1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাসের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র ‘ড্রাকো’

২৯ নভেম্বর ২০১১

ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাসদের দমন করা কঠিন৷ অ্যান্টিবায়োটিকের মত ভাইরাসকে কাবু করার ধন্বন্তরি ওষুধ এখন পর্যন্ত বের হয়নি৷ তবে এ ক্ষেত্রে আশার আলো জাগিয়েছেন অ্যামেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির এক দল গবেষক৷

Future Now Projekt Viren Bild 1 SARS Virus: SARS-Coronavirus unter Elektronenmikroskop Elektronenmikroskop (RKI) Bild:10.08.2011 Robert-Koch-Institut (RKI)
ভাইরাস যে কোন দেহকে কাবু করতে পারেছবি: Robert-Koch-Institut

মার্কিন যু্ক্তরাষ্ট্রের গবেষকরা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক মোক্ষম অস্ত্র খুঁজে পেয়েছেন৷ এটির নাম ড্রাকো৷ ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষক টড রাইডার জানান যে, নামটি বেশ খাপ খেয়ে যায়৷ কেননা এটা সত্যি সত্যি যেন ড্রাকোনিয়ান আইনের মত কড়া এক ওষুধ, যা সব ধরণের ভাইরাসকে দমন করতে পারবে৷

গবেষক রাইডারের ভাষায়, ‘‘আমরা ১৫ ধরনের ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি৷ এর মধ্যে রয়েছে সোয়াইন ফ্লু, আন্ত্রিক ফ্লু, পোলিও ও ডেঙ্গু জ্বরের ভাইরাস ইত্যাদি৷ নতুন ওষুধটি এই সব ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পেরেছে৷ আমাদের হাতে ভাইরাসের বড় সড় এক তালিকা রয়েছে, যেগুলি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই৷ আশা করি ড্রাকো সব ধরনের ভাইরাস কাবু করতে পারবে৷''

ডেঙ্গু জ্বরের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পেয়েছেছবি: picture-alliance/dpa

ভাইরাসদের সরাসরি আক্রমণ করেনা ড্রাকো

ড্রাকো সরাসরি ভাইরাসদের আক্রমণ করেনা বরং দেহের ভাইরাস দ্বারা সংক্রামিত কোষগুলিকে আক্রমণ করে৷ টড রাইডার বলেন, ‘‘ভাইরাসরা কোনো কোষে দ্রুত বিস্তার লাভ করে সেই কোষকে ধ্বংস করে৷ তারপর সেই কোষ থেকে বের হয়ে পাশের কোষকে আক্রমণ করার চেষ্টা করে৷ ড্রাকো সংক্রামিত প্রথম কোষটিকেই ধ্বংস করে দেয়, শরীরের অন্যান্য কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আগেই৷''

যে সব দেহকোষ ভাইরাস দ্বারা সংক্রামিত, ড্রাকো সেগুলিকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে৷ দেহকোষের ‘আর এন এ' বা রিবোনিউক্লেইক অ্যাসিড দেখে বোঝা যায়, ভাইরাসরা কোথায় বৃদ্ধি পাচ্ছে৷ ভাইরাসরা বংশ বিস্তার করতে থাকলে দেহ কোষে আর এন এ-র অতি দীর্ঘ ডুপ্লেক্স তৈরি হয়, যা স্বাভাবিক কোষে সাধারণত থাকে না৷ আর এতেই বোঝা যায় যে, কোনো ভাইরাস দেহ কোষকে আক্রমণ করেছে৷ টড রাইডার বলেন, ‘‘ড্রাকো ভাইরাসের আর এন এ দেখে সংক্রামিত কোষকে চিনতে পারে৷ তারপর অসুস্থ কোষকে এমন এক অবস্থায় নিয়ে যায়, যেন সে নিজেই নিজেকে ধ্বংস করতে পারে৷ এর ফলে সুস্থ কোষগুলি সংক্রামিত হয় না৷

গবেষণাগারের পরীক্ষায় আশার আলো দেখা গেছে

টড রাইডার এবং তাঁর সহকর্মীরা দেখিয়েছেন, ড্রাকো ঠিক এই ভাবে কাজ করে৷ অন্তত পক্ষে গবেষণাগারে নানা রকম ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষায় এই ফলাফলই পাওয়া গেছে৷ এ ছাড়া সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইঁদুররা আরোগ্য লাভ করেছে৷ টড রাইডার বিশ্বাস করেন, ড্রাকোতে সর্বসংহারী উপাদান রয়েছে, যা দিয়ে সব রকম ভাইরাসজনিত সংক্রমণকে কাবু করা যায়৷ সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বসন্ত রোগ পর্যন্ত৷ অন্যান্য গবেষকরা অবশ্য এ ব্যাপারে কিছুটা সন্দিহান৷ যেমন নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিন'এর অ্যান্ড্রেয়া ব্র্যাঞ্চ৷ তাঁর ভাষায়, ‘‘এক্ষেত্রে আমার সহকর্মীদের কাজের প্রশংসা করতে হয়৷ কিন্তু গবেষণাগারে ইঁদুরের দেহকোষে পরীক্ষা নিরীক্ষা করা এক বিষয়, আর মানুষের জন্য ওষুধ তৈরি করা আরেক বিষয়৷ সেই পর্যন্ত যেতে হলে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে৷''

সোয়াইন ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বাংলাদেশেওছবি: AP

এ ছাড়া এ ক্ষেত্রে বিরাট ঝুঁকিও রয়েছে৷ জানান মাইক্রোজীববিজ্ঞানী অ্যান্ড্রেয়া ব্র্যাঞ্চ৷ তাঁর কথায়, ‘‘যদি দেহের অনেক কোষ সংক্রামিত হয়, তা হলে তাদের ধ্বংসের পথে নিয়ে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ৷ এর ফলে রোগী নিজেই মারা যেতে পারেন৷ যে সব সংক্রমণে অল্প কিছু কোষ আক্রান্ত হয় ড্রাকো সেগুলিকে ধ্বংস করতে পারে৷ রোগী সুস্থও হয়ে উঠতে পারেন৷ কিন্তু হেপাটাইটিস বি-এর মত রোগ, যেখানে যকৃতের অনেকটাই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেখানে ড্রাকো ব্যবহার করলে রোগীর পুরো লিভারই নষ্ট হয়ে যাবে৷ সেক্ষেত্রে লিভার প্রতিস্থাপন ছাড়া রোগী বেঁচে থাকতে পারবেন না৷ বিপদটা এখানেই, যদি ভাইরাসদের আক্রমণ না করে দেহকোষকে আক্রমণ করা হয়৷''

তবে টড রাইডার ও তাঁর সহকর্মীরা অবশ্য ভীত না হয়ে তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন৷ পরবর্তীতে তাঁরা পরীক্ষা করে দেখতে চান, এবোলা ও এইচ আই ভি ভাইরাসের বিরুদ্ধে ড্রাকো কী ভাবে কাজ করে৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ