1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও‘র অ্যাসাইনমেন্ট ভাইরাল

১৩ ডিসেম্বর ২০১৮

কিভাবে এবং কেন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, সেটিই শিক্ষার্থীদের শেখাতে চাচ্ছিলেন প্রফেসর৷ এজন্য তাঁদের দেয়া হয় যে-কোনো একটি ভিডিও ভাইরাল করার অ্যাসাইনমেন্ট৷

Symbolbild Unterricht Deutschland Wirtschaft
ছবি: picture-alliance/dpa

আর সে কাজে তাঁরা এতটাই সফল, এখন ভিডিওটি যে মিথ্যা, সেটিই মানতে চাচ্ছেন না কেউ৷

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটির৷ গণমাধ্যম বিভাগের ছাত্রী সিডনি আর্ল্ট টুইটারে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন৷ ভিডিওর ক্যাপশন দেন, ‘‘আমার প্রফেসর ফাইনাল পরীক্ষা না নিয়ে একটি পার্টির আয়োজন করেন, কিন্তু তাতে কেউ আসেনি৷''

ভিডিওতে দেখা যায়, প্রায় খালি ক্লাসরুমে সারি সারি খালি চেয়ার৷ হাতে গোণা চার-পাঁচজন শিক্ষার্থী মন খারাপ করে বসে আছেন৷ আর প্রফেসর অ্যান্ড্রু ক্লাইন মন খারাপ করে বসে আছেন গালে হাত দিয়ে৷ তাঁর সামনে টেবিলে রাখা এক গাদা গিফট আর কার্ড৷

স্বভাবতই এতে খুব মন খারাপ হয়েছে টুইটার ব্যবহারকারীদের৷ প্রফেসরকে তাঁরা নানা মন্তব্যে সহমর্মীতা জানিয়েছেন৷ কেউ কেউ তাঁকে ক্রিসমাসে দাওয়াত দিয়েছেন, কার্ড ও গিফট পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন৷

কিন্তু পরে সেই প্রফেসরই টুইট করে ফাঁস করলেন আসল উদ্দেশ্য৷ সবাইকে তাঁর প্রতি সহমর্মী হওয়ায় ধন্যবাদ জানালেও এটা যে তাঁর দেয়া ক্লাস অ্যাসাইনমেন্ট, জানিয়ে দিলেন সেটিও৷

কিন্তু ৫ ডিসেম্বর আপলোড করা ভিডিও এতদিনে সত্যিই ভাইরাল হয়েছে৷ এক সপ্তাহে ভিডিওটি দেখেছেন প্রায় ৮০ লাখ মানুষ৷ সত্তুর হাজার রি-টুইটের পাশাপাশি কমেন্ট পড়েছে প্রায় দেড় লাখ৷

প্রফেসর ক্লাইন জানিয়েছেন, এমন অ্যাসাইনমেন্ট এর আগেও অনেককে দেয়া হলেও এত সাফল্য কেউ পায়নি৷ ফলে সিডনির টিমের সবাই পেয়েছেন ‘এ' গ্রেড৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ