1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে সহিংসতা কেন বাড়ল?

১৭ এপ্রিল ২০১৭

চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠেছিল৷ নির্বাচনের দিনের একটি ভিডিও সম্প্রতি প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে৷

Kashmir | Ausschreitungen in Srinagar
ছবি: Reuters/D. Ismail

ভিডিওতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা তাদের একটি জিপের সামনে এক তরুণকে বেঁধে রেখেছে৷ এভাবে তাকে ‘মানব বর্ম' হিসেবে ব্যবহার করে সেনাসদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করেন বলে অভিযোগ উঠেছে৷ ভিডিওতে এক সেনা সদস্যকে বলতে শোনা গেছে, যারা পাথর ছুঁড়বে তাদের এই ধরণের শাস্তি দেয়া হবে৷

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়া হয়৷ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

পুলিশও এই ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷

এদিকে, ভিডিও প্রকাশের পর পুলিশ সদস্যের ঘরবাড়িতে হামলা বেড়েছে৷ কাশ্মীরের পুলিশ প্রধান কর্মকর্তাদের দক্ষিণ কাশ্মীরে বাড়িতে থাকার ব্যাপারে সাবধান করে দিয়েছেন৷

যে তরুণকে বেঁধে রাখা হয়েছিল তার নাম ফারুক আহমেদ দার৷ উপ-নির্বাচনে ভোট দিয়ে বের হওয়ার পর তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি৷

কাশ্মীরের এক মানবাধিকার কর্মীখুররম পারভেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘মানব বর্ম হিসেবে ব্যবহারের ঘটনা এটাই প্রথম নয়৷ এর আগেও এমন হয়েছে৷ তবে এবার ভিডিও প্রকাশ হওয়ায় বিষয়টি সবার নজরে এসেছে৷''

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ