1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের ‘মানিব্যাগ’ মুঠোফোন

রায়না ব্রেয়ার / এআই২৬ ফেব্রুয়ারি ২০১৩

কাউকে ছোটখাট বার্তা পাঠানো, ইন্টারনেটে ঘাঁটাঘাটি কিংবা অন্য কারো সঙ্গে কথা বলা - সবই এখন করা সম্ভব হালের মুঠোফোনে৷ তবে এই যন্ত্রটিকে শুধু এই কাজে আটকে রাখতে রাজি নন প্রযুক্তিবিদরা৷ ওয়ালেটের বিকল্প হতে পারে মুঠোফোন৷

Smartphone und Gedlscheine. Copyright: babimu - Fotolia.com #45570512 smartphone; smart; phone; kosten; gebühren; flatrate; rate; roaming; geld; geldschein; geldscheine; euro; euros; telefonkosten; telefongebühren; datenrate; preis; handy; schwarz; app; apps; application; applications; mobil; programm; sms; message; telekommunikation; web; telefon; i; mobile; tag; tagging; quick; response; internet; homepage; site; webseite; www; mobiltelefon; business; display; bildschirm; hochauflösend; freigestellt; freisteller; isoliert; weiß
ছবি: babimu - Fotolia.com

ভবিষ্যতে হয়ত আর পকেটে কাগজের টাকার নোট নিয়ে ঘুরতে হবে না, ঝামেলা থাকবে না পয়সা হিসেবের আর টাকা খুচরা করার৷ বরং দোকানে গিয়ে মুঠোফোনটি ছোট্ট একটি যন্ত্রের সামনে ধরলেই হয়ে যাবে সব হিসেবনিকেশ৷ আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে বিক্রেতার কাছে৷ প্রযুক্তিবিদদের কথা বিশ্বাস করলে, এমন দিন খুব বেশি দূরে নয়৷

এনএফসি চিপ বিভিন্ন গেজেটের মধ্যে তারহীন যোগাযোগ স্থাপন করতে সক্ষমছবি: picture-alliance/dpa

অনেকেই হয়ত বলবেন, এভাবে কেনাকাটাতো এখনও করা যায়৷ গুগল ওয়ালেট, পেপলতো ইন্টারনেটে এভাবে কেনাকাটার সুযোগ দিচ্ছে৷ কথা সত্যি, তবে গুগল ওয়ালেট কিংবা পেপলের সীমাবদ্ধতা রয়েছে৷ ব্যাপক আকারে একেবারে পাড়ার দোকান থেকে শুরু করে সব জায়গায় ক্যাশহীন কেনাকাটার জন্য দরকার ভিন্ন ব্যবস্থা৷

এভাবে ব্যাপক আকারে কেনাকাটার জন্য তৈরি হয়েছে নতুন ধরনের ব্যবস্থা৷ কারিগরী ভাষায় একে বলা হয়, ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন' বা এনএফসি৷ এই পদ্ধতিতে সকল ধরনের প্রযুক্তিনির্ভর ‘ইলেকট্রনিক' লেনদেন করা যাবে আরো সহজে, দ্রুত এবং নিরাপদ উপায়ে৷

এনএফসি চিপ বিভিন্ন গেজেটের মধ্যে তারহীন যোগাযোগ স্থাপন করতে সক্ষম৷ ফলে আপনি কোন কিছু কেনার পর সেটির বিল দিতে এনএফসি চিপের সামনে স্মার্টফোনটি ধরলেই হবে৷ মুঠোফোন ছাড়া ক্রেডিট কার্ডের সঙ্গেও এনএফসি চিপের যোগসূত্র স্থাপন সম্ভব৷

জার্মান ই-কমার্স লবি গ্রুপ বুন্ডেসফেরবান্ড ইনফোমাৎসিউনসভির্টশাফট মনে করে, এনএফসি প্রযুক্তি ব্যবহার করে শীঘ্রই গোটা জার্মানিতে ‘মোবাইল পেমেন্ট সিস্টেম' চালু হয়ে যাবে৷ অবশ্য এনএফসি প্রযুক্তি জার্মানির আইন অনুযায়ী ভোক্তার ‘তথ্য সুরক্ষা' নিশ্চিত করতে পারে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে৷ তবে লবি গ্রুপ মনে করে, এই প্রযুক্তির উন্নয়নের সুযোগ রয়েছে৷ ফলে তথ্য সুরক্ষার বিষয়টি সমাধান করা সময়ের ব্যাপারের মাত্র৷

জাপান কিন্তু এক্ষেত্রে জার্মানির চেয়ে বেশ এগিয়ে৷ সেদেশের গণপরিবহনের টিকিট বিক্রি করা হচ্ছে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে৷ তাও আবার গত দশ বছর ধরে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ