1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতে চাষিদের রোবট পালন করতে হবে

২৭ মে ২০২০

আগাছা ও কীটপতঙ্গের উৎপাত চাষিদের জন্য বড় সমস্যা বটে৷ ভবিষ্যতে স্বয়ংসম্পূর্ণ রোবট ও ড্রোন খেতের উপর এমন সমস্যা দূর করতে পারবে৷ সেইসঙ্গে চাষিদেরও প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে৷

ছবি: WDR

ছোট্ট এই উদ্ভিদগুলির টিকে থাকার কোনো সম্ভাবনা নেই৷ থার্মাল শকের ধাক্কা সামলাতে না পেরে এমনকি শিকড়ও নষ্ট হয়ে যাবে৷ ভবিষ্যতে কৃষিক্ষেত্রে রোবট এভাবে আগাছা বিনাশ করতে পারে৷ বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন রোবটের প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ সৃষ্টি করেছেন৷

এমন রোবট গোটা বিশ্বে চাষের কাজে কার্যত বিপ্লব এনে দেবে, এমনটাই দাবি করা হচ্ছে৷ ২৪ ঘণ্টা ধরে রোবট খেতের উপর উদ্ভিদের রোগ অথবা কীটপতঙ্গের উৎপাত পর্যবেক্ষণ করে যাবে এবং আগাছা নির্মূল করবে৷

বিজ্ঞানীরা এ ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত৷ গোটা বিশ্বে খেতের উপর কীটনাশকের ব্যবহার কমানোই তাঁদের লক্ষ্য৷ সার্ভেয়িং ইঞ্জিনিয়ার হিসেবে হাইনার কুলমান বলেন, ‘‘আমরা রাসায়ানিকের ব্যবহার ব্যাপক হারে কমাতে চলেছি৷ সত্যি এমনটা ঘটবে৷ আগাছা নিয়ন্ত্রণের প্রক্রিয়ার সাফল্য সম্পর্কে আমি অত্যন্ত আশাবাদী৷’’

তবে সবার আগে রোবটকে নির্ভরযোগ্যভাবে আগাছা ও প্রয়োজনীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷ হাজার হাজার প্রজাতির আগাছা এবং প্রয়োজনীয় উদ্ভিদ ও সেগুলির রোগ সংক্রান্ত তথ্য ধীরে ধীরে এই প্রণালী আরও উন্নত করে তুলছে৷

রোবট যখন আগাছা পরিস্কারক

02:40

This browser does not support the video element.

ভবিষ্যতে মাটির উপর রোবটকে সাহায্য করতে আকাশে ড্রোন উড়বে৷ এভাবে চাষিরা খেতের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন৷ এমন ছবির সাহায্যে সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে৷ শুষ্ক মরসুম, রোগ অথবা কীটপতঙ্গের কারণে কোন উদ্ভিদ চাপের মুখে রয়েছে, তা লাল রংয়ের মাধ্যমে দেখানো হয়েছে৷

ভবিষ্যতে রোবট বাতাস থেকে এই সব তথ্য গ্রহণ করে একাই সমস্যার সমাধান করতে এগিয়ে যাবে৷ এখনো প্রোটোটাইপের অনেক সাহায্য লাগে৷ যেমন খেতে যাবার পথ সে খুঁজে পায় না৷ তাছাড়া এখনো গবেষকদের উপস্থিতিতে তাঁদের নির্দেশ অনুযায়ী রিমোট কনট্রোল ব্যবহার করতে হচ্ছে৷

ভবিষ্যতে এমন রোবট নিজেই পথ খুঁজে নেবে৷ খেতে গিয়ে আগাছা অথবা অসুস্থ উদ্ভিদ শনাক্ত করবে৷ তারপর লেজার মডিউলের সাহায্যে সেগুলি নিষ্ক্রিয় করে দেবে৷ এমন প্রণালী বিক্রির উপযুক্ত হতে আরও সময় লাগবে৷ রোবট বিশেষজ্ঞ সিরিল স্টাখনিস বলেন, ‘‘বিশেষ করে আগাছা নির্মূল করার ক্ষেত্রে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে প্রযুক্তিগতভাবে এতটাই অগ্রসর হবো, যে বাস্তব পরিস্থিতিতে তা প্রয়োগ করা সম্ভব হবে৷ সেইসঙ্গে চাষিদের কাছে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা এবং চাষের কাজে এমন প্রণালীর প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে৷’’

ভবিষ্যতের চাষিদের রোবটিক্সের ক্ষেত্রেও প্রশিক্ষণ নিতে হবে৷ হাইনার কুলমান বলেন, ‘‘আজকের তুলনায় তাদের ডিজিটালাইজেশন, প্রযুক্তি ও গণিতের বিষয়ে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে৷ এই মুহূর্তে আমরা তার সূচনার কাজ করছি৷ তবে সেটা অবশ্যই বিশাল পরিবর্তন বটে৷’’

এমন মৌলিক পরিবর্তনের জন্য আরও সময় লাগবে৷ বিশেষজ্ঞদের মতে, ব্যাপক হারে খেতের উপর রোবটের প্রয়োগ শুরু হতে কমপক্ষে দশ বছর সময় লাগবে৷

জো সিগলার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ