ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবকরা রাস্তায়
৮ জানুয়ারি ২০১২তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তারা ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে ভর্তি বাণিজ্যের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন৷ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র৷
অভিভাকদের সঙ্গে রাজধানীর খ্যাতনামা মনিপুর স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছে৷ তাদের দাবি তাদের অভিভাকদের কাছ থেকে ভর্তির নামে যে বাড়তি টাকা নেয়া হয়েছে তা ফেরত দিতে হবে৷
আর অভিবাবকরা জানান সরকার নির্ধারিত ভর্তি ফি ৫ হাজার টাকা হলেও তাদের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে৷
বাড়তি টাকা কেন দেন প্রশ্ন করলে অভিভাকরা জানান, তারা স্কুল কর্তৃপক্ষের কাছে জিম্মি৷ বাড়তি টাকা না দিলে ভর্তি করেনা৷ তারা অসহায়৷
তারা অভিযোগ করেন স্কুলে শিক্ষক নিয়োগেও নেই কোন নিয়ম নীতি৷ ব্যক্তিগত পছন্দ এবং অর্থের বিনিময়ে অযোগ্য লোকদের নিয়োগ দেয়া হয়৷
গত ১৪ই সিসেম্বর স্কুলের ভর্তি ফি, শিক্ষক নিয়োগ এবং অন্যান্য বিষয়ে নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়৷ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহমিদা খাতুন জানান, এনিয়ে তারা একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছেন৷ কমিটি বেশ কিছু নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে৷
তিনি জানান, এবার তারা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন৷ তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও বাতিল করা হতে পারে৷
তিনি বলেন ইতিমধ্যেই ভর্তি বাবদ যে অতিরিক্ত অর্থ নেয়া হয়েছে তাও ফেরত দিতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক