1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাঙলো মিলন মেলা: নতুন বই বেশি এলেও বিক্রি কমেছে

সমীর কুমার দে, ঢাকা২ মার্চ ২০০৯

ভাঙলো মিলনমেলা৷ মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ হলো শনিবার৷ লেখক পাঠক প্রকাশক আর সংস্কৃতিপ্রিয় মানুষের মুখরিত আড্ডায় মেতে থাকা বাংলা একাডেমী প্রাঙ্গণে আবার নেমে আসবে শুনশান নীরবতা৷

আগামী বছর আবারো জমবে মেলা৷ছবি: DW/Mamun

আগামী বছর আবার জমবে মেলা৷ এ আশায় এক বছরের জন্য অপেক্ষার প্রহর গুণবেন সবাই৷ এবার বাঁধাই সংকট সত্ত্বেও নতুন বই এসেছে গতবারের চেয়ে বেশি৷ কিন্তু কমে গেছে বইবিক্রির হার৷

এবারের বইমেলায় প্রথমবারের মত সরাসির অংশ নেয় ডয়চে ভেলে৷ছবি: DW/Mamun

এবার পাঠ্যপুস্তক সংকটের প্রভাবে আশংকা করা হচ্ছিল নতুন বইয়ের প্রকাশনা হয়তো কমে যেতে পারে৷ কিন্তু শেষ পর্যন্ত গেলবারের রেকর্ড ছাড়িয়ে গেছে৷ এবছর মেলায় নতুন বই এসেছে ২৭৪১টি৷ গেলো বছর এ সংখ্যা ছিল ২৫৭৮টি৷ বাংলা একাডেমীর নিজস্ব জরিপ অনুসারে এবার বই বিক্রি হয়েছে প্রায় ১৮ কোটি টাকার মতো৷ তাদের হিসাব মতো গতবছর বই বিক্রি হয়েছিল প্রায় বিশ কোটি টাকার মতো৷ তবে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যে বিক্রি নিয়ে হতাশা প্রকাশ পেয়েছে৷ অসবর ও ঐতিহ্যের স্টল থেকে বলা হয়েছে এবারের বিক্রির পরিমাণ গত বছরের অর্ধেকের চেয়ে কিছু বেশি হয়েছে৷

বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে মেলার পরিসর কমে যাওয়াকে দায়ী করেছেন অনেকে৷ বাংলা একাডেমী ভবন নির্মাণের কারণে মেলার পরিসর কমে যাওয়ায় স্টলেরও আয়তন কমে গেছে৷ তার উপর ২৫ ফেব্রুয়ারীর পিলখানার উত্তেজনার কারণে দু'দিন মেলা ছিল ফাঁকা৷ আতংকে বইপ্রেমী মানুষ মেলায় আসতে পারেননি৷

এবার বাঁধাই সংকট সত্ত্বেও নতুন বই এসেছে গতবারের চেয়ে বেশি৷ কিন্তু কমে গেছে বইবিক্রির হার৷ছবি: Harun-ur-Rashid Swapan

শনিবার বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান৷ বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মজিবুর রহমান৷ অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও একাডেমীর পরিচালক শাহিদা খাতুন৷

স্টলের নান্দনিক সৌকর্যের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান- অন্য প্রকাশ, স্টুডেন্ট ওয়েজ এবং মুক্তধারাকে পুরস্কৃত করা হয়৷ এসব প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি৷ শেষ দিনে শনিবারও মেলায় আসে ৭৯টি নতুন বই৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ