সহকর্মীদের সঙ্গে নেচেছিলেন৷ ভাইরাল হয় সেই ভিডিও৷ তারই খেসারত দিতে হলো আইয়া ইউসুফ নামে মিশরের বছর তিরিশের এক প্রাথমিক স্কুল শিক্ষিকাকে৷ তিন সন্তানের মা আইয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ করলেন তার স্বামী৷
বিজ্ঞাপন
শুধুমাত্র নাচের কারণে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তাকে৷ ঘটনার পর ফের প্রশ্নের মুখে নারীদের অধিকার৷ ভিডিওতে দেখা গিয়েছে হেডস্কার্ফ পরে রয়েছেন তিনি৷ পরনে লম্বা হাতা জামা এবং পায়জামা৷ নীল নদে একটি ক্রুজ পার্টিতে সহকর্মীদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল তাকে৷
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেছেন, রক্ষণশীল পরিবারের কথা ভাবা উচিত ছিল আইয়ার৷ অনেকে প্রশংসাও করেছেন৷ সাম্প্রতিক সময়ে মিশরে একের পর এক ঘটনা সামনে এসেছে, যেখানে সোশ্যাল মিডিয়ায় নারীদের হেনস্থা করা হয়েছে৷
২০১৪ সালে প্রেসিডেন্ট আবদেল-ফাতা আল-সিসি মসনদে আসার পর এ জাতীয় ঘটনা বেড়েই চলেছে৷ একটি সাক্ষাত্কারে আইয়া জানিয়েছেন, স্বতস্ফূর্তভাবে নাচ করছিলেন তিনি ও তার সহকর্মীরা৷ আল-ওয়াতন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, কে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিল তিনি জানেন না৷ বিনা অনুমতিতে এই ভিডিও পোস্ট কে বা কারা করেছেন জানলে উপযুক্ত ব্যবস্থা নেবেন আইয়া৷
বক্সিংয়ে সৌদি নারীরা
খেলাধুলায় এগিয়ে আসছেন সৌদি নারীরা৷ বক্সিংয়েও আসছেন তারা৷ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে রিয়াদে একটি ‘ফাইট ক্লাবে’ প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার৷ দেখুন ছবিঘরে...
ছবি: Ahmed Yosri/REUTERS
প্রস্তুতি
প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সৌদি আরবে৷ এই নারীরা তারই প্রস্তুতি নিচ্ছেন৷
ছবি: Ahmed Yosri/REUTERS
ফাইট ক্লাব
এই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে ৷ নারীদের বক্সিং টুর্নামেন্ট আয়োজনে বেজায় খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি৷ তার এই জিম থেকেই সাতজন অংশ নিয়েছেন টুর্নামেন্টে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
নতুন সুযোগ
সৌদি মেয়েরা যে আগে বক্সিং করতেন না, তা নয়৷ সারাহ আলশাহরানি নামের এক বক্সার জানান, তিনি চার বছর ধরে বক্সিং করেন৷ জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তায়৷
ছবি: Ahmed Yosri/REUTERS
উৎসাহ বাড়ছে
ফাইট ক্লাবটি চালু হওয়ার পর অনেক মেয়েই বক্সিং শিখতে ও প্রশিক্ষণ নিতে যায় সেখানে৷ সেখানে আছে বিদেশি কোচ, রিং, সরঞ্জামসহ প্রতিযোগিতামূলক ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনী প্রায় সব সুবিধাই৷
ছবি: Ahmed Yosri/REUTERS
সৌদি নারীদের ক্ষমতা
সৌদি বক্সিং ফেডারেশনে নিবন্ধিত অর্ধশত নারী বক্সার আছেন৷ সারাহ আলশাহরানি বলেন, সৌদি মেয়েরা যে শক্তিমত্তায় কম যান না সেটিই প্রমাণ করে দেখাতে চান তারা৷
ছবি: Ahmed Yosri/REUTERS
ঐতিহাসিক আয়োজন
এ বছরই প্রথমবারের মতো নারীদের জন্য জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে সৌদি আরবের বক্সিং ফেডারেশন৷
ছবি: Ahmed Yosri/REUTERS
আন্তর্জাতিক অঙ্গনে
সৌদি বক্সার ডোনা মোহাম্মদ আল-ঘামদি ২০১৮ সালে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করেন৷ তার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন এখন এই বক্সারদের৷
ছবি: Ahmed Yosri/REUTERS
বদলাচ্ছে সময়
শুধু বক্সিং নয়, সৌদি মেয়েরা চলতি বছর প্রথমবারের মতো জাতীয় ফুটবল টুর্নামেন্টেও অংশ নিয়েছে৷ রিয়াদ, জেদ্দাহ ও দাম্মাম শহরে গত মাসে ১৬টি দল এই প্রতিযোগিতায় লড়েছে৷ জাতীয় নারী ফুটবল দল গড়ে তুলতে নিয়োগ দেয়া হয়েছে জার্মান কোচ মনিকা স্টাবকে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
8 ছবি1 | 8
টুইটারের এক ব্যবহারকারী এই ভিডিও দেখে মন্তব্য করেন, একজন বিবাহিতার পক্ষে এভাবে নাচ করা ঠিক নয়! একজন লেখেন, লজ্জাজনক৷ এরপরই প্রশ্ন উঠছে, স্বাধীনভাবে একজন মানুষ হিসেবে কোনও মহিলা কি বাঁচতে পারেন না?
যদিও এই ঘটনা নিয়ে হইচই হওয়ার পর কাজে পুনর্বহাল করা হয়েছে আইয়াকে৷ মিশরের নারী আন্দোলন কর্মী নিহাদ আবু আল কাসমান কটাক্ষ করে বলেন, আদালতের কাছে নাচের নিয়ম সম্পর্কে জানতে চাওয়া হবে৷ তাহলে বাড়ির কোনও অনুষ্ঠানেও মহিলারা তা মেনে চলবেন৷
১৮ থেকে ৩৯ বছর বয়সি ৯০ ভাগ মিশরীয় মহিলা ২০১৯ সালে হেনস্থার মুখোমুখি হয়েছেন, এমনটাই জানাচ্ছে আরব ব্যারোমিটার রিসার্চ নেটওয়ার্ক৷ ২০২১ সালের জুলাই মাসে কায়রোর আদালতে ‘জনগণের মনপসন্দ নীতি ভঙ্গ করার অপরাধে’ ছয় থেকে ১০ বছরের কারাদণ্ড হয়েছে দু'জন নারীর৷
গত কয়েক দশকে মিশরে একের পর এক নারী স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে৷ আরও বেশি রক্ষণশীল হয়ে উঠেছে মিশর৷
আরকেসি/জেডএইচ (এএফপি)
আফগান নারীদের যেসব অধিকার কেড়ে নিয়েছে তালেবান
দ্বিতীয় দফা ক্ষমতায় এসে যুযোপযোগী শাসনব্যবস্থার কথা বললেও একে একে নারীর অনেক অধিকারই কেড়ে নিয়েছে তালেবান৷ ছবিঘরে দেখুন...
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
একা একা দূরে নয়
গত ২৬ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী, আফগানিস্তানের নারীরা ৭২ কিলোমিটারের (৪৫ মাইল) চেয়ে বেশি দূরে একা যেতে পারবেন না৷ যেতে হলে সঙ্গে কোনো পুরুষকে রাখতে হবে৷তালেবান মিনিস্ট্রি ফর প্রোপাগেশন অফ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশনস অফ ভাইস এক নির্দেশনায় কোনো চালক যাতে কখনো একা দূরে যেতে আগ্রহী নারীকে গাড়িতে না তোলেন সেই কথাও বলা হয়েছে৷
ছবি: Sayed Khodaiberdi Sadat/AA/picture alliance
গৃহনির্যাতন মেনে নিতে হবে!
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তালেবান মিনিস্ট্রি ফর প্রোপাগেশন অফ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশনস অফ ভাইস-এর নির্দেশনায় গৃহ নির্যাতনের স্বীকার হলেও নারীদের স্বামীর সংসার ছেড়ে না যাওয়ার কথাও বলা হয়েছে৷
ছবি: Safi/Xinhua/imago
টেলিভিশনে, মুভিতে চেহারা দেখানো যাবে না
টেলিভিশন এবং চলচ্চিত্রে নারীদের চেহারা দেখানোও সীমিত করেছে তালেবান৷ এই নির্দেশের ফলে কোনো নারী আর টিভি শো, নাটক বা চলচ্চিত্রে অংশ নিতে পারেন না৷ বিশেষ ক্ষেত্রে অংশ নিলেও নারীকে অবশ্যই হিজাব পরতে হয়৷এক প্রতিবেদনে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, তালেবান ক্ষমতায় আসার পর অনেক নারীই মিডিয়া ছেড়েছেন৷ (ফাইল ফটো)
ছবি: Ariana News
নারী বিষয়ক মন্ত্রণালয় অবলুপ্ত
২০০১ সালে নারীদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় খুলেছিল তখনকার সরকার৷২০২১ সালে ক্ষমতায় এসে সেই মন্ত্ণালয় বন্ধ করেছে তালেবান৷ ওপরের ছবিতে কাবুলের এক বেকারির সামনে দরিদ্র নারীদের মধ্যে রুটি বিতরণের দৃশ্য৷ রুটি দিচ্ছেন এক সাধারণ নাগরিক৷
ছবি: Petros Giannakouris/AP/picture alliance
শিক্ষার সুযোগ সীমিতকরণ
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) অক্টোবরের প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে প্রাইমারির ওপরে মেয়েদের প্রায় সব স্কুলই বন্ধ করে দিয়েছে তালেবান৷ এর ফলে মেয়েদের উচ্চতর শিক্ষার সুযোগ কমে গেল৷
ছবি: Bulent Kilic/AFP
নারী-পুরুষ একসঙ্গে নয়
গত আগস্টে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের দখল নিয়েই সেখানকার বিভিন্ন ব্যাংকে গিয়ে নারীদের বের করে দেয় তালেবান৷পরে অন্যান্য শহরেও নারীদের কর্মস্থল ত্যাগের নির্দেশ দিয়েছে তারা৷ ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবানের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা মনে করেন, আফগান নারীদের পুরুষদের সঙ্গে বসে কাজ করা উচিত নয়৷
ছবি: TASS/dpa/picture alliance
বিশ্ববিদ্যালয়ে পোষাক-বিধি
২০২১ সালের সেপ্টেম্বর মাসে তালেবানের শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষকে আলাদা বসতে হবে এবং সবাইকে ‘ইসলামি পোশাক’ পরতে হবে৷