ছয় বছরের আলেক্স৷ বাবা স্কটিশ, মায়ের দেশ পোল্যান্ড৷ বাবা-মার সঙ্গে সে গতমাসে পোল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দেখতে রাশিয়া গিয়েছিল৷ ঐ ম্যাচে ৩-০ গোলে হেরে যায় পোল্যান্ড৷
বিজ্ঞাপন
মা পোল্যান্ডের হওয়ায় আলেক্স পোল্যান্ডকে সমর্থন করছিল৷ ফলে হেরে যাওয়ার পর সে কাঁদতে থাকলে বাবা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে৷ ঐ সময় পাশে থাকা কলম্বিয়ার সমর্থকরা ঐ শিশুর কাছে গিয়ে ‘পোলস্কা, পোলস্কা' বলে চিৎকার করতে থাকেন৷ পুরো বিষয়টির ভিডিও করেন আলেক্সের মা৷ পরে সেটি টুইটারে শেয়ার করলে ভাইরাল হয়ে যায়৷ আলেক্সের বাবা ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘দারুণ....আমি যাদের সঙ্গে বসেছি তাদের মধ্যে (এরা) সেরা সমর্থকদের মধ্যে পড়বে৷''
এর কয়েকদিন পর আলেক্সের বাবা ভিডিওটি ফিফার একটি ক্যাম্পেনে পাঠান৷ #রাইভেলহাগ অর্থাৎ ‘প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোলাকুলি' শীর্ষক ঐ ক্যাম্পেনের উদ্দেশ্য, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করা৷
আলেক্সের ভিডিওটি দেখার পর ফিফা তাদের বিশ্বকাপ ফাইনালের টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ শুধু তাই নয়, রাশিয়ায় যাওয়া-আসা, থাকা-খাওয়ার দায়িত্বও ফিফার৷ অর্থাৎ ভাইরাল ভিডিওর আলেক্স এখন মস্কো যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল দেখতে!
ওয়াও!!
জেডএইচ/ডিজি
নারীর চোখে বিশ্বকাপ
বিশ্বকাপ যেন নারী-পুরুষ ভেদাভেদ ভুলিয়ে পরিণত করে একই গোত্রে৷ তারা একই আবেগে একই সময়ে হাসেন, কিংবা একইভাবে কাঁদেন৷ লৈঙ্গিক সমতা বিধান হয় কিছু সময়ের জন্য৷ ছবিঘরে দেখে আসা যাক নারী সমর্থকদের কিছু মুহূর্ত৷
ছবি: Imago/ITAR-TASS
ডেনমার্কের সুখী চেহারা
পেরুর সাথে এক গোলে জেতার পর কোপেনহেগেনে টিভি সেটের সামনে বসে খেলা দেখা উচ্ছ্বসিত এক ড্যানিশ নারী দর্শক৷
ছবি: Imago/Ritzau Scanpix
ক্রোয়েশিয়ার দুর্দান্ত দিন ও নারী
নিজনি নভোগরদ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে তিন গোলে হারানোর পর জাতীয় পতাকার আদলে তৈরি হ্যাটে এক উচ্ছ্বসিত নারী দর্শক৷
ছবি: Reuters/M. Childs
পেরুর জাতীয় পোশাকে
বিশ্বকাপের উদ্বোধনী দিনে পেরুর জাতীয় পোশাকে একজন নারী দর্শক৷ বিশ্বকাপ নিয়ে এসেছে মুক্তি ও উৎসবের আমেজ৷
ছবি: Imago/ITAR-TASS
পর্তুগিজ নারী
পর্তুগালের দুই নারী মুখে ভালোবাসার চিহ্নের আদলে নিজ দেশের পতাকা এঁকেছেন৷ মরক্কোর সাথে খেলা শুরুর ঠিক আগে এই ছবিটি তোলা হয়েছে লুঝনিকি স্টেডিয়াম থেকে৷
ছবি: Reuters/A. Schmidt
ইরানি নারী
তেহরানের আজাদি স্টেডিয়ামের বড় পর্দায় বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ইরানের ম্যাচ দেখতে এসেছেন অবরুদ্ধ থাকা ইরানি নারীরা ৷ বিশ্বকাপ যেন তাদের মুক্তির উপলক্ষ্য!
ছবি: picture-alliance/AA/F. Bahrami
মাথায় চুমু
মাথাটাকে বিশ্বকাপের আদলে ডিজাইন করেছেন এই রাশিয়ার সমর্থক৷ সৌদি আরবকে উদ্বোধনী ম্যাচে ৫ গোল দেয়ার পর সেই মাথাতেই চুমু খাচ্ছেন এই রাশান নারী৷
ছবি: Imago/ActionPictures/P. Schatz
পরাজয়ের স্বাদ
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ বার্লিনে বড় পর্দায় নিজ দলের হার দেখার পর বিষণ্ণ হয়ে পড়েন এই নারী দর্শক৷