1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে বলুন সত্যি কিনা

৭ জুন ২০১৭

মাত্র নয় সেকেন্ডের ভিডিও৷ রবিরার টুইটারে পোস্ট হওয়া ভিডিওটি বুধবার সকালের মধ্যে ৫৫ লাখের বেশি বার দেখা হয়েছে৷ কী আছে এই ভিডিওতে?

ছবি: Reuters

জ্যামাইকার এক রিসোর্টের সুইমিং পুলে ভিডিওটি ধারণ করা হয়৷ এতে দেখা যাচ্ছে, পুলের পাশে থাকা ওয়াটার স্লাইড থেকে এক কিশোর বের হয়ে পুরো পুল পার হয়ে ওপারে গিয়ে সুইমিং শার্ট পরছে৷ লেখাতে বোধ হয় বিষয়টা বোঝানো গেল না৷ তাই নীচের ভিডিওটি দেখুন৷

ভিডিওটি টুইটারে পোস্ট করেন মর্গান এভিক৷ভিডিওটির নীচে একজন মন্তব্য করেছেন, ‘‘আমি এক ঘণ্টা ধরে ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করছি, সে কীভাবে এটি করল৷'' আরেকজন বিয়ন্সের চোখ পিটপিট করা একটি ‘গিফ' দিয়ে লিখেছেন, ‘‘পদার্থবিজ্ঞানে কী আছে৷''

এদিকে, অস্টিন নামে এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, তিনি গতবছর ঐ রিসোর্টে গিয়েছিলেন৷ সেই সময় তিনি কয়েকজনকে এমন করতে দেখেছিলেন৷ তাদের মধ্যে ভাইরাল ভিডিওর এই ছেলেটিও আছে৷

এখন প্রিয় পাঠকদের কাছে জানতে চাই, ভিডিওটি কি সত্যি, নাকি কাটছাঁটের আশ্রয় নিয়ে এমনটি করা হয়েছে?

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ