1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ভাইরাসের চরিত্র জানলে তবেই মোকাবিলা করা সম্ভব

৭ জুলাই ২০২০

করোনা সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে ভাইরাস সম্পর্কে আগ্রহ বাড়ছে৷ প্রাণীর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ থেকে শুরু করে নানা ধরনের ভাইরাসের চরিত্র ও বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হচ্ছে৷

ছবি: Imago Images/UPI Photo/S. Shaver

সুদান থেকে নাজার ওমর হাসান ডয়চে ভেলের কাছে প্রশ্ন রেখেছেন, ভাইরাস আসলে কী? সহজে এর উত্তর দেওয়া কঠিন৷ তবে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা যেতে পারে৷ যেমন, এঁটেল পোকা এফএসএমই ভাইরাসে আক্রান্ত হলে সেটি মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ তখন মেনিনজাইটিস হতে পারে৷ অন্যান্য রোগের ক্ষেত্রে ড্রপলেট বা জলীয় কণা সংক্রমণ ঘটাতে পারে৷ অর্থাৎ, সংক্রমণ ছড়িয়ে পড়ার নানা পথ রয়েছে৷ 

ভাইরাস দিয়ে ক্যানসারের চিকিৎসার উদ্যোগ

02:22

This browser does not support the video element.

মনে রাখতে হবে, প্যাথোজেন শুধু জিনগত উপাদান ও একটি সুরক্ষা মোড়ক দিয়ে তৈরি৷ ভাইরাসের নিজস্ব মেটাবলিজম বা বিপাকীয় শক্তি নেই৷ তাই বংশবৃদ্ধি করতে সেগুলির মানুষ বা অন্যান্য প্রাণীর মতো ‘হোস্ট' বা পোষকের প্রয়োজন হয়৷ সংক্রমণ ঘটলে ভাইরাস পোষক কোষ দখল করে তার মধ্যে নিজস্ব জিনোটাইপ ঢুকিয়ে দেয়৷ তখন সেই কোষকে বাধ্য হয়ে নতুন ভাইরাস উৎপাদন করতে হয়৷

ভাইরাস বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিচরণ করতে পারে৷ যেমন, এইডস ও এবোলার প্যাথোজেন বানর থেকে মানুষের কাছে আসে৷ ইঁদুর গোত্রের প্রাণী হান্টা ভাইরাস এবং পাখি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে৷ কিছু ক্ষেত্রে টিকার মাধ্যমে সুরক্ষা পাওয়া যায়৷ ফ্লুয়ের মতো ভাইরাস বার বার রূপান্তর ঘটায় বলে সেই টিকার নিয়মিত নবায়ন করতে হয়৷

সারভিক্স বা গলদেশের ক্যানসারের জন্য দায়ী প্যাথোজেন থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব৷ অন্যদিকে কিছু ভাইরাস আবার হামলার বদলে উপকার করে৷ যেমন পারভো ভাইরাস আশেপাশের সুস্থ কোষের কোনো ক্ষতি না করেই শুধু ক্যানসার কোষের উপর হামলা চালায়৷ গবেষকরা গ্লিওব্লাসটোমাস নামের এক ধরনের আগ্রাসী ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে ভাইরাস থেরাপি কাজে লাগাতে চান৷

প্রতিবেদন: মাবেল গুন্ডলাখ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ