জার্মানির কাছে ঐতিহাসিক হারের পর ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে৷ অনেক কিছুর মধ্যে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগের কথাও বলছেন কেউ কেউ৷
বিজ্ঞাপন
ব্রাজিলের ক্রীড়া দৈনিক লানসে বলছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে এমন কর্মকর্তা আছেন যাঁরা বিদেশি কোচ নিয়োগের পক্ষে৷ তবে স্থানীয় কোচের মধ্যে টিটে-কেই পরবর্তী কোচ হিসেবে এগিয়ে রাখছে দৈনিকটি৷
টিটে'র পুরো নাম আডেনর লেওনার্ডো বাকি৷ ব্রাজিলের করিন্থিয়ান্স ক্লাবের হয়ে ২০১২ সালে দক্ষিণ অ্যামেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট ‘কোপা লিবেরটাডোরেস' জেতেন তিনি৷ এছাড়া ঐ বছরই চেলসিকে হারিয়ে বিশ্ব ক্লাব কাপের শিরোপাও জেতে কোরিন্থিয়ান্স৷
এদিকে ‘সাদা পেলে' বলে পরিচিত ব্রাজিলের জিকো ভবিষ্যৎ কোচ হিসেবে পছন্দ করছেন মুরিসি রামালিয়ো'কে৷ ২০১০ সালে রামালিয়োকে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল৷ কিন্তু সেসময় ফ্লুমিনেন্সে ক্লাবের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা থাকায় প্রস্তাব গ্রহণ করতে পারেননি তিনি৷
নাকি গুয়ার্দিওলা?
হ্যাঁ ঠিকই শুনেছেন৷ বার্সেলোনার সাবেক আর বায়ার্নের বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলার কথাই বলা হচ্ছে৷ ২০১২ সালেও একবার ব্রাজিলের কোচ হিসেবে গুয়ার্দিওলার নামের গুঞ্জন উঠেছিল৷ সেবার গুয়ার্দিওলাকে কোচ বানানোর দাবি জানিয়ে অনলাইনে কয়েকটি গ্রুপও খুলেছিল ব্রাজিল সমর্থকরা৷ সেসময় গুয়ার্দিওলা নিজেও ভবিষ্যতে কোনো একসময় ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রাজিলের ক্রীড়া দৈনিক লানসে৷
এদিকে গতমাসে আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে গুয়ার্দিওলা ভবিষ্যতে বিশ্বকাপের কোনো দলের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের সময় পুরো বিশ্ব থমকে দাঁড়ায়৷ আমি সেই অভিজ্ঞতাটা অর্জন করতে চাই৷ আমি আশা করছি কেউ আমাকে চাইবে৷''
সেভেন আপ, ওয়ান ডাউন
ব্রাজিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশ্ব দেখল এক নির্মম পরাজয়৷ স্বাগতিক ব্রাজিলকে জার্মানি হারালো ৭-১ গোলে৷ ছবিঘরে থাকছে এই ম্যাচের দুর্দান্ত কিছু ছবি৷
ব্রাজিলের জালে প্রথম গোলটি ম্যুলারের৷ জার্মানির প্রথম কর্নারকেই গোলে পরিণত করেন তিনি৷ ১১ মিনিটে ডানদিক থেকে ক্রোসের কর্নার সোজা ম্যুলারের পায়ে এসে পড়ে৷ এক মুহূর্ত দেরি না করে এই ফরোয়ার্ড বল জালে জড়ান৷ এই বিশ্বকাপে ম্যুলারের এটি পঞ্চম গোল৷ গত বিশ্বকাপেও পাঁচটি গোল করেছিলেন তিনি৷
ছবি: Reuters
দ্বিতীয় গোল
২৩ মিনিটে ক্লোজের রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি৷ ডি বক্সের ভেতর থেকে ক্লোজের প্রথম চেষ্টাটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক৷ কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি৷
ছবি: Reuters
তৃতীয় গোল
পরের মিনিটে মেসুত ও্যজিল বল দেন ফিলিপ লামকে৷ তিনি বল বাড়ান ম্যুলারের দিকে৷ কিন্তু বল পেয়ে যান ক্রোস৷ তার বাঁ পায়ের শট জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে৷ স্টেডিয়ামে নেমে আসে নীরবতা৷
ছবি: Reuters
চতুর্থ গোল
২৬ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যান ক্রোস৷ ফার্নান্দিনিয়োর মারাত্মক ভুলে বল পেয়ে তিনি পাস দেন সামি খেদিরাকে৷ রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বল ফিরিয়ে দেন ক্রোসকে৷ ক্রোসের মধ্যে কোন দ্বিধা ছিল না৷ তার কারণে চতুর্থ গোল পায় জার্মানি৷ দর্শকদের অবশ্য মনে হয়েছিল প্রথম গোলের রিপ্লে দেখছেন৷ এরপর স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিল সমর্থকরা আর নিজেদের ধরে রাখতে পারেননি৷
ছবি: Reuters
পঞ্চম গোল
২৯ মিনিটে আবার গোল৷ ও্যজিলের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডি বক্সে ঢুকে ব্যবধান ৫-০ করে ফেলেন সামি খেদিরা৷ ছয় মিনিটেই চার গোল!
ছবি: Reuters
গোলরক্ষক মানুয়েল নয়ার
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ করে ব্রাজিল৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ান জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার৷
ছবি: Reuters
৬ষ্ঠ গোল
৬৯ মিনিটে ব্রাজিলের নড়বড়ে রক্ষণের সুযোগে গোলদাতাদের তালিকায় নাম তুলে ফেলেন বদলি হিসেবে নামা আন্দ্রে শ্যুর্লে৷ ষষ্ঠবারের মতো ব্রাজিলের জালে বল জড়ায় জার্মানি৷
ছবি: Reuters
৭ম গোল
৭৯ মিনিটে ব্রাজিলকে আরো বড় লজ্জায় ডুবান শ্যুর্লে৷ বাঁ দিক থেকে ব্রাজিলের ডি বক্সে ঢুকে চেলসির এই ফরোয়ার্ডের নেয়া শট ক্রসবারে লেগে জালে জড়ায়৷ স্কোরলাইন তখন ৭-০৷
ছবি: Reuters
ব্রাজিলের একমাত্র গোল
অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে নয়ারকে পরাস্ত করেন অস্কার৷ মাঝমাঠ থেকে দৌড়ে এসে করা সান্ত্বনার এই গোলটি করেন তিনি৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
তবে ব্রাজিলের ফুটবল বিষয়ক এক ব্লগার আলেকজান্দ্রে গোন্চিসো বলেছেন, ‘‘গুয়ার্দিওলা হয়তো ভালো হতে পারে, কিন্তু ব্রাজিলের জন্য একজন বিদেশি কোচ হবে রিয়েল কালচার শক৷''
এদিকে লানসে পত্রিকার লেখক মিচেল কাস্টেলার মনে করেন বিদেশি কাউকে নিয়োগ দেয়া হলে তার কাজ হবে ব্রাজিলকে ‘জোগো বোনিতো' বা সুন্দর ফুটবলের স্টাইলে ফিরিয়ে নেয়া৷ ‘‘যদি তিনি (বিদেশি কোচ) ইউরোপীয় মানসিকতা নিয়ে আসেন তাহলে তিনি ব্যর্থ হবেন৷''
জিকোর প্রস্তাব
‘সাদা পেলে' জিকো ব্রাজিলের সেরা খেলোয়াড়দের ব্রাজিলের লিগেই খেলার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন৷ তিনি বলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের উচিত সব ক্লাবের প্রধানদের সঙ্গে বসে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া৷