সম্প্রতি বিবিসিকে দক্ষিণ কোরিয়ীয় এক অধ্যাপকের দেয়া সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল৷ অবশ্য তিনি যা বলেছিলেন তার জন্য নয়, মূলত তাঁর দুই সন্তানের কারণে৷ এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অধ্যাপকের ভূমিকায় আছেন এক নারী!
বিজ্ঞাপন
সম্প্রতি বিবিসিকে দক্ষিণ কোরিয়ীয় এক অধ্যাপকের দেয়া সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল৷ অবশ্য তিনি যা বলেছিলেন তার জন্য নয়, মূলত তাঁর দুই সন্তানের কারণে৷ এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অধ্যাপকের ভূমিকায় আছেন এক নারী!
উদ্দেশ্যটা মহৎই বলা চলে৷ একজন পুরুষের জায়গায় নারী হলে অবস্থাটা কেমন হতো সেটা বুঝতেই দক্ষিণ কোরিয়ার অধ্যাপকের ভিডিওটির একটি ‘ফানি স্পুফ' প্রকাশ করা হয়েছে ইউটিউবে৷ ওমা! ১৬ মার্চ সেটা প্রকাশের দু'দিনের মাথাতেই তা দেখা হয়েছে নয় কোটিবার৷ আর এ সংখ্যা শুধু বাড়ছেই...৷
ভিডিওটি তৈরি করেছে নিউজিল্যান্ডভিত্তিক ইউটিউব শো ‘জোনো অ্যান্ড বেন'৷ এতে অংশ নেয়া নারীটি সাক্ষাৎকার দেয়ার সময় শুধু দুই সন্তানকেই নয়, সামলেছেন আরো অনেককিছু৷ ভিডিওতে দেখা যায়, সন্তানদের খেলনা দিয়ে, কোলে তুলে ঠান্ডা করেছেন তিনি, যদিও তখন টিভিতে সাক্ষাৎকার চালিয়ে যাচ্ছিলেন৷ মাঝখানে আবার রান্না ঠিক হচ্ছে কিনা দেখেছেন, টয়লেট পরিষ্কার করেছেন, কাপড় আয়রন করেছেন, এমনকি একটি বোমাও নিষ্ক্রিয় করেছেন৷ এখানেই শেষ নয়, ভিডিও-র শেষ পর্যায়ে স্ক্রিনে দেখা যায় তাঁর স্বামীকে, যিনি হারানো মোজা খুঁজতে বউয়ের কাছে হাজির হয়েছেন৷
পুরো ভিডিওতে আসলে একজন নারীর উপর সামাজিক চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে৷ একজন পুরুষ একসঙ্গে একাধিক দিকে মনোযোগ দিতে না পারলেও নারী যে সেটা পারে, এই বাস্তবতাই ফুটে উঠেছে ভাইরাল ভিডিওটিতে৷ অপর এক নারী সেই ভিডিও-টির নীচে মন্তব্য করেছেন, ‘‘তিন বাচ্চার মা ও রাজনীতিবিদ হিসেবে আমার জীবনটাও অনেকটা এমনই৷ পার্থক্য হচ্ছে, আমি বৈঠকের মধ্যেই বাচ্চাকে বুকের দুধ খাইয়েছি৷ তবে কখনো কোনো কিছু আয়রন করিনি৷''
এআই/ডিজি
যেসব ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে পারদর্শী
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস৷ বহু ক্ষেত্রে নারীর সমাধিকার নিশ্চিত হয়নি ঠিকই, কিন্তু কিছু ক্ষেত্রে নারীরা এমনিতেই পুরুষদের চেয়ে পারদর্শী৷ জেনে নিন সেসবের কথা৷
ছবি: imago/fotoimedia
যে নারী গন্ধ চেনে
নারীর নাক পুরুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল৷ তাই যে কোনো সুগন্ধ বা গন্ধ নারীর নাকে আগে এসে পৌঁছায়৷ কারণ নারীদের মস্তিষ্কের গন্ধকেন্দ্রের নার্ভে ক্রসসংযোগ থাকে পুরুষেদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি৷
ছবি: AP
নারীর অনুভূতি
অনুভূতির ক্ষেত্রে যে নারী এগিয়ে সেকথা বহুল উচ্চারিত৷ নারীর নরম হাতের প্রতিটি নার্ভসেলের স্কয়ার সেন্টিমিটার নাকি পুরুষের শক্ত হাতের নার্ভসেলের চেয়ে বড়৷
ছবি: Colourbox
নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
যে কোনো অসুখের বিরুদ্ধে নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে৷ তবে তা নারীর সেক্স হরমোন ‘ইস্ট্রোজেন’-এর কারণে৷ তাছাড়াও ‘ইস্ট্রোজেন’ নারীর রক্তনালীকে সুরক্ষা করে এবং নারীর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সহায়তা করে থাকে৷
ছবি: Colourbox/L Dolgachov
নারীর ‘কুলনেস’
‘ইস্ট্রোজেন’ নারীর স্ট্রেস হরমোনকে একদিকে যেমন দমন করে, তেমনি অন্যদিকে বড় ধরনের কোনো স্ট্রেসের সময়ও নারীকে শান্ত রাখতে বিশেষভাবে সহায়তা করে এই হরমোন৷
ছবি: imago/fotoimedia
চিন্তা ও ভাষায় ভিন্নতা ()
মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়ই শিশু মস্তিষ্কে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এবং নারী হরমোন ইস্ট্রোজেন আলাদাভাবে বিকাশ ঘটে৷ বহু সমীক্ষা থেকে জানা গেছে যে, নারীদের চিন্তা-ভাবনা, বোঝার ক্ষমতা বা অনুভূতি অনেক গভীর হয়৷ তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় অনেক সহজ ভাষায় তাদের মনের ভাব বা কোনো কঠিন কথাও সহজে বলে ফেলতে পারে৷
ছবি: picture-alliance
অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সচেতন
গবেষণায় জানা গেছে, পুঁজি বা শেয়ার বাজারের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের লাভ হয় শতকরা দুই ভাগ বেশি৷ কারণ অর্থ বিনিয়োগের ব্যাপারে মেয়েরা বেশি সচেতনতার পরিচয় দিয়ে থাকে৷
ছবি: Fotolia/Franz Pfluegl
মেয়েরা সতর্ক ড্রাইভার
জার্মানির ট্র্যাফিক আইন অমান্য বা জোড়ে গাড়ি চালানো অপরাধীদের মধ্যে মাত্র ২১ শতাংশ নারী৷ আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে তিন ভাগের দুইভাগই ঘটে থাকে পুরুষদের কারণে৷ এই পরিসংখ্যান জানা গেছে জার্মানির ফ্লেন্সবুর্গ-এ ট্র্যাফিক অপরাধমূলক সংস্থা থেকে৷