1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতই যুক্তরাষ্ট্রে সর্বাধিক ছাত্র পাঠাচ্ছে

১৭ নভেম্বর ২০০৯

মার্কিন মুলুকে উচ্চশিক্ষা হল একটা বড় শিল্প৷ বর্তমানে যুক্তরাষ্ট্রের কলেজ-ইউনিভার্সিটিগুলোতে পড়ছে রেকর্ড সংখ্যক বিদেশী ছাত্র৷

জার্মানিতেও বিদেশী ছাত্র-ছাত্রীরা আছে

ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন বা আইআইই’র সোমবার প্রকাশিত বাৎসরিক রিপোর্টটির নাম হল ‘ওপেন ডোর্স’ বা ‘মুক্ত দুয়ার’৷ রিপোর্ট অনুযায়ী বিদেশী ছাত্রদের মধ্যে এশিয়া থেকে আগতদের সংখ্যাই সর্বাধিক৷ তাদের মধ্যে আবার ভারত প্রথম স্থানে: ২০০৮-৯ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের সংখ্যা ছিল ১,০৩,২৬০৷ এ’ আবার তার আগের শিক্ষা বৎসরের চেয়ে ৯ শতাংশ বেশী৷ এবং এই নিয়ে অষ্টম বছর ভারত প্রথম স্থানটি অধিকার করল৷

দ্বিতীয় স্থানে রয়েছে চীন৷ চীন থেকে আসা ছাত্রসংখ্যা হল ৯৮,৫১০, আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশী৷ তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া: ৭৫,০৬৫ জন ছাত্র এবং গতবছরের তুলনায় ৯ শতাংশ বেশী৷ এর পর ক্যানাডা, জাপান এবং তাইওয়ান, যাদের সকলেরই ছাত্রসংখ্যা ২৯ হাজারের আশপাশে৷ মেক্সিকো এবং তুরস্ক থেকেও কোন না কম ১৩-১৪ হাজার ছাত্র এসেছে৷ এমনকি ভিয়েতনাম থেকেও ১২ হাজার, সৌদি আরব থেকেও ঐ পরিমাণ৷ তালিকায় এর পরে আসছে নেপাল, জার্মানি, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রিটেন, হং কং, ফ্রান্স, কলম্বিয়া এবং নাইজিরিয়া৷ - সব মিলিয়ে বিদেশী ছাত্রদের সংখ্যা ৬,৭১,৬১৬৷ তারা প্রতিবছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দেয় ১৭.৮ বিলিয়ন ডলার৷ তাদের প্রয়োজনীয় অর্থের ৭০ শতাংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে৷

বিদেশী ছাত্রদের প্রিয় গন্তব্য হল ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিগুলি৷ তার পরে আসছে নিউ ইয়র্ক এবং টেক্সাস৷ আর ছাত্র-ছাত্রীদের প্রিয় পাঠ্য বিষয়? বিজনেস ম্যানেজমেন্ট, তার পরে ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং কমপ্যুটার সায়েন্স৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ