রাশিয়ার পূর্বাঞ্চলে বরফাচ্ছাদিত এক খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছিল একটি ভাল্লুক এবং সেটির ছোট্ট ছানা৷ কিন্তু ভাল্লুকটি সহজেই সেই পাহাড়ের উপরে উঠে গেলেও বিপদে পড়ে ছানাটি৷ বারংবার চেষ্টা করতে থাকে পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার৷ কিন্তু কিছুটা ওঠার পরই সেটি পিছলে পরে যাচ্ছিল৷ একবার তো মায়ের একেবারে কাছাকাছি যাওয়ার পরও মায়ের অদ্ভুত আচরণে একেবারে অনেকটা নীচে নেমে যায় আবার৷
মা ভাল্লুকের এই আচরণের এক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা৷ ব্যাপারটা আসলে আতকে ওঠার মতোই৷ ভাল্লুক ছানার পাহাড় বেয়ে উপরে ওঠার পুরো দৃশ্য একটি ড্রোনের মাধ্যমে ধারণ করা হচ্ছিল৷ যখনই ছানাটি চূড়ার কাছাকাছি পৌঁছাচ্ছিল, তখনই ড্রোন চালক ড্রোনটিকে ভাল্লুক ছানার কাছাকাছি নিচ্ছিল ভালো শট পাওয়ার আশায়৷ কিন্তু ভাল্লুক এবং ছানাটি ড্রোনটি দেখে আতঙ্কিত হচ্ছিল৷ ড্রোনটি কাছাকাছি পৌঁছালে ভাল্লুকটি সেটি সরাতে হুংকার দিচ্ছিল৷ মোটের উপর সেটির দেহের নড়াচড়ায় বরফ সরে যাচ্ছিল৷ আর তাতে, ছানাটির উপরে ওঠার পথ বাধাগ্রস্ত হচ্ছিল৷
প্রাণী বিশেষজ্ঞরা তাই দূষছেন ড্রোন চালককে৷ তাদের মতে এভাবে একটি প্রাণী এবং সেটির বাচ্চাকে বিরক্তকরা রীতিমত আইনবিরোধী কর্মকাণ্ড৷ এতে তাদের ক্ষতি বৈ উপকার কিছু হয় না৷ তাই এভাবে প্রাণীদের বিরক্ত না করার অনুরোধ জানিয়েছেন তারা৷
এআই/ডিজি
কোন প্রাণী সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে লম্বা, কোনটির ওজন সবচেয়ে বেশি – এমন জানা-অজানা কিছু তথ্য জানুন এই ছবিঘরে৷
ছবি: imago/imagebroker/C. Naumannইউরোপের সবচেয়ে ওজনদার উড়ন্ত পাখি এরা৷ এদের ওজন ১৫ কেজির বেশি হতে পারে৷ ভারী হওয়ার কারণে তারা বেশি উঁচুতে উঠতে পারে না৷ ফলে মাঝেমধ্যে বৈদ্যুতিক তারের সঙ্গে তাদের ধাক্কা লাগে৷
ছবি: imago/imagebroker/C. Naumannবিশ্বের সবচেয়ে বড় পাখি এরা, যদিও তারা ওড়ে না৷ উচ্চতা সাধারণত ২ দশমিক ৭ মিটার আর ওজন ১৫ কেজি হয়ে থাকে৷
ছবি: DW/S. Tanha ডাঙায় বাস করা বিশ্বের সবচেয়ে বড় মাংসাশী প্রাণী ভল্লুক৷ যখন তারা পেছনের পায়ে ভর করে দাঁড়ায় তখন তারা প্রায় তিন মিটার দীর্ঘ হতে পারে৷
ছবি: picture-alliance/OKAPIA KG/E. Kuchlingআনুষ্ঠানিকভাবে এরা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হিসেবে তালিকাভুক্ত৷ গড়ে এরা তাদের বাদামি রংয়ের আত্মীয়দের চেয়ে আকারে একটু বড় হয়ে থাকে৷ দেখতে সুন্দর হওয়ায় পর্যটকদের কাছে খুবই প্রিয় সাদা ভল্লুক৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে৷
ছবি: Imago/D. Delimontডাঙায় বাস করা বিশ্বের সবচেয়ে বড় প্রাণী আফ্রিকান হাতি৷ এদের মধ্যে সবচেয়ে বড়টি সাড়ে সাত মিটার দীর্ঘ হতে পারে৷ আর লম্বায় হতে পারে ৩ দশমিক ৩ মিটার৷ তাদের ওজন হতে পারে প্রায় ছয় মেট্রিক টন৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library/P.Leeson/ardea.comবিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী৷ উচ্চতা হতে পারে প্রায় সাড়ে পাঁচ মিটার৷ এমনকি একটি জিরাফের বাচ্চার উচ্চতা জন্মের সময় ১ দশমিক ৮ মিটার হয়ে থাকে৷ একটি বিষয় বোধ হয় অনেকের জানা নেই৷ প্রাণীদের মধ্যে তাদেরই রক্তচাপ সবচেয়ে উচ্চ৷
ছবি: Imago/Anka Agency Internationalলোনাপানির কুমিররা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সরীসৃপ হিসেবে বিবেচিত৷ দৈর্ঘ্যে তারা সর্বোচ্চ ছয় মিটার হতে পারে৷ এখন পর্যন্ত সবচেয়ে বড় যে কুমিরটির হিসেব রয়েছে তার ওজন ছিল প্রায় ১ দশমিক ৯ মেট্রিক টন৷
ছবি: picture-alliance/blickwinkel/J. Haukeবিশ্বের সবচেয়ে বড় মাছ৷ ছবির এই হাঙরটি দৈর্ঘ্যে প্রায় ছয় মিটার৷ তবে কোনো কোনো হাঙ্গরের দৈর্ঘ্য এর দ্বিগুণও হতে পারে৷
ছবি: Getty Images/Scott Tuasonবিশ্বের সবচেয়ে বড় প্রাণী৷ এদের ওজন ১৮০ টন পর্যন্ত হতে পারে৷ দৈর্ঘ্য হতে পারে ৩০ মিটার পর্যন্ত৷
ছবি: picture-alliance/Zumapress/VW Pics