদ আজিজ একটি অ্যাপের ড্যাশবোর্ডে চোখ রাখলেই উপাত্ত দেখতে পান৷ বিগ ডেটা অ্যানালাইটিক সিস্টেমের মাধ্যমে তা বিশ্লেষণ করা হয়৷ অ্যাপের তাৎক্ষণিক নোটিফিকেশন জলদি সমস্যা সমাধান করতে সাহায্য করে৷ এভাবে বাড়তি কিছু না করেই সার্বক্ষণিক পানির মান পর্যবেক্ষণ করতে পারেন ফারহানা৷

মালয়েশিয়ায় ‘স্মার্ট’ চাষ

04:44

This browser does not support the video element.

ফারহানা বলেন, ‘‘আমি মনে করি এটা সহজ৷ কারণ আমাকে খামারে আসতে হয় না৷ বাড়ি থেকে, যাওয়া আসার পথে বা যে কোন জায়গা থেকে পর্যবেক্ষণ করতে পারি৷''

মালয়শিয়ান কোম্পানি স্যাট এশিয়ার পণ্য স্মার্ট টানি৷ হাফিজ হাসান একজন স্থানীয় উদ্যোক্তা হওয়ায় তিনি জানেন মালয়শিয়ান খামারিদের কী দরকার৷

স্যাট এশিয়ার সিইও হাফিজ হাসান বলেন, ‘‘স্মার্ট টানি তিনটি ভিন্ন উপাদানে তৈরি৷ এক, কম দামী সেন্সর; দুই, বিস্তৃত সংযোগ সুবিধা এবং তিন, আমাদের বিগ ডেটা অ্যানালাইটিক সিস্টেম৷''

স্মার্ট টানি সেন্সরগুলো মাটির পুষ্টিগুণও পরিমাপ করে, যেমনটি হচ্ছে এই আনারস খামারে৷ সেন্সরের সংখ্যা ও যন্ত্রপাতির পরিমাণ অনুযায়ী এটির দাম কয়েকশত ইউরো পর্যন্ত৷ স্বল্প বিনিয়োগ, দূর্বল ফোন নেটওয়ার্ক থাকার পরও মানসম্পন্ন সংযোগ এবং উপাত্তের পরিষ্কার উপস্থাপনের কারণে এটি চাষিদের জন্য খুব উপযোগী৷

হাফিজ হাসান আরো বলেন, ‘‘আমাদের ভোক্তাদের বেশিরভাগই তরুণ প্রজন্মের৷ তারা প্রযুক্তি ব্যবহার করতে চায়৷ এটি ইতিবাচক৷ আমরা নতুন প্রজন্মের চাষিদের এ পেশায় আগ্রহী করার চেষ্টা করছি৷''

উদ্যোক্তাদের দাবি, খাদ্য সংকট সমাধান ও টেকসই কৃষিব্যবস্থা তৈরিতে স্মার্ট চাষ ভূমিকা রাখতে পারে৷ তবে সেজন্য একে এমনকি ছোট খামারিদের মাঝেও ছড়িয়ে দিতে হবে৷

রনভীর চন্দ্র বলেন, ‘‘সুতরাং উপাত্তনির্ভর কৃষি এখন অবশ্যম্ভাবী৷ খাদ্য উৎপাদন বাড়াতে উপাত্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উত্তম সিদ্ধান্ত নিতে হবে৷''

স্মার্ট চাষ কৃষিকে আরো দক্ষ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে পারে৷ জলবায়ু পরিবর্তনের এ সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এর ভূমিকা এখন অনস্বীকার্য৷

ফিলিপ ক্র্যাচমার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ