1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও দেখে নারীকে উদ্ধার

৫ জুলাই ২০১৮

শুক্রবার যুক্তরাষ্ট্রের বস্টনের এক মেট্রো স্টেশনে বিপদে পড়েছিলেন এক নারী৷ মেট্রো থেকে নামার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় পা আটকে যায় তাঁর৷

Bildergalerie Hochgeschwindigkeitszüge USA Acela Express
ছবি: AFP/Getty Images

পরে তাঁকে উদ্ধার করেন একদল সহযাত্রী৷ তাঁরা ট্রেনের বগিকে পেছন দিকে ঠেলার চেষ্টা করেন৷ এই ফাঁকে ঐ নারী তাঁর পা বের করে আনতে সমর্থ হন৷ 

‘ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি’ সোমবার এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে৷ বস্টনের ম্যাসাচুসেটস অ্যাভিনিউ স্টেশনে এই ঘটনাটি ঘটে৷

পুলিশ বলছে, ঘটনার পর ঐ নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর উরু কেটে গিয়ে হাড় দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে৷

ট্রেনটিকে ঠেলা দেয়ার পরিকল্পনা ছিল পেট শ্যামনের৷ ২০১৪ সালের এক ভাইরাল ভিডিও দেখে তিনি এই পরিকল্পনা পান৷

অস্ট্রেলিয়ার পার্থের এক স্টেশনে একইরকম সমস্যায় পড়েছিলেন এক যাত্রী৷ পরে তাঁকে একই উপায়ে উদ্ধার করা হয়েছিল৷ অস্ট্রেলিয়ার এবিসি নিউজ ঐ ভিডিওটি ২০১৪ সালে ইউটিউবে প্রকাশ করেছিল৷ এখন পর্যন্ত সেটি এক কোটি ৬২ লাখের বেশিবার দেখা হয়েছে৷

এদিকে, ফোর্বস জানিয়েছে, বস্টনে উদ্ধার পাওয়া নারীটি কাউকে অ্যাম্বুলেন্স না ডাকার আহ্বান জানিয়েছিলেন৷ কারণ তিনি মনে করেছিলেন, এতে হয়ত তিন হাজার ডলার খরচ হতে পারে৷ এক জরিপের উল্লেখ করে ফোর্বস বলছে, যুক্তরাষ্ট্রের পঞ্চম সবচেয়ে বেশি ধনি রাজ্য হচ্ছে বস্টন৷ অথচ সেখানকার এক নারীকে চিকিৎসা নেয়ার আগে অ্যাম্বুলেন্সের খরচের কথা চিন্তা করতে হচ্ছে৷ ঘটনাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান বাস্তবতা বলে মনে করছে ফোর্বস৷

জেডএইচ/ডিজি (ফোর্বস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ