করোনা সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে ভাইরাস সম্পর্কে আগ্রহ বাড়ছে৷ প্রাণীর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ থেকে শুরু করে নানা ধরনের ভাইরাসের চরিত্র ও বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হচ্ছে৷
বিজ্ঞাপন
সুদান থেকে নাজার ওমর হাসান ডয়চে ভেলের কাছে প্রশ্ন রেখেছেন, ভাইরাস আসলে কী? সহজে এর উত্তর দেওয়া কঠিন৷ তবে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা যেতে পারে৷ যেমন, এঁটেল পোকা এফএসএমই ভাইরাসে আক্রান্ত হলে সেটি মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ তখন মেনিনজাইটিস হতে পারে৷ অন্যান্য রোগের ক্ষেত্রে ড্রপলেট বা জলীয় কণা সংক্রমণ ঘটাতে পারে৷ অর্থাৎ, সংক্রমণ ছড়িয়ে পড়ার নানা পথ রয়েছে৷
ভাইরাস দিয়ে ক্যানসারের চিকিৎসার উদ্যোগ
02:22
মনে রাখতে হবে, প্যাথোজেন শুধু জিনগত উপাদান ও একটি সুরক্ষা মোড়ক দিয়ে তৈরি৷ ভাইরাসের নিজস্ব মেটাবলিজম বা বিপাকীয় শক্তি নেই৷ তাই বংশবৃদ্ধি করতে সেগুলির মানুষ বা অন্যান্য প্রাণীর মতো ‘হোস্ট' বা পোষকের প্রয়োজন হয়৷ সংক্রমণ ঘটলে ভাইরাস পোষক কোষ দখল করে তার মধ্যে নিজস্ব জিনোটাইপ ঢুকিয়ে দেয়৷ তখন সেই কোষকে বাধ্য হয়ে নতুন ভাইরাস উৎপাদন করতে হয়৷
ভাইরাস বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিচরণ করতে পারে৷ যেমন, এইডস ও এবোলার প্যাথোজেন বানর থেকে মানুষের কাছে আসে৷ ইঁদুর গোত্রের প্রাণী হান্টা ভাইরাস এবং পাখি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে৷ কিছু ক্ষেত্রে টিকার মাধ্যমে সুরক্ষা পাওয়া যায়৷ ফ্লুয়ের মতো ভাইরাস বার বার রূপান্তর ঘটায় বলে সেই টিকার নিয়মিত নবায়ন করতে হয়৷
সারভিক্স বা গলদেশের ক্যানসারের জন্য দায়ী প্যাথোজেন থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব৷ অন্যদিকে কিছু ভাইরাস আবার হামলার বদলে উপকার করে৷ যেমন পারভো ভাইরাস আশেপাশের সুস্থ কোষের কোনো ক্ষতি না করেই শুধু ক্যানসার কোষের উপর হামলা চালায়৷ গবেষকরা গ্লিওব্লাসটোমাস নামের এক ধরনের আগ্রাসী ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে ভাইরাস থেরাপি কাজে লাগাতে চান৷
প্রতিবেদন: মাবেল গুন্ডলাখ/এসবি
দ্বিতীয় দফা করোনার ঢেউ শুরুর আলামত?
বিশ্বব্যাপী একদিনে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিলো ২১ জুন৷ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে৷ ছবিঘরে থাকছে বিস্তারিত৷ এতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Eissa
করোনা শনাক্তের রেকর্ড
২১ জুন বিশ্বব্যাপী ১ লাখ ৮৩ হাজার ২০ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ মহামারি শুরুর পর ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি পরীক্ষা করা হচ্ছে, তত বেশি রোগী শনাক্ত হচ্ছে৷ বিশ্বে এ পর্যন্ত প্রায় ৯০ লাখ ৫২ হাজার রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে৷ মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৩৩১ জন৷
ছবি: picture-alliance/dpa/D. Inderlied
জার্মানি
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে৷ মারা গেছেন তিনজন৷ মাত্র দুই দিনের মধ্যে এমন বৃদ্ধির জন্য নতুন করে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ জার্মানিতে এখনো পর্যন্ত মোট ১৮৯,৮২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ মৃতের সংখ্যা ৮ হাজার ৮৮২৷ করোনা মহামারি নিয়ে নতুন করে পদক্ষেপ নিতে সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী৷
ছবি: Reuters/F. Bensch
চীন
রবিবার ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন৷ এদের মধ্যে ৯ জন বেইজিংয়ের বাসিন্দা৷ বেইজিংয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে৷ দেশটিতে সংক্রমণের সংখ্যা ৮৪ হাজার ৫৭২৷ মারা গেছেন চার হাজার ৪৩৯ জন৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
অস্ট্রেলিয়া
মেলবোর্নে নতুন ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে৷ গত কয়েক সপ্তাহে সেখানে কোনো রোগীর দেহে সংক্রমণের ঘটনা ছিলো না৷ কর্মকর্তারা বলছেন, যেসব পরিবার অনেকদিন পর একসাথে হয়েছে তাদের মধ্যেই সংক্রমণের ঘটনা ঘটেছে৷ দেশটিতে মোট আক্রান্ত ৭ হাজার ৪৭৪ জন, মারা গেছেন ১০২ জন৷
ছবি: Getty Images/Q. Rooney
মেক্সিকো
২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত৷ এক হাজারের বেশি মানুষের মৃত্যু৷ মোট সংক্রমিত ১ লঅখ ৮১ হাজার৷ মৃত্যু ২১ হাজার ৮২৫ জনের৷ তবে কর্তৃপক্ষের ধারণা বাস্তব সংখ্যা এর থেকে অনেক বেশি৷
ছবি: Getty Images/H. Vivas
ব্রাজিল
সংক্রমিত প্রায় ১১ লাখ মানুষ৷ মারা গেছেন ৫০ হাজার ৫৯১ জন৷ গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার মানুষ নতুন করে আক্রান্ত৷
ছবি: picture-alliance/AP Images/L. Correa
রাশিয়া
সংক্রমিত ৫ লাখ ৮৪ হাজার মানুষ৷ মারা গেছেন ৮ হাজার ১০১ জন৷
ছবি: Getty Images/AFP/V. Maximov
ভারত
সংক্রমিত ৪ লাখ ২৫ হাজার৷ মৃত ১৩ হাজার ৬৯৯ জন৷
ছবি: Reuters/A. Dave
যুক্তরাজ্য
সংক্রমিত ৩ লাখ ৬ হাজার৷ মৃত ৪২ হাজার ৭১৭ জন৷
ছবি: Getty Images/D. Kitwood
বাংলাদেশ
মোট সংক্রমিত ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন৷ মৃত ১,৫০২ জন৷ (তথ্য: ২২ জুন পর্যন্ত)