1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভবিষ্যতে আরো বড় কর্মসূচি’

১১ ডিসেম্বর ২০১২

১০ মাসেও সাগর-রুনি হত্যা রহস্যের কুলকিনারা হয়নি৷ এবার তাই চূড়ান্ত আন্দোলনের দিকেই যাচ্ছেন সাংবাদিকরা৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সে ইঙ্গিতই দিলেন ইকবাল সোবহান চৌধুরী৷

ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বছর পূর্তির খুব বেশি বাকি নেই, কিন্তু গত ১১ই ফেব্রুয়ারি থেকে সেই যে খুনিদের গ্রেপ্তার, বিচার প্রত্যাশার শুরু তা এখনো অপূর্ণ৷ বাংলাদেশের সাংবাদিকরা সোমবার এ প্রতীক্ষার অবসানে, হত্যাকারীদের বিচার ত্বরান্বিত করতে কঠোর কর্মসূচিতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন৷ এক সমাবেশ থেকে সাংবাদিক নেতারা আগামী ২৩শে ডিসেম্বর ‘গণঅনশন' কর্মসূচি পালনের ঘোষণা দেন৷ ডয়চে ভেলেকে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন বিএফইউজে-র একাংশের নেতা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন, গণঅনশনে কাজ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার আলোচনাও সেরে রেখেছেন তাঁরা৷

১০ মাসেও কুলকিনারা হয়নি হত্যারহস্যেরছবি: Harun Ur Rashid Swapan

সাক্ষাৎকারে ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তাঁদের চলমান আন্দোলন শুধু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারেই সীমাবদ্ধ নয়৷ অতীতে আরো যে সাংবাদিকরা অস্বাভাবিক মৃত্যু বরণ করেছেন তাঁদের হত্যারহস্য উদঘাটন, সে সবের বিচার এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাও এ আন্দোলনের লক্ষ্য৷ কিন্তু সাগর-রুনি হত্যা মামলার বর্তমান অবস্থা দেখে কি শিগগিরই সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে হয়? দেশের সিনিয়র সাংবাদিক এ ক্ষেত্রে শুধু একটা কথাই বললেন, তদন্তকারী কর্তৃপক্ষ সেভাবে পুরো বিষয়টিকে দেখলে সাংবাদিকদের কল্যাণ, দেশেরও কল্যাণ৷

BM/111212/Interview with Iqbal Sobhan Chowdhury on Sagar-Runi Murder - MP3-Mono

This browser does not support the audio element.

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ