1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল করে করা ভিডিও ভাইরাল!

২০ মার্চ ২০১৭

সম্প্রতি বিবিসিকে দক্ষিণ কোরিয়ীয় এক অধ্যাপকের দেয়া সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল৷ অবশ্য তিনি যা বলেছিলেন তার জন্য নয়, মূলত তাঁর দুই সন্তানের কারণে৷ এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অধ্যাপকের ভূমিকায় আছেন এক নারী!

Screenshot Youtube BBC Interview
ছবি: Youtube

সম্প্রতি বিবিসিকে দক্ষিণ কোরিয়ীয় এক অধ্যাপকের দেয়া সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল৷ অবশ্য তিনি যা বলেছিলেন তার জন্য নয়, মূলত তাঁর দুই সন্তানের কারণে৷ এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অধ্যাপকের ভূমিকায় আছেন এক নারী!

উদ্দেশ্যটা মহৎই বলা চলে৷ একজন পুরুষের জায়গায় নারী হলে অবস্থাটা কেমন হতো সেটা বুঝতেই দক্ষিণ কোরিয়ার অধ্যাপকের ভিডিওটির একটি ‘ফানি স্পুফ' প্রকাশ করা হয়েছে ইউটিউবে৷ ওমা! ১৬ মার্চ সেটা প্রকাশের দু'দিনের মাথাতেই তা দেখা হয়েছে নয় কোটিবার৷ আর এ সংখ্যা শুধু বাড়ছেই...৷

ভিডিওটি তৈরি করেছে নিউজিল্যান্ডভিত্তিক ইউটিউব শো ‘জোনো অ্যান্ড বেন'৷ এতে অংশ নেয়া নারীটি সাক্ষাৎকার দেয়ার সময় শুধু দুই সন্তানকেই নয়, সামলেছেন আরো অনেককিছু৷ ভিডিওতে দেখা যায়, সন্তানদের খেলনা দিয়ে, কোলে তুলে ঠান্ডা করেছেন তিনি, যদিও তখন টিভিতে সাক্ষাৎকার চালিয়ে যাচ্ছিলেন৷ মাঝখানে আবার রান্না ঠিক হচ্ছে কিনা দেখেছেন, টয়লেট পরিষ্কার করেছেন, কাপড় আয়রন করেছেন, এমনকি একটি বোমাও নিষ্ক্রিয় করেছেন৷ এখানেই শেষ নয়, ভিডিও-র শেষ পর্যায়ে স্ক্রিনে দেখা যায় তাঁর স্বামীকে, যিনি হারানো মোজা খুঁজতে বউয়ের কাছে হাজির হয়েছেন৷

পুরো ভিডিওতে আসলে একজন নারীর উপর সামাজিক চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে৷ একজন পুরুষ একসঙ্গে একাধিক দিকে মনোযোগ দিতে না পারলেও নারী যে সেটা পারে, এই বাস্তবতাই ফুটে উঠেছে ভাইরাল ভিডিওটিতে৷ অপর এক নারী সেই ভিডিও-টির নীচে মন্তব্য করেছেন, ‘‘তিন বাচ্চার মা ও রাজনীতিবিদ হিসেবে আমার জীবনটাও অনেকটা এমনই৷ পার্থক্য হচ্ছে, আমি বৈঠকের মধ্যেই বাচ্চাকে বুকের দুধ খাইয়েছি৷ তবে কখনো কোনো কিছু আয়রন করিনি৷''

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ