1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাগ্যের জোরে বাঁচলো যে তরুণ

১৩ জুলাই ২০১৮

পাহাড়ের খাড়া চূড়া থেকে পানিতে ঝাপিয়ে পড়া বেশ লোমহর্ষক এক ব্যাপার৷ একালে আবার শুধু সোশ্যাল মিডিয়াতে শেয়ারের উদ্দেশ্যেও অনেক তরুণ কাজটা করে থাকে৷ সেরকম এক ঝাঁপ দিতে গিয়ে মরতে বসেছিল এক তরুণ৷

Beachy Head cliffs in England
ছবি: Getty Images/D. Kitwood

ঘটনা যুক্তরাজ্যের গোয়েনেডের৷ সেখানকার ক্লিফগুলো বেশ অসাধারণ৷ একেবারে খাড়া নেমে গেছে পানির দিকে৷ ফলে আপাত দৃষ্টিতে ক্লিফের উপর থেকে সাগরে ঝাঁপ দেয়াটা তেমন একটা বিপজ্জনক ব্যাপার হওয়ার কথা নয়৷ 

সম্ভবত নিরাপদ মনে করেই এক তরুণ ক্লিফের উপর থেকে পানিতে ঝাপ দিয়েছিলেন৷ এরপর খানিকটা সাঁতরে যখন সরে যান তখন তাঁর আরেক বন্ধু একই জায়গা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন৷ কিন্তু তখনই ঘটলো বিপত্তি৷ হঠাৎ করেই প্রথম তরুণটি যেখান থেকে লাফ দিয়েছিল সেখানকার লম্বা এক খণ্ড পাথর ক্লিফ থেকে আলাদা হয়ে পানিতে পড়ে যায়৷

পানিতে থাকা তরুণ অবশ্য ততক্ষণে কিছুটা দূরে সরে গিয়েছিল৷ ফলে বড় কোনো আঘাত পাননি৷ কিন্তু ঘটনাটি যদি কয়েক সেকেন্ড আগে ঘটতো তাহলে কী হতো বলা মুশকিল৷

ঘটনাস্থলে উপস্থিত মার্ক হাম্পরেস নামের এক ব্যক্তি পুরো দৃশ্যটি ভিডিও করেছিলেন৷ এরপর তিনি সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন সবাইকে সতর্ক করতে৷ বিষয়টি স্থানীয় পুলিশের নজরেও পড়েছে৷ তারা জানিয়েছেন, ক্লিফ থেকে ওভাবে লাফ দেয়া নাকি আইনত নিষিদ্ধ৷ তাই, এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট এলাকায় টহল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ