1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিশের সংকট

২৩ জুলাই ২০১২

ভরা মৌসুমেও নদীতে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ৷ যে সব মাছ ধরা পড়ছে তা এক কথায় জাটকা৷ এতে হতাশ জেলেরা৷ মৎস্য কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টি হলে নদীতে ইলিশ ধরা পড়বে এমনই আশা তাদের৷

Future Now Projekt Arsen Bild 15 Szene am Fluss: kleines Boot vor Holzkonstruktion mit Fischernetzen Bangladesch, Noa Para 10.10.2010 Birgitta Schülke, DW
ছবি: DW

আর বিশেষজ্ঞরা বলছেন, নদীর নাব্যতা হ্রাস ও ডুবোচর জেগে ওঠাসহ পানি প্রবাহের গতি কমে যাওয়ায় মাছ কম পাওয়া যাচ্ছে৷

টানা দুই মাস পর চাঁদপুর ও লক্ষীপুরের মেঘনা নদীতে জাল ফেলতে শুরু করেন প্রায় ৬৫ হাজার জেলে৷ কিন্তু গত দেড় মাস ধরে নদীতে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না৷ এ কারণে দৈনন্দিন ব্যয়ের তুলনায় আয় না হওয়ায় পরিবার পরিজন নিয়ে ভীষন কষ্টে দিন যাপন করছেন জেলেরা৷

অন্যদিকে পুঁজি খাটিয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা৷ বিভিন্ন মাছের আড়তে পড়ে থাকা খালি বাক্সগুলোই বলে দিচ্ছে ইলিশের এই আকালের কথা৷ ব্যবসায়ীরা বললেন, বিভিন্ন এলাকা থেকে তারা ঋণ নিয়ে জেলেদের দিয়েছেন৷ কিন্তু নদীতে ইলিশ ধরা না পড়ায় তাদের ব্যবসা লাটে উঠার উপক্রম৷ এদিকে চাঁদপুরেও চলছে ইলিশের আকাল৷ নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় স্থানীয় জেলেরা ভীষণ হতাশ৷

ভরা মৌসুমে ইলিশের এই আকালের জন্য জলবায়ু পরিবর্তন ও নদী ভরাটকে দায়ী করলেন মৎস্য কর্মকর্তারা৷ তবে টানা বৃষ্টি হলে নদীতে ইলিশ ধরা পড়বে এমনই আশার কথা তাদের মুখে৷ মৎস বিশেষজ্ঞরা বলছেন, নদীর নাব্যতা হ্রাস ও ডুবোচর জেগে ওঠাসহ পানি প্রবাহের গতি কমে যাওয়ায় মাছ কম পাওয়া যাচ্ছে৷ উজান থেকে পানি প্রবাহের সঙ্গে অধিকহারে পলিমাটি আসার কারণে পলি জমে জমে মেঘনা নদীর অনেকাংশ ভরাট হয়ে গেছে৷ তাই কমে গেছে গতি প্রবাহ৷ পাওয়া যাচ্ছে না চাহিদামত ইলিশ৷

এদিকে নদীতে ইলিশ সংকটের প্রভাব পড়েছে বাজারে৷ ছোট সাইজের এক হালি ইলিশের দাম অন্তত ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা৷ ক্রেতারা বলছেন, এমন দাম হলে তাদের বাজারে এসে শুধু ইলিশ দেখতে হবে, কেনা আর হবে না৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ