রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের চেষ্টায় পুটিনের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে৷
বিজ্ঞাপন
সপ্তাহান্তের এই ঘটনার পর লেনদেনের প্রথম দিন সোমবার শেয়ার ও তেলের দাম কমেছে৷ বেড়েছে সোনার দাম৷
সোমবার দিনের শুরুর দিকে বিশ্বের শেয়ারবাজারগুলোতে শেয়ারের দাম কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ এমএসসিআই অল-ওয়ার্ল্ড সূচক ০.১ শতাংশ কমেছে৷
এছাড়া ইউরোপে প্রতিরক্ষা বিষয়ক কোম্পানিগুলোর শেয়ারের মূল্যও ০.৩ শতাংশ কমেছে৷ যেমন ব্রিটেনের বিএই সিস্টেমস ও ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে৷
রাশিয়ার লাগাতার মিসাইল আক্রমণ
জেলেনস্কির শহরের পর এবার ওডেসায় মিসাইল আক্রমণ রাশিয়ার। নিহত বেসামরিক মানুষ। ধ্বংস হয়েছে দোকান, বাড়ি, গুদাম।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
মিসাইল আক্রমণ
যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল। এবার তারা মিসাইল এবং ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হচ্ছে।
ছবি: State Emergency Service of Ukraine/REUTERS
ধ্বংস ওডেসা
বুধবার দিনভর ইউক্রেনের বন্দর শহর ওডেসায় আক্রমণ চালানো হয়েছে। কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে মিসাইল হামলা হয়েছে বলে অভিযোগ। অন্তত তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।
ছবি: Lyashonok Nina/Ukrinform/ABACA/IMAGO
বেসামরিক কাঠামোয় হামলা
ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
ওডেসার পাশাপাশি দনেৎস্ক অঞ্চলেও বুধবার লাগাতার মিসাইল আক্রমণ করেছে রাশিয়া। সেখানেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
জেলেনস্কির শহরে আক্রমণ
এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছোটবেলার শহর ক্রিভি রিহে মিসাইল হামলা চালানো হয়।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
আক্রান্ত কিয়েভ
কিয়েভেও প্রতিদিন ড্রোন এবং মিসাইলের সাহায্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে।
ছবি: AFP
বেলারুশে পরমাণু অস্ত্র
এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানিয়েছেন তিনি।
এদিকে প্রতি আউন্স সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে ১,৯৩২ ডলার হয়েছে৷ অথচ শুক্রবার সোনার দাম গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম ছিল৷ বিশ্ব রাজনীতি ও বাজারে অস্থিরতার সময় বিনিয়োগকারীদের সাধারণত সোনার উপর ভরসা করতে দেখা যায়৷
আর রাশিয়ার রুবলের দাম গত দেড় বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে৷
পুটিনের বিরুদ্ধে ভাগনার গ্রুপের বিদ্রোহ ইউক্রেন যুদ্ধের উপর কেমন প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়৷ তবে এটি গত কয়েক দশকের মধ্যে পুটিনের কর্তৃত্বের বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের ঘটনা৷
বিদ্রোহের প্রভাব সম্পর্কে নিশ্চিত কোনো ইঙ্গিত না থাকায় বিনিয়োগকারীদের ইকুইটি কেনা-বেচার চেয়ে নির্দিষ্ট আয় ও অন্যান্য ঝুঁকিহীন আয়ের প্রতি আগ্রহী দেখা গেছে৷
অবশ্য বিদ্রোহ ছাড়াও বিনিয়োগকারীদের অস্বস্তির আরেকটি কারণ ছিল, গত সপ্তাহে চীনে ছুটির সময়ের ভ্রমণ বিষয়ক তথ্য৷ এই সময় চীনারা যতখানি ভ্রমণ করবেন বলে আশা করা হয়েছিল, ততটা হয়নি৷ ফলে করোনা পরবর্তী সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে না৷
এদিকে, মূল্যস্ফীতি কমাতে ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে সুদের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে৷