কিভাবে এবং কেন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, সেটিই শিক্ষার্থীদের শেখাতে চাচ্ছিলেন প্রফেসর৷ এজন্য তাঁদের দেয়া হয় যে-কোনো একটি ভিডিও ভাইরাল করার অ্যাসাইনমেন্ট৷
বিজ্ঞাপন
আর সে কাজে তাঁরা এতটাই সফল, এখন ভিডিওটি যে মিথ্যা, সেটিই মানতে চাচ্ছেন না কেউ৷
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটির৷ গণমাধ্যম বিভাগের ছাত্রী সিডনি আর্ল্ট টুইটারে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন৷ ভিডিওর ক্যাপশন দেন, ‘‘আমার প্রফেসর ফাইনাল পরীক্ষা না নিয়ে একটি পার্টির আয়োজন করেন, কিন্তু তাতে কেউ আসেনি৷''
ভিডিওতে দেখা যায়, প্রায় খালি ক্লাসরুমে সারি সারি খালি চেয়ার৷ হাতে গোণা চার-পাঁচজন শিক্ষার্থী মন খারাপ করে বসে আছেন৷ আর প্রফেসর অ্যান্ড্রু ক্লাইন মন খারাপ করে বসে আছেন গালে হাত দিয়ে৷ তাঁর সামনে টেবিলে রাখা এক গাদা গিফট আর কার্ড৷
স্বভাবতই এতে খুব মন খারাপ হয়েছে টুইটার ব্যবহারকারীদের৷ প্রফেসরকে তাঁরা নানা মন্তব্যে সহমর্মীতা জানিয়েছেন৷ কেউ কেউ তাঁকে ক্রিসমাসে দাওয়াত দিয়েছেন, কার্ড ও গিফট পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন৷
কিন্তু পরে সেই প্রফেসরই টুইট করে ফাঁস করলেন আসল উদ্দেশ্য৷ সবাইকে তাঁর প্রতি সহমর্মী হওয়ায় ধন্যবাদ জানালেও এটা যে তাঁর দেয়া ক্লাস অ্যাসাইনমেন্ট, জানিয়ে দিলেন সেটিও৷
কিন্তু ৫ ডিসেম্বর আপলোড করা ভিডিও এতদিনে সত্যিই ভাইরাল হয়েছে৷ এক সপ্তাহে ভিডিওটি দেখেছেন প্রায় ৮০ লাখ মানুষ৷ সত্তুর হাজার রি-টুইটের পাশাপাশি কমেন্ট পড়েছে প্রায় দেড় লাখ৷
প্রফেসর ক্লাইন জানিয়েছেন, এমন অ্যাসাইনমেন্ট এর আগেও অনেককে দেয়া হলেও এত সাফল্য কেউ পায়নি৷ ফলে সিডনির টিমের সবাই পেয়েছেন ‘এ' গ্রেড৷
গন্তব্য, পার্টি! জার্মানরা বেপরোয়া যেখানে...
সংস্কৃতি? না, ধন্যবাদ৷ অনেক জার্মানের কাছে ছুটি মানে ‘পার্টি টাইম’৷ অবশ্য মায়র্কা দ্বীপের ‘বালারমান ৬’ সমুদ্রসৈকতে মদ্যপানের উপর খানিকটা বিধিনিষেধ আরোপ হয়েছে৷ তাই বেপরোয়া হতে বিকল্প উপায় খুঁজতে বাধ্য অনেকে৷
ছবি: Getty Images
বিদায় ‘বালারমান ৬’?
পাব, গান এমনকি সিনেমাতেও খুঁজে পাওয়া যায় ‘বালারমান ৬’ সমুদ্রসৈকতকে৷ মায়র্কা-র এই (অ)খ্যাত সৈকত কোনো এক কারণে অধিকাংশ জার্মানের অত্যন্ত প্রিয়৷ কিন্তু সম্প্রতি এই সৈকতে মদ্যপানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ দশটার পর মদ্যপান করা যাবেনা, ককটেল পান করতে হবে নির্দিষ্ট হারে – এসব নিয়মে হতাশ অনেকে৷ কিন্তু তাই বলে কি থেমে থাকবে পার্টি?
ছবি: picture-alliance/dpa
সকাল আটটায় পার্টি শুরু
মায়র্কা-র দক্ষিণের দ্বীপ ইবিজা৷ গত শতকের নব্বই দশক থেকেই দ্বীপটি ক্লাবের জন্য বিখ্যাত৷ এখানকার ‘স্পেস’ ক্লাবটি বিশ্বের সবচেয়ে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে সংগীত বিষয়ক ম্যাগাজিন ‘ডিজেম্যাগ’৷ সম্ভবত ক্লাবটির অস্বাভাবিক পার্ট টাইমের জন্য এই স্বীকৃতি৷ এখানে পার্টি শুরু হয় সকাল আটটায়৷
ছবি: Getty Images
অন্য ঠিকানা
মায়র্কা এবং ‘বালারমান’ ছাড়াও স্পেনের মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকা তরুণ পর্যটকদের বিশেষ পছন্দ৷ উত্তর ইউরোপের হাজার হাজার পর্যটক কস্টা ব্রাভা’র লোরে ডে মার-এ যেতে পছন্দ করেন৷ জার্মানদের মধ্যে ১৩ শতাংশ স্পেন ভ্রমণ করেন৷
ছবি: picture-alliance/dpa
নতুন পছন্দ: ক্রোয়েশিয়া
পহেলা জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে ক্রোয়েশিয়া৷ সেদেশের স্রচে সৈকতে প্রচুর পর্যটক ভিড় করেন৷ জার্মানরাও সেখানে নিজেদের একটি জায়গা করে নিয়েছেন৷
ছবি: picture-alliance/PIXSELL
কৃষ্ণ সাগরে বিনোদন
বুলগেরিয়ার কৃষ্ণ সাগরের সৈকতও পার্টির জন্য উপযুক্ত৷ বিকেল থেকেই এখানে জমে আড্ডা৷ আর গ্রিসেও জার্মানদের ভালো ভিড় থেকে৷ ব্রিটিশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মানুষও এসব জায়গা পছন্দ করেন৷
ছবি: picture-alliance/dpa
নতুন নাগরিকত্বের সন্ধান?
গোটা বিশ্বের আড্ডাবাজদের আমন্ত্রণ জানায় ইউক্রেনের ক্রিমিয়ান উপদ্বীপের ‘মিনিস্টার অফ গুড মুডস’৷ কাজান্ট্রিপ উৎসবের কর্মকাণ্ড অনেকটা একটি দেশের মতো পরিচালিত হয়৷ এই উৎসবের জন্য রয়েছে ভিসা, সরকারি চাকুরি এবং সংবিধান৷ প্রতি বছর এক লাখ সত্তর হাজারের মতো তরুণ-যুবা এই উৎসবে হাজির হন৷ জার্মানরা এই উৎসবের ‘নাগরিক’ হতে পারেন, এ জন্য প্রয়োজন শুধু ‘ভালো মুড’ এবং কমলা রংয়ের পোশাক৷
ছবি: picture-alliance/dpa
উদ্যাপনে আভিজাত্য
যারা বৈচিত্রময়তার চেয়ে রুচিকে বেশি প্রাধান্য দিতে আগ্রহী, তাদের জন্য উপযুক্ত হচ্ছে স্যাঁ ত্রোপে বা সেন্ট ট্রপেজ৷ দক্ষিণ ফ্রান্সের এই পার্টি গন্তব্য সেই ১৯৭০ থেকেই বিশেষ প্রসিদ্ধ৷ তবে খরচাপাতির ক্ষেত্রে হিসেবী পার্টিপ্রেমিদের জন্য এই গন্তব্য বিশেষ আকর্ষণীয় নয়৷ যদিও এখন সেখানেও দরদামের সুযোগ তৈরি হচ্ছে এবং নির্দিষ্ট দরে অনির্দিষ্ট হারে মদ্যপানেরও সুযোগ রয়েছে৷
ছবি: Getty Images
উত্তর সাগরের সৈকতে
জার্মানদের সবচেয়ে প্রিয় ছুটি কাটানোর গন্তব্য আপন দেশ জার্মানি৷ ফলে জার্মানির উত্তরাঞ্চলের সিল্ট দ্বীপে পার্টি করতে যান অনেক জার্মান৷
ছবি: picture-alliance/dpa
রঙিন এবং উষ্ণ
উত্তর জার্মানির ফিশ স্যান্ডউইচ এবং স্পার্কলিং ওয়াইন হয়ত এখানে পাওয়া যাবেনা, তবে পার্টির উপযোগী সবকিছুই আছে এখানে৷ বলছি ভারতের গোয়ার কথা৷ পার্টির খোঁজে দুনিয়া ঘোরাদের জন্য একটি পছন্দ হতে পারে এই এলাকা৷
ছবি: picture-alliance/AP Photo
মায়ামিতে স্বাগতম
মায়ামি সৈকতের অন্যতম পরিচিত এক রাস্তার নাম ‘ওশেন ড্রাইভ’৷ টেলিভিশনের কল্যাণে জার্মান পর্যটকরাও এই জায়গা সম্পর্কে পরিচিত৷ অনেক টেলিভিশন সিরিজে মায়ামিকে দেখানো হয়৷
ছবি: picture-alliance/dpa
শালোম, পার্টি!
তেল আভিভে এই তরুণ-যুবাদের হাতে হঠাৎ পানি পিস্তল দেখে যে কেউ হয়ত ঘাবড়ে যেতে পারেন, তবে এগুলো শুধুই মজা করার জন্য৷ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইসরায়েল ক্রমশ পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠছে৷ সে দেশে রয়েছে অসংখ্য ক্লাব, পাব, রেস্তোরাঁ এবং লম্বা সমুদ্র সৈকত৷