ওয়েবসাইট আর মোবাইল ফোন অ্যাপ ছাড়া আজকাল যেন কোনো দিন চিন্তাই করা যায় না৷ তবে ইদানীং নতুন আরেকটি বিষয়ের আবির্ভাব হয়েছে যার নাম ‘চ্যাটবট’৷
ছবি: VPMS
বিজ্ঞাপন
চ্যাটবট কী? নিজের চোখেই দেখুন...
02:58
This browser does not support the video element.
ফেসবুক মেসেঞ্জারে থাকা অসংখ্য চ্যাটবটের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘পঞ্চ’৷ এটি আবহাওয়া সম্পর্কিত তথ্য দিয়ে থাকে৷ পঞ্চ আসলে একটি প্রোগ্রাম যা প্রশ্নের মধ্যে থাকা বিভিন্ন কিওয়ার্ড বিশ্লেষণ করে স্থানীয় ডাটাবেজ খুঁজে মুহূর্তের মধ্যেই উত্তর দেয়৷
অনেক কোম্পানি এখন বট প্রযুক্তির সাহায্য নিচ্ছে৷ আগে তারা ওয়েবসাইট আর অ্যাপের উপর নির্ভর করত৷ আর আজ চ্যাটবটের মাধ্যমে মেসেজিং সেবা ব্যবহার করে সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করছে কোম্পানিগুলো৷
চ্যাটবটের প্রয়োজনীয়তা বুঝতে পেরে মাক্স কোৎসিওলেক তাঁর দুই বন্ধুর সঙ্গে মিলে ‘স্পেক্ট্রাম’ নামে একটি কোম্পানি গঠন করেছেন৷ তাঁরা এমন এক চ্যাটবট তৈরি করেছেন, যেটি ব্যবহারকারীকে তাঁর পছন্দ অনুযায়ী খবর সরবরাহ করে৷
প্রযুক্তি ব্যবহারের মন্দ দিক
ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন, আইফোন ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহারের কত সুবিধাই না আমরা আজকাল ভোগ করছি৷ তবে অন্য সব কিছুর মতো এ সবেরও মন্দ দিক আছে বৈকি! গবেষকদের জানানো সেরকমই কিছু তথ্য পাবেন ছবিঘরে৷
ছবি: Cover/Getty Images
ইয়ারফোনে গান শোনা দুর্ঘটনার কারণ
প্রায়ই দেখা যায় আজকালকার তরুণরা কানে ইয়ারফোন লাগিয়েগান শুনতে শুনতে রাস্তায় চলাফেরা করছে৷ কানে ইয়ারফোন থাকায় অনেক সময় রাস্তার সতর্ক সংকেত বা গাড়ি, সাইকেলের শব্দ শুনতে পায় না তারা৷ ফলে ঘটে অ্যাক্সিডেন্ট৷ এ কথা জানান জার্মান হাসপাতালগুলোর জরুরি বা ‘এমারজেন্সি’ বিভাগের ‘ট্রমা সার্জারি’-র প্রফেসার রাইনহার্ড হফমান৷
ছবি: picture-alliance/dpa/H. Ossinger
ছবি তোলাতেই যেন বেশি আনন্দ!
যে কোনো ধরনের স্মৃতিকেই মানুষ ক্যামেরাবন্দি করে রাখতে চায়৷ বিশেষ করে, দেশ-বিদেশে ঘুরতে বা বেড়াতে গেলে তো কথাই নেই! কিন্তু ছবির প্রতি সমস্ত মনোযোগ দিতে গিয়ে পর্যটকরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, ভ্রমণ থেকে ফিরে আসার পর ছবি তোলার জায়গাগুলোর কথা আর সেভাবে মনে করতে পারেন না৷ সাইকোলজিক্যাল সায়েন্স ম্যাগাজিন থেকে এই তথ্য জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
ডিসপ্লে থেকে জীবাণু যায় শরীরে
স্মার্টফোন, ট্যাবলেট কিংবা আইফোন ছাড়া যেন আজকাল কারুর চলেই না৷ যদিও এ সবে অসংখ্য জীবাণু, ছত্রাক আর ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে৷ এই জীবাণু থেকেো কিন্তু আপনি অসুস্থ হতে পারেন৷ বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ঝুঁকি আরো বেশি৷ তাই এগুলো নিয়মিত পরিস্কার রাখা জরুরি৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
ইন্টারেনেটে বই পড়া
বই হাতে নিয়ে পড়াটা যেন আজকাল উঠেই যাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে৷ আসলে আজকাল যে ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই সব রকম তথ্য পাওয়া যায়৷ অবশ্য আরাম করে বই হাতে নিয়ে পড়ার থেকে ইন্টারনেটে পড়লে যে বেশি ক্লান্ত বোধ হয়, তা অনেকেই হয়ত স্বীকার করবেন৷ আর এ কথাটিই প্রমাণ করেছেন জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷
ছবি: AndreyPS - Fotolia.com
কফি মেশিনে জীবাণু!
আজকাল নানা ধরনের কফি মেশিন পাওয়া যায় আর খুব সহজেই নানা স্বাদের কফি তৈরি করা যায়৷ একেক মেশিনের একেকটি বোতামে টিপ দিলে ভিন্ন ভিন্ন স্বাদের কফি বেরিয়ে আসে৷ দেখলেই অবাক লাগে, তাই না? কিন্তু সেই মেশিনই নিয়মিত পরিষ্কার না রাখলে রয়েছে জীবাণুর ভয়৷ তাই সাবধান!
ছবি: Cover/Getty Images
5 ছবি1 | 5
‘বিজনেস ইনসাইডার’-এর মতো প্রতিষ্ঠান নিউজ-বট-সার্ভিসের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে৷ ফেসবুক মেসেঞ্জারে থাকা এই বটের সঙ্গে ব্যবহারকারীরা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন৷ কিওয়ার্ডের সাহায্যে সবকিছুর উপযুক্ত উত্তর দেয় চ্যাটবট৷
মাক্স কোৎসিওলেক বলেন, ‘‘আজকাল ব্যবহারকারীরা ‘পুশ নোটিফিকেশন’-এর মাধ্যমে সবশেষ তথ্য পেতে চান৷ যেমন ধরুন, প্রিয় ক্লাব সম্পর্কিত হালনাগাদ তথ্য কিংবা খেলোয়াড়দের দলবদল বিষয়ে লেটেস্ট খবর জানতে আগ্রহী অনেক ব্যবহারকারী৷ তাঁরা চান, সহকর্মীরা দুপুরের খাবারের সময় কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই যেন তাঁদের কাছে সেই খবরটি পৌঁছে যায়৷’’
চ্যাটবটের গুরুত্ব বুঝে ফেসবুকও দেরি না করে স্পেকট্রামকে তাদের ‘অফিসিয়াল পার্টনার’ করে নিয়েছে৷ বিনিয়োগকারীরাও অনেক অর্থ ঢেলেছেন৷
চ্যাটবটের মাধ্যমে পছন্দের সংবাদ সরবরাহ দিয়ে কোৎসিওলেকের শুরু৷ তবে তাঁর ইচ্ছা: বট হবে ‘ব্যক্তিগত সাংবাদিক’৷ তিনি বলেন, ‘‘আপনি যদি শুধু রাজনীতি আর খেলাধুলার খবরে আগ্রহী হন, বাণিজ্যের সংবাদ না চান, তাহলে চ্যাটবট আপনাকে তা-ই দিবে৷ অবশ্য যদি অর্থনীতি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে তাহলে চ্যাটবট আপনাকে সেই খবরটিও দেবে, তবে একটু সহজভাবে যেন আপনি সেটা বুঝতে পারেন৷ সংবাদপত্রের সঙ্গে চ্যাটবটের পার্থক্য সেখানেই৷ কারণ সংবাদপত্র ধরেই নেয় যে, সব পাঠকের জ্ঞান প্রায় একইরকম৷ কিন্তু আসলে সেটি তো ঠিক নয়৷’’
সংবাদ কিংবা আবহাওয়ার তথ্য যা-ই দিক না কেন, চ্যাটবটের গুণগত মান দিন দিন বাড়ছে, এবং সম্ভবত এটি আপনার প্রতিদিনের সঙ্গী হতে যাচ্ছে৷
আনিয়া ফ্রেহোফ-কিং/জেডএইচ
মোবাইল, কম্পিউটার, রিমোট জীবাণুমুক্ত রাখতে যা করবেন
পাবলিক টয়লেট ব্যবহার করতে গিয়ে অনেকেরই মনে হয় সেখানে কত জীবাণু আছে৷ কিন্তু স্মার্টফোন বা কম্পিউটারে লুকিয়ে থাকা হাজারো জীবাণু আমাদের অসুস্থ করতে পারে সেকথা কিন্তু মনে হয়না৷ জেনে নিন যন্ত্রগুলোকে জীবাণুমুক্ত রাখার উপায়৷
ছবি: Phovoir/Colourbox
কম্পিউটার পরিস্কার
অফিসের কম্পিউটার সপ্তাহে একবার আর বাসার কম্পিউটার মাসে একবারই যথেষ্ট৷ পরিস্কার করতে কী-বোর্ডকে উল্টিয়ে দিন, এতে ভেতরে ধুলো-বালি, খাবারের কণা বা অন্য কিছু থাকলে বেরিয়ে যাবে৷ বিশেষ কাপড় বা ভেজা টিস্যু পাওয়া যায় তা দিয়ে কী-বোর্ড এবং কম্পিউটারের স্ক্রিন ধীরে ধীরে মুছে ফেলুন৷ তাছাড়া কাজ শুরুর আগে হাত দুটো ‘হ্যান্ড স্যানিটাইজার’ দিয়ে মুছে নিলেও কিন্তু ব্যাকটেরিয়ার থেকে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়৷
ছবি: DW
মোবাইল এবং ট্যাবলেট
প্রতিদিন মাইক্রোফাইবার রুমাল বা কাপড় দিয়ে আপনার মোবাইল এবং ট্যাবলেটটি কোনো চাপ ছাড়া আস্তে আস্তে মুছে নিন৷ যন্ত্রগুলোতে থাকা ছোট ছোট ছিদ্রগুলো ‘টুথপিক’ দিয়ে খুব সতর্কতার সাথে পরিস্কার করে ফেলুন৷ এভাবে নিয়মিত পরিস্কার রাখলে ব্যাকটেরিয়া জমার কোনো সুযোগ থাকবেনা৷
ছবি: picture-alliance/dpa/A. Warnecke
টেলিফোন
টেলিফোনের ডায়ালে যে শুধু জীবাণু জমে, তা কিন্তু নয়৷ ফোন কানে লাগিয়ে কথা বলার সময় কান এবং মুখ থেকে যাওয়া নানা ব্যাকটেরিয়া টেলিফোনে জমে৷ তাই সপ্তাহে একদিন টেলিফোন ভালো করে মুছতে হবে হালকা ভেজা কাপড় দিয়ে৷ আর ছিদ্রগুলো সাবধানতার সাথে ‘টুথপিক’ দিয়ে মুছবেন৷
ছবি: picture-alliance/Asian News Networt
কম্পিউটারের মাউস
কম্পিউটারের মাউসেও জীবাণু জমে থাকে৷ সেজন্য পরিস্কার করার সময় মাউসের চাকাটি একটু ঘুরাতে থাকুন আর পরিস্কার করুন৷ পুরো মাউসটা ভালো করে মুছে নিলে কাজেরও অনেক সুবিধা হবে, যা পরে নিজেও লক্ষ্য করবেন৷
ছবি: DW/N. Steudel
টিভি রিমোট
প্রায় প্রতিদিনই সকলে কম-বেশি টিভি দেখে থাকেন এবং বাড়ির সকলেই টিভির রিমোটে হাত দেন৷ তাই মাসে অন্তত একবার রিমোটটি পরিস্কার করা উচিত৷ গ্লাস বা কাঁচ মোছার তরল খানিকটা কাপড়ে লাগিয়ে হালকাভাবে রিমোটটি মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন৷ আর কেউ যদি আরো ভালো করে মুছতে চান, তাহলে রিমোট থেকে ব্যাটারি বের করে ভেতরটাও পরিস্কার করা যেতে পারে৷