1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরে দাঁড়ালেন ইরাকের মালিকি

১৫ আগস্ট ২০১৪

ইরাকের কোণঠাসা প্রধানমন্ত্রী নুরি আল মালিকি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে সরে দাঁড়ালেন৷ তাঁর স্থলাভিষিক্ত হবেন তাঁরই দাওয়া পার্টির সদস্য হায়দার আল আবাদি৷ ‘‘ভাই''-এর কল্যাণে সরে দাঁড়াচ্ছেন, জাতীয় টেলিভিশনে বললেন মালিকি৷

Nuri al-Maliki Rücktritt
ছবি: Reuters

ইরাকের ‘বিজিত' সুন্নি সম্প্রদায়কে বাদ দিয়েই শাসন চালাচ্ছিলেন আল মালিকি - যার ফলে ইসলামি রাষ্ট্র সুন্নি আন্দোলন ইরাকেও মাথা চাড়া দিতে পেরেছে: বলতে কি, ইরাকের এক-তৃতীয়াংশ এখন তাদের দখলে৷ সেই আই-এস বা ইসলামিক স্টেট আজ মধ্যপ্রাচ্যের এক নতুন শক্তি, যা এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য, এমনকি রাজনৈতিক মানচিত্র বদলে দেবার ক্ষমতা রাখে৷

আইএস'এর অগ্রগতি রোখার জন্য খোদ প্রেসিডেন্ট ওবামা'কে আবার ইরাকে বোমাবর্ষণের নির্দেশ দিতে হয়েছে - যদিও তিনি (আপাতত) ইরাকের মাটিতে মার্কিন সৈন্য নামাতে রাজি নন৷ ইউরোপের অন্যান্য দেশ - যেমন ব্রিটেন ও ফ্রান্স - উপায় না দেখে কুর্দদের অস্ত্র দিতে রাজি, এবং জার্মানিও সেদিকে এগোচ্ছে৷ এক অর্থে নুরি আল মালিকি ও তাঁর রাজনীতি এই দুরবস্থার জন্য দায়ী৷ ইরাকের সুন্নি সম্প্রদায়ের অসন্তোষই ইসলামিক স্টেট সন্ত্রাসের আসল ভিত্তি৷

আল মালিকি যে সময় কিছু কম পেয়েছেন, এমন নয়৷ আট বছর প্রধানমন্ত্রী থাকার পর তিনি একটি তৃতীয় কর্মকালের জন্য সচেষ্ট ছিলেন - গত কয়েক সপ্তাহ ধরে ইরাকি সংসদে যে রাজনৈতিক টানাপোড়েন চলেছে, তার মূলে ছিল মালিকি'র ক্ষমতা আঁকড়ে থাকার প্রচেষ্টা৷ অতঃপর সেই প্রচেষ্টা পরিত্যাগ করেছেন মালিকি৷

হায়দার আল আবাদিছবি: picture alliance / AP Photo

মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ, উভয়েই আল আবাদি'কে সমর্থন করেছে এবং করছে৷ আল মালিকি সূচনায় আল আবাদি'র মনোনয়নের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে মামলা করার উদ্দেশ্য ঘোষণা করলেও, শেষমেষ সে' মনোনয়ন মেনে নিয়েছেন৷ হোয়াইট হাউস সঙ্গে সঙ্গে আল মালিকি'র এই পদক্ষেপকে প্রশংসা জানিয়েছে৷ আল আবাদি'কে এবার আগামী ৩০ দিনের মধ্যে তাঁর মন্ত্রিসভা পেশ করতে হবে৷ বিশ্ব নিরাপত্তা পরিষদ আল আবাদি'কে ইরাকি জনগণের সব অংশকে নিয়ে একটি ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছে৷ সবচেয়ে বড় কথা, সব সম্প্রদায়ের ইরাকিরা দৃশ্যত আল মালিকি'র বিদায় ও আল আবাদি'র মনোনয়নে খুশি৷

সর্বশেষ খবর: জার্মান সেনাবাহিনী শুক্রবার উত্তর ইরাকে ত্রাণ সাহায্য পাঠাতে শুরু করেছে৷ প্রধানত ওষুধপত্র, খাবারদাবার ও কম্বল ইত্যাদি পাঠানো হচ্ছে৷ এই উপলক্ষ্যে জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডের লাইয়েন বলেছেন, সৈন্যদের হেলমেট ও বুলেট-প্রুফ ভেস্ট ইত্যাদি পাঠানোর কথাও ভাবা হচ্ছে৷ অপরদিকে জনপ্রিয় ‘বিল্ড' ট্যাবলয়েড'এর সাক্ষাৎকারে ফন ডের লাইয়েন বলেছেন: ‘‘সাধারণভাবে বলা যেতে পারে - জার্মান অস্ত্রে যদি গণহত্যা প্রতিরোধ করা যায়, তাহলে আমাদের সাহায্য করা কর্তব্য৷''

এসি/জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ