1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভর্তি পরীক্ষা

১৪ আগস্ট ২০১২

বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন ভর্তি পদ্ধতির প্রতিরোধে মাঠে নেমেছে শিক্ষার্থীদের একাংশ৷ তাদের দাবি, ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে৷ এসএসসি ও এইচএসসি'র ফলাফলের ভিত্তিতে ভর্তি নেয়া যাবেনা৷

ছবি: DW

সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এসএসসি এবং এইচএসসি'র ফলাফলের ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে৷ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত রোববার এই সিদ্ধান্তের কথা জানান৷ কিন্তু মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তিচ্ছুদের একাংশ এর বিরোধিতা করছে৷ তাদের কথা, ২৮ বছর ধরে চলে আসা পদ্ধতি ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি করাতে হবে৷ তাদের সঙ্গে অভিভাকরাও মাঠে নেমেছেন৷ তাঁরা আজ সংবাদ সম্মেলনের পর শাহ বাগ এলকায় নিজেদের দাবি আদায়ের জন্য দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন৷

এদিকে নতুন এই পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছেন ইউনুস আলী আখন্দ নামে একজন আইনজীবী৷ তাঁর আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি খুরশিদ আলম সরকার চার সপ্তাহের রুল জারি করেছেন সরকারের ওপর৷ ভর্তির নতুন পদ্ধতি কেন অবৈধ ঘোষণা করা হবেনা - তা জানতে চেয়েছে আদালত৷ আইনজীবী ইউনুস আলী আখন্দ বলেন, সারা দেশে আলাদা আলাদা প্রশ্নপত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয়৷ তাই মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষা প্রয়োজন৷ তিনি বলেন, রুলের পর সরকার এখন আর নতুন পদ্ধতিতে ভর্তির প্রস্তুতি নিতে পারেনা৷

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নতুন পদ্ধতিতে ভর্তির ব্যাপারে আইনগত কোনো বাধা নেই৷ কারণ আদালত শুধুমাত্র রুল দিয়েছে, স্থগিতাদেশ দেয়নি৷ তবে সরকারকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, বলেন তিনি৷

ওদিকে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরে নতুন পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছুরা৷ বাংলাদেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে ২৮৮১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে ৪২৪৫টি আসন আছে এমবিবিএস কোর্সের জন্য৷ আর ডেন্টালের জন্য আছে ১৪৫৭টি আসন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ