সম্প্রতি মস্কোর বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভাগনার সেনার প্রধান। তারপরেই মস্কো এই ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
রাশিয়ার অসরকারি সেনা ভাগনার আর্মির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রোববার জানিয়েছেন, মস্কো তাদের আরো অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। বস্তুত, গত বেশ কয়েকমাস ধরে বাখমুতে প্রবল লড়াই চলছে ভাগনার সেনার সঙ্গে ইউক্রেনের সেনার। সেখানে বহু ভাগনার সেনা নিহত হয়েছে। গত কয়েকদিন ধরেই ভাগনার সেনার প্রধান জানাচ্ছিলেন, তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। রাশিয়ার সেনা তাদের গোলাবারুদ না দিলে সেনা বাখমুত থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।
গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন ইয়েভজিন। তিনি বলেছিলেন, রাশিয়া বাখমুতে তাদের উপর নির্ভর করে আছে। কিন্তু তাদের কোনোরকম সাহায্য করছে না। যার ফলে গোলাবারুদের অভাবে তার সেনা সদস্যদের মৃত্যু হচ্ছে। বাখমুত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি। আগামী ১০ মে সেনা ফেরানো হবে বলে জানান তিনি। তারপরেই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মস্কো। প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাগনার সেনাকে সবরকম সাহায্য করা হবে। তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে।
পুটিনের বিরুদ্ধে এক সংবাদপত্রের অভিনব লড়াই
ভিডিও গেমের সহায়তায় কি কখনো সংবাদ পরিবেশন করা যায়? একেবারে অসম্ভব মনে হলেও ফিনল্যান্ডের একটি সংবাদপত্র কিন্তু তা-ই করে দেখিয়েছে৷ রাশিয়ায় পৌঁছে দিয়েছে তারা ইউক্রেন যুদ্ধের খবর৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Helsingin Sanomat/Reuters
রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা
ইউক্রেন যুদ্ধকে ‘যুদ্ধ’ বলে না রাশিয়া৷ ইউক্রেনে হামলা শুরুর পর ভ্লাদিমির পুটিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে৷ তারপর থেকে ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবেই বর্ণনা করছে পুটিন প্রশাসন৷ রাশিয়ার সংবাদমাধ্যমও সেই ‘নিয়ম’ মেনেই সংবাদ পরিবেশন করছে৷
ছবি: SPUTNIK via REUTERS
কাউন্টার-স্ট্রাইক দিয়ে পাল্টা আঘাত!
কাউন্টার-স্ট্রাইক আসলে একটি ভিডিও গেমের নাম৷ ২০১২ সালে এই গেমটি নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ভাল্ভ কর্পোরেশন৷ খুব অল্প সময়ে প্রায় সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা এই শুটার গেম রাশিয়ার কিশোর, তরুণদেরও খুব প্রিয়৷ রুশ নাগরিকদের কাছে ইউক্রেন যুদ্ধের খবর পৌঁছে দিতে তাই এই ভিডিও গেমের সহায়তা নিয়েছে ফিনল্যান্ডের একটি দৈনিক৷
ছবি: Helsingin Sanomat/Reuters
হেলসিংগিন সানোমাট
সংবাদপত্রটির নাম হেলসিঙ্গিন সানোমাট৷ ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এই দৈনিকই সংবাদ পরিবেশনে ভিডিও গেম ব্যবহার করে এখন সংবাদ শিরোনামে৷ ছবির এই মানুষটির নাম আন্তেরো মুক্কা৷ হেলসিঙ্গিন সানোমাটের এডিটর-ইন-চিফ তিনি৷
ছবি: Anne Kauranen/Reuters
হেলসিঙ্গিন সানোমাটের ব্যর্থ ‘অভিযান’
পুটিন সরকার রাশিয়ার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের কিছুদিন পরই রাশিয়ার মানুষদের কাছে ইউক্রেনের খবর পৌঁছে দেয়ার চেষ্টা করে হেলসিঙ্গিন সানোমাট৷ কিন্তু রুশ ভাষায় লেখা সেসব খবর বেশিদিন রাশিয়ার মানুষের কাছে যেতে পারেনি৷ খুব অল্প সময়ের মধ্যেই খবরগুলো ‘ব্লক’ করে দেয় রুশ কর্তৃপক্ষ৷
ছবি: Helsingin Sanomat/Reuters
সংবাদ পরিবেশনে কেন ভিডিও গেম?
স্বাভাবিক নিয়মে যে রাশিয়ায় ইউক্রেনের সংবাদ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর কী ভেবেছিল হেলসিঙ্গিন সানোমাট? বার্তা সংস্থা রয়টার্সকে সে কথাই বলেছেন আন্তেরো মুক্কা, ‘‘ রাশিয়ায় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম৷ তবে মনে হচ্ছিল নতুন কোনো উপায়ে হয়ত রাশিয়ার মানুষদের জন্য ইউক্রেনের নির্ভরযোগ্য খবর পরিবেশন করা সম্ভব৷’’ আর সেই নতুন উপায়ের নামই এখন কাউন্টার-স্ট্রাইক৷
ছবি: Anne Kauranen/Reuters
যেভাবে নিষেধের দেয়াল ভাংলো হেলসিঙ্গিন সানোমাট
ফিনল্যান্ডের দৈনিকটি প্রথমে ইউক্রেনের স্লাভিচ শহরের একটি ম্যাপ তৈরি করে৷ ম্যাপটির নাম দেয়া হয় ‘ডি ভয়না’৷ রুশ ভাষায় ‘ভয়না’ শব্দের অর্থ যুদ্ধ৷ শহরের নাম ‘ডি ভয়না’ দিয়ে আসলে সরাসরি ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার না করে রুশদের কাছে যুদ্ধের খবরই পৌঁছে দেয় হেলসিঙ্গিন সানোমাট৷ ‘ডি ভয়না’র আসল কাজ ছিল এক গোপন কুঠুরিকে আড়াল করা যে কুঠুরিতে রয়েছে ইউক্রেনে রুশ বাহিনীর ধ্বংসলীলা এবং নিষ্ঠুরতার অনেক খবর৷
ছবি: Helsingin Sanomat/Reuters
6 ছবি1 | 6
গত কয়েকমাসের মধ্যে বাখমুতই ইউক্রেনের একমাত্র জায়গা রাশিয়া যা দখল করতে পেরেছে। তবে বাখমুত পুনরুদ্ধারের জন্য তীব্র লড়াই করছে ইউক্রেনের সেনা। ফলে গত বেশ কয়েকমাস বাখমুত কার্যত অবরুদ্ধ হয়ে আছে। যুদ্ধের শুরুতে পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি জায়গা রাশিয়ার সেনা দখল করেছিল। কিন্তু ইউক্রেন তার বেশ কয়েকটি পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে। বাখমুত ইউক্রেন এবং রাশিয়া দুই তরফই স্ট্র্যাটেজিক পয়েন্ট বা কৌশলগত অঞ্চল বলে মনে করে। ফলে কোনো দেশই বাখমুত ছাড়তে চাইছে না। এবং সে কারণেই যুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত অসরকারি ভাগনার সেনাকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।
এদিকে ক্রাইমিয়ায় রাশিয়া সমর্থিত প্রশাসন জানিয়েছে, ইউক্রেন তাদের সেভাসটোপল অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনো কথা বলা হয়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ভিডিওবার্তায় জানিয়েছেন, ইউক্রেন-জুড়ে সন্ত্রাস চালাচ্ছে রাশিয়া। রাশিয়া একটি সন্ত্রাসী দেশ। কিয়েভেও এখনো বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন জেলেনস্কি।