1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রেফারিরা হয়ত আত্মহত্যা করবেন'

১৯ সেপ্টেম্বর ২০১৩

ফুটবল মাঠে খেলেন ২২ জন৷ সবার চোখ থাকে তাঁদের দিকেই৷ কিন্তু কিছু ক্ষেত্রে রেফারি হয়ে ওঠেন সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তখন তাঁদের এমন অবস্থাও হয় যে এক সাবেক রেফারি মনে করেন, ভবিষ্যতে অনেক রেফারি হয়ত আত্মহত্যা কববেন৷

Fußball Bundesliga, 5. Spieltag, Borussia Dortmund - Hamburger SV am 14.09.2013 im Signal-Iduna-Park in Dortmund (Nordrhein-Westfalen). Schiedsrichter Tobias Welz zeigt Hamburgs Rafael van der Vaart (l) die Gelbe Karte. Foto: Friso Gentsch/dpa (Wichtiger Hinweis: Aufgrund der Akkreditierungsbestimmungen der DFL ist die Publikation und Weiterverwertung im Internet und in Online-Medien während des Spiels auf insgesamt fünfzehn Bilder pro Spiel begrenzt.)
ছবি: picture-alliance/dpa

ফুটবল ম্যাচে দর্শক অসন্তোষ আর খেলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত রেফারিদের ওপর খেলোয়াড় এবং দর্শকদের চড়াও হওয়ার ঘটনা ঘটেনি এমন দেশ বোধহয় একটাও নেই৷ গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে এমন ভয়াবহ কিছু ঘটেনি৷ তবে যেটুকু ঝড় তাঁর ওপর দিয়ে গিয়েছে, সেটুকু আর না বাড়াতে মৌসুম শেষেই ফুটবল মাঠকে বিদায় জানান মার্ক হ্যালসে৷ অবসরের পর বসে থাকেননি তিনি৷ আত্মজীবনী লিখেছেন, যা আবার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে ‘দ্য সান' পত্রিকায়৷ সেখানেই হ্যালসে লিখেছেন রেফারি এবং সহকারী রেফারিদের নিয়ে তাঁর আশঙ্কার কথা৷ মাঠে তাঁদের প্রচণ্ড চাপের মধ্যে দায়িত্ব পালন করতে দেখে হ্যালসের আশঙ্কা, ‘‘রেফারিদের স্নায়বিক বিপর্যয় দেখা দিতে বোধ হয় আর বেশি বাকি নেই৷ আমার তো মনে হয়, এক্ষুনি যদি আমরা তাঁদের মানসিক স্বাস্থ্য এবং মাঠের অবর্ণনীয় চাপ নিয়ে কিছু না করি, তাহলে অচিরেই হয়ত রেফারিদের আত্মহত্যা করতেও দেখবো৷''

গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল হ্যালসের৷ ম্যানইউ ২-১ গোলে জিতেছিল৷ কিন্তু ফলাফল মেনে নিতে পারেননি লিভারপুল সমর্থকরা৷ সে সময় হ্যালসের কাছে আসতে থাকে হাজার হাজার টুইটার বার্তা৷ সেখানে রেফারির উদ্দেশ্যে মনের সব ঝাল ঝাড়তে গিয়ে মানবিকতার সীমাও লঙ্ঘন করেছিলেন বেশ কিছু উগ্র সমর্থক৷ ২০০৯ সাল থেকে ক্যানসারে ভুগছেন হ্যালসে৷ সেই ম্যাচের পর তাঁর বেঁচে থাকার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে৷ অসন্তোষ প্রকাশের ধরণ যদি এমন হয় তাহলে হ্যালসে রেফারিদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত না হয়ে পারেন!

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ