1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের প্রযুক্তি সিইএস মেলায়

৭ জানুয়ারি ২০১৪

যুক্তরাষ্ট্রের ঝলমলে শহর লাস ভেগাসে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রযুক্তি মেলা সিইএস৷ ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে প্রতি বছর প্রচুর দর্শনার্থী উপস্থিত হন সেই মেলায়৷ ১৯৬৭ সালে নিউ ইয়র্কে প্রথম এই মেলা বসেছিল৷

Ein BMW i3 Elektrofahrzeug
ছবি: Reuters

কনজিউমার ইলেকট্রনিক্স শো সংক্ষেপে সিইএস নামের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত৷ স্মার্টফোন, ট্যাবলেট কিংবা পার্সোনাল কম্পিউটার ছাড়িয়ে যেসব পণ্য ইন্টারনেটের সঙ্গে যুক্ত সেগুলো প্রদর্শিত হবে মেলায়৷ যেমন সেন্সর বসানো গাড়ি৷ এই গাড়ি আপনাকে পার্ক করতে সাহায্য করার পাশাপাশি আপনি যদি জোরে গাড়ি চালাতে থাকেন তাহলে আপনাকে সেটা জানিয়ে সাবধান করে দেবে৷

এছাড়া মেলায় গেলে দরজা লাগানোর এমন তালা দেখতে পাওয়া যাবে, যেটা ওয়াইফাই প্রযুক্তি সমৃদ্ধ এবং যার মধ্যে সেন্সর রয়েছে৷ ফলে ঘরে ঢোকা বা ঘর থেকে বের হওয়ার সময় আপনি স্মার্টফোন দিয়েই তালা বন্ধ ও খোলার কাজটি করতে পারবেন৷

এর বাইরে সেন্সর বসানো ব্রেসলেট কিংবা পেনডেন্টেরও সন্ধান পাবেন দর্শনার্থীরা৷ এসব পরিধেয় প্রযুক্তি ব্যবহারকারীর কার্যক্রম ও স্বাস্থ্যের খোঁজখবর রাখবে৷

অত্যাধুনিক টেলিভিশন প্রযুক্তির প্রদর্শনী হিসেবে সিইএস মেলার খ্যাতি রয়েছে৷ এবারের মেলায়ও সর্বাধুনিক আলট্রা এইচডি টেলিভিশনের দেখা পাওয়া যাবে৷ থাকবে থ্রিডি প্রিন্টারও

মেলার আয়োজক প্রতিষ্ঠান কনজিউমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ শন ডুব্রাভাক বলেন, ‘‘প্রযুক্তিগতভাবে বাস্তবায়নযোগ্য ও ব্যবহারকারীর সাধ্যের মধ্যে থাকবে এমন সব পণ্যই মেলায় স্থান পেয়েছে৷''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ