আগাছা ও কীটপতঙ্গের উৎপাত চাষিদের জন্য বড় সমস্যা বটে৷ ভবিষ্যতে স্বয়ংসম্পূর্ণ রোবট ও ড্রোন খেতের উপর এমন সমস্যা দূর করতে পারবে৷ সেইসঙ্গে চাষিদেরও প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে৷
বিজ্ঞাপন
ছোট্ট এই উদ্ভিদগুলির টিকে থাকার কোনো সম্ভাবনা নেই৷ থার্মাল শকের ধাক্কা সামলাতে না পেরে এমনকি শিকড়ও নষ্ট হয়ে যাবে৷ ভবিষ্যতে কৃষিক্ষেত্রে রোবট এভাবে আগাছা বিনাশ করতে পারে৷ বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন রোবটের প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ সৃষ্টি করেছেন৷
এমন রোবট গোটা বিশ্বে চাষের কাজে কার্যত বিপ্লব এনে দেবে, এমনটাই দাবি করা হচ্ছে৷ ২৪ ঘণ্টা ধরে রোবট খেতের উপর উদ্ভিদের রোগ অথবা কীটপতঙ্গের উৎপাত পর্যবেক্ষণ করে যাবে এবং আগাছা নির্মূল করবে৷
বিজ্ঞানীরা এ ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত৷ গোটা বিশ্বে খেতের উপর কীটনাশকের ব্যবহার কমানোই তাঁদের লক্ষ্য৷ সার্ভেয়িং ইঞ্জিনিয়ার হিসেবে হাইনার কুলমান বলেন, ‘‘আমরা রাসায়ানিকের ব্যবহার ব্যাপক হারে কমাতে চলেছি৷ সত্যি এমনটা ঘটবে৷ আগাছা নিয়ন্ত্রণের প্রক্রিয়ার সাফল্য সম্পর্কে আমি অত্যন্ত আশাবাদী৷’’
তবে সবার আগে রোবটকে নির্ভরযোগ্যভাবে আগাছা ও প্রয়োজনীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷ হাজার হাজার প্রজাতির আগাছা এবং প্রয়োজনীয় উদ্ভিদ ও সেগুলির রোগ সংক্রান্ত তথ্য ধীরে ধীরে এই প্রণালী আরও উন্নত করে তুলছে৷
রোবট যখন আগাছা পরিস্কারক
02:40
ভবিষ্যতে মাটির উপর রোবটকে সাহায্য করতে আকাশে ড্রোন উড়বে৷ এভাবে চাষিরা খেতের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন৷ এমন ছবির সাহায্যে সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে৷ শুষ্ক মরসুম, রোগ অথবা কীটপতঙ্গের কারণে কোন উদ্ভিদ চাপের মুখে রয়েছে, তা লাল রংয়ের মাধ্যমে দেখানো হয়েছে৷
ভবিষ্যতে রোবট বাতাস থেকে এই সব তথ্য গ্রহণ করে একাই সমস্যার সমাধান করতে এগিয়ে যাবে৷ এখনো প্রোটোটাইপের অনেক সাহায্য লাগে৷ যেমন খেতে যাবার পথ সে খুঁজে পায় না৷ তাছাড়া এখনো গবেষকদের উপস্থিতিতে তাঁদের নির্দেশ অনুযায়ী রিমোট কনট্রোল ব্যবহার করতে হচ্ছে৷
ভবিষ্যতে এমন রোবট নিজেই পথ খুঁজে নেবে৷ খেতে গিয়ে আগাছা অথবা অসুস্থ উদ্ভিদ শনাক্ত করবে৷ তারপর লেজার মডিউলের সাহায্যে সেগুলি নিষ্ক্রিয় করে দেবে৷ এমন প্রণালী বিক্রির উপযুক্ত হতে আরও সময় লাগবে৷ রোবট বিশেষজ্ঞ সিরিল স্টাখনিস বলেন, ‘‘বিশেষ করে আগাছা নির্মূল করার ক্ষেত্রে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে প্রযুক্তিগতভাবে এতটাই অগ্রসর হবো, যে বাস্তব পরিস্থিতিতে তা প্রয়োগ করা সম্ভব হবে৷ সেইসঙ্গে চাষিদের কাছে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা এবং চাষের কাজে এমন প্রণালীর প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে৷’’
ভবিষ্যতের চাষিদের রোবটিক্সের ক্ষেত্রেও প্রশিক্ষণ নিতে হবে৷ হাইনার কুলমান বলেন, ‘‘আজকের তুলনায় তাদের ডিজিটালাইজেশন, প্রযুক্তি ও গণিতের বিষয়ে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে৷ এই মুহূর্তে আমরা তার সূচনার কাজ করছি৷ তবে সেটা অবশ্যই বিশাল পরিবর্তন বটে৷’’
এমন মৌলিক পরিবর্তনের জন্য আরও সময় লাগবে৷ বিশেষজ্ঞদের মতে, ব্যাপক হারে খেতের উপর রোবটের প্রয়োগ শুরু হতে কমপক্ষে দশ বছর সময় লাগবে৷
জো সিগলার/এসবি
যেখানে করোনা, সেখানেই রোবট আর ড্রোন
জানালায় এসে কথা বলছে ড্রোন। পুলিশের নির্দেশে উড়ে যাচ্ছে যেখানে দরকার। রেস্তোরাঁ, হাসপাতাল, সুপার মার্কেটসহ অনেক জায়গায় করোনা ভাইরাসকে রুখতে রোবটও কাজ করে চলেছে বিরামহীনভাবে। দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/China Daily
ড্রোন বলছে, সাবধান!
মালয়েশিয়ার পুলিশ করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার কথা বলতে পাঠিয়েছে তাকে। রাজধানী কুয়ালালামপুরের এই ঘরটির সামনে এসে সে কথাই বলছে ড্রোন। মন দিয়ে ড্রোনের কথা শুনছেন এক গৃহিণী।
ছবি: Reuters/Lim Huey Teng
শিক্ষার্থীর বেশে রোবট
করোনা ভইরাস থেকে বাঁচতে ঘরে থাকতে হচ্ছে সবাইকে। জাপানের রাজধানী টোকিওর এক অনুষ্ঠানে তাই সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীরা আসতে পারেননি। তাদের জায়গায় গাউন পরে দাঁড়িয়েছে রোবট।
ছবি: Reuters/BBT UNIVERSITY
রোবট যখন ফটোগ্রাফার
ইটালির ভারেসে শহরের এক হাসপাতলে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের ছবি তুলে বেড়াচ্ছে রোবট। রোগীদের চিকিৎসায় খুব কাজে লাগছে সেই ছবি। কম্পিউটারের স্ক্রিনে রোবটের তোলা ছবি দেখছেন এক স্বাস্থকর্মী।
ছবি: Reuters/F. Lo Scalzo
সচেতন রোবট
করোনা ভাইরাস থেকে দূরে থাকতে একজন সচেতন মানুষের যা যা করা উচিত, সবাই মিলে ভাইরাসের বিরুদ্ধে যেভাবে লড়া উচিত, সুপার মার্কেটে সেই কথাগুলো বলছে মানুষের আদলে গড়া এক রোবট। জার্মানির লিন্ডিয়ার শহরের এক সুপার মার্কেট থেকে তোলা ছবি।
ছবি: Reuters/W. Rattay
সংবাদ সম্মেলনে রোবট
বেজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং স্কুলে সাংবাদিকদের দেখানো হচ্ছে হাসপাতলে রোবট কিভাবে করোনা আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করে। 'নকল মানুষ' সামনে রেখে রোবটই তা দেখাচ্ছে।
ছবি: Reuters/C. Garcia Rawlins
শহর জীবাণুমুক্ত করছে ড্রোন
চিলির তালকাহুয়ানা শহরে জীবাণুনাশক ছিটাতে আর মানুষের দরকার হয় না। লকডাউন মেনে মানুষ থাকছে ঘরে আর শহরময় উড়ে উড়ে জীবাণুনাশক ছিটাচ্ছে ড্রোন।
ছবি: Reuters/J. Luis Saavedra
খাবার পরিবেশনে
চীনের সাংহাই শহরের এক রেস্তোরাঁয় চাহিদামতো খাবার পরিবেশন করছে রোবট।
ছবি: Reuters/Aly Song
সিঁড়ি বেয়ে ওঠে স্প্রেয়ার!
চীনের লুসিয়াং হেনান প্রদেশের এক ভবনে জীবাণুনাশক ছিটাতে সিঁড়ি বেয়ে বেয়ে এগিয়ে চলেছে স্প্রেয়ার।
ছবি: Reuters/China Daily
রংমিস্ত্রি রোবট
করোনা ভাইরাসের কারণে ফ্রান্সও এখন বিপর্যস্ত। সব মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে। অনেক কাজেই নামতে হয়েছে রোবটকে। করোনায় মৃতদের জন্য বানাতে হচ্ছে নতুন নতুন কফিন। কফিনে রং করছে এক রোবট।
ছবি: Reuters/G. Fuentes
মাস্ক লাগবে?
ভারতের কোচি শহরে ট্রে হাতে দাঁড়িয়ে আছে রোবট। ট্রে-তে আছে মাছ আর স্যানিটাইজার। যার দরকার নিয়ে নিন!
ছবি: Reuters/Sivaram V
বিকল্প স্বাস্থ্যকর্মী
ইতালির ভারেসে শহরের এক হাসপাতলে করোনায় সংক্রমিতদের চিকিৎসায় সহায়তা করছে রোবট।
ছবি: Reuters/F. Lo Scalzo
পরম বন্ধু
করোনা-সংকটে সবচেয়ে বিপদে আছেন প্রবীণরা। রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, একাকিত্বের যন্ত্রণাও তাদের জন্য বেশি অসহনীয়। বেলজিয়ামে এমন মানুষদের জন্য ঘরে ঘরে বিনামূল্যে রোবট পাঠাচ্ছে একটি কোম্পানি। রোবটগুলোর কাজই হলো ভিডিও কলের মাধ্যমে আত্মীয়-স্বজনের সঙ্গে নিয়মিত কথা বলানো।
ছবি: Reuters/Y. Herman
পুলিশ এবং ড্রোন
ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের পেকানবাউ শহরে
জীবাণুনাশক ছিটানোর কাজও করতে হচ্ছে পুলিশকে। অবশ্য পুলিশ কাজটা নিজে করছে না। রিমোট হাতে নিয়ে শুধু নির্দেশ দিচ্ছে আর সেই নির্দেশ মেনে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে ড্রোন।
ছবি: Reuters/R. Muharrman
'বিশেষজ্ঞ চিকিৎসক'
বেজিংয়ের করোনায় সংক্রমিত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মতো নানা উপদেশ দেবে এই রোবট। কিভাবে, কোন ইশারায় কী বোঝাতে হবে তা দেখিয়ে দিচ্ছেন ফাইভ জি প্রযুক্তির রোবটটি তৈরি করা কোম্পানির কর্মীরা।