1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের প্রযুক্তি সিইএস মেলায়

৭ জানুয়ারি ২০১৪

যুক্তরাষ্ট্রের ঝলমলে শহর লাস ভেগাসে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রযুক্তি মেলা সিইএস৷ ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে প্রতি বছর প্রচুর দর্শনার্থী উপস্থিত হন সেই মেলায়৷ ১৯৬৭ সালে নিউ ইয়র্কে প্রথম এই মেলা বসেছিল৷

Ein BMW i3 Elektrofahrzeug
ছবি: Reuters

কনজিউমার ইলেকট্রনিক্স শো সংক্ষেপে সিইএস নামের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত৷ স্মার্টফোন, ট্যাবলেট কিংবা পার্সোনাল কম্পিউটার ছাড়িয়ে যেসব পণ্য ইন্টারনেটের সঙ্গে যুক্ত সেগুলো প্রদর্শিত হবে মেলায়৷ যেমন সেন্সর বসানো গাড়ি৷ এই গাড়ি আপনাকে পার্ক করতে সাহায্য করার পাশাপাশি আপনি যদি জোরে গাড়ি চালাতে থাকেন তাহলে আপনাকে সেটা জানিয়ে সাবধান করে দেবে৷

এছাড়া মেলায় গেলে দরজা লাগানোর এমন তালা দেখতে পাওয়া যাবে, যেটা ওয়াইফাই প্রযুক্তি সমৃদ্ধ এবং যার মধ্যে সেন্সর রয়েছে৷ ফলে ঘরে ঢোকা বা ঘর থেকে বের হওয়ার সময় আপনি স্মার্টফোন দিয়েই তালা বন্ধ ও খোলার কাজটি করতে পারবেন৷

এর বাইরে সেন্সর বসানো ব্রেসলেট কিংবা পেনডেন্টেরও সন্ধান পাবেন দর্শনার্থীরা৷ এসব পরিধেয় প্রযুক্তি ব্যবহারকারীর কার্যক্রম ও স্বাস্থ্যের খোঁজখবর রাখবে৷

অত্যাধুনিক টেলিভিশন প্রযুক্তির প্রদর্শনী হিসেবে সিইএস মেলার খ্যাতি রয়েছে৷ এবারের মেলায়ও সর্বাধুনিক আলট্রা এইচডি টেলিভিশনের দেখা পাওয়া যাবে৷ থাকবে থ্রিডি প্রিন্টারও

মেলার আয়োজক প্রতিষ্ঠান কনজিউমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ শন ডুব্রাভাক বলেন, ‘‘প্রযুক্তিগতভাবে বাস্তবায়নযোগ্য ও ব্যবহারকারীর সাধ্যের মধ্যে থাকবে এমন সব পণ্যই মেলায় স্থান পেয়েছে৷''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ