1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের দূষণহীন গণপরিবহন ব্যবস্থার স্বপ্ন

৩১ মে ২০১৭

যানজট, পরিবেশ দূষণ – এমন পরিস্থিতিতে বড় শহরের পরিবহণ ব্যবস্থা অদূর ভবিষ্যতে ভেঙে পড়তে পারে বলে পূর্বাভাষ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ এর বিকল্প কী? বার্লিন শহরের জন্য এমনই এক স্বপ্ন কার্যকর করার উদ্যোগ চলছে৷

Deutschland Autobahn PKW Maut Symbolbild
ছবি: Getty Images/S. Gallup

বার্লিনের প্রথম স্বয়ংক্রিয় বাসের নাম ‘অলি’৷ সেন্সরের মাধ্যমে সে বাধা-বিপত্তি শনাক্ত করতে পারে৷ কিন্তু এখনো পথে নামার অনুমতি পায়নি৷ মাস তিনেক ধরে নির্ধারিত জায়গায় পরীক্ষামূলক যাত্রা চালিয়ে যাচ্ছে৷ পরিবহণ বিশেষজ্ঞ ভেয়ার্ট কানৎসলার মনে করেন, ভবিষ্যতে চালকবিহীন বাস স্বাভাবিক হয়ে উঠবে৷ পরিবহণ বিশেষজ্ঞ ভেয়ার্ট কানৎসলার বলেন, ‘‘এটা সত্যি বাস্তব অবস্থা, এই বাস তা থেকে শিক্ষাও নিচ্ছে৷ ফলে কখনো গোলমাল হয়, আচমকা ব্রেক করতে হয়৷’’

কয়েক বছরের মধ্যেই স্বয়ংক্রিয় বাসগুলির পথে নামার কথা৷ সেটাই হবে এই প্রবণতার সূচনা৷ ভবিষ্যতে পরিবহণ ব্যবস্থার চালচিত্র পুরোপুরি বদলে যেতে পারে৷ নানা ধরনের স্বয়ংক্রিয় গাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে দেবে৷ তখন আমরা আমাদের পছন্দসই যান বেছে নিতে পারবো৷ কানৎসলার বলেন, ‘‘এক্ষেত্রে মূলমন্ত্র হলো ‘ইন্টারমোডালিটি’, যার অর্থ বিভিন্ন ধরনের যানের মধ্যে সংযোগ স্থাপন৷ সেখানে নিজস্ব গাড়ির কোনো স্থান নেই, সেটা সম্পূর্ণ অপচয়৷’’

যে গণপরিবহনে কোনো দূষণ থাকবে না

02:35

This browser does not support the video element.

রাস্তাঘাট ভরে গেছে৷ বার্লিন শহরে প্রায় ১২ লক্ষ প্রাইভেট গাড়ি চলে৷ প্রতি বছর কয়েক হাজার নতুন গাড়ি যোগ হয়৷ শব্দ-দূষণ, যানজট, বায়ু-দূষণ – এ সবের কারণে বিশেষজ্ঞরা বিকল্প ব্যবস্থার ডাক দিচ্ছেন৷ যেমন স্টার্ট-আপ কোম্পানি হিসেবে ‘ক্লেভার শাটল’ একটি আইডিয়া বাজারে এনেছে৷ ইলেকট্রিক গাড়ি শেয়ার-ট্যাক্সি হিসেবে ব্যবহার করার সুযোগ দিচ্ছে তারা৷

অ্যাপ-এর মাধ্যমে গাড়ি অর্ডার করা যায়৷ তারপর নির্দিষ্ট রুট স্থির করে বাকি আরোহীদের তুলে নেওয়া হয়৷ সাধারণ ট্যাক্সির মতোই ব্যবস্থা, তবে অনেক বেশি কার্যকর, ভাড়াও কম৷

ভবিষ্যতে এমন শেয়ার ট্যাক্সি গণ পরিবহণ ব্যবস্থার অঙ্গ হয়ে উঠতে পারে৷ সেগুলি নির্দিষ্ট লাইনের উপর চলবে, কিন্তু কোনো টাইমটেবিল ও নির্দিষ্ট স্টপ থাকবে না৷ স্মার্টফোনের মাধ্যমে অর্ডার দিলে নিজেই পথ চিনে গ্রাহকের কাছে চলে আসবে৷

ক্লাউডিয়া লাসসাক/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ