1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান

১ মার্চ ২০১২

ভারতকে বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়ার এ সিদ্ধান্তকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে ভারত৷ সামান্য কিছু পণ্য ছাড়া প্রায় সব ভারতীয় পণ্যের জন্য পাকিস্তানের বাজার উন্মুক্ত হবে৷

ছবি: AP

পাকিস্তানের বাজারে ভারতীয় পণ্যের নিষিদ্ধ তালিকা আমূল সঙ্কোচিত কোরে মাত্র ১২০০ পণ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে৷ তাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে, এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্যাবিনেট৷ ফলে ভারতকে সবথেকে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেবার পথ পরিষ্কার হলো৷ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবছরের শেষে৷ উল্লেখ্য, ভারত পাকিস্তানকে এই সুবিধা দিয়েছে ১৫ বছর আগে৷ পাকিস্তান অনুরুপ সিদ্ধান্ত নিল বিশ্ব বাণিজ্য সংস্থা ডবলুটিওর নির্দেশিকা মেনে৷ বিলম্বটা স্পষ্টতই রাজনৈতিক কারণে এবং কট্টরপন্থীদের চাপে৷

মুক্ত তালিকায় ভারত ৬৮৫০টি পণ্য অবাধে রপ্তানি করতে পারবে পাকিস্তানে৷ আগে ছিল মাত্র ১৯০০টি পণ্য৷ প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী মাখদুম আমিন ফাহিমের ভারত সফরে৷ তৈরি হয় দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য স্বাভাবিকীকরণের রোডম্যাপ৷ ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা যান পাকিস্তানে৷ পাকিস্তানের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি৷

বণিক সঙ্ঘের কর্মকর্তাদের মতে এরফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিমাণ ১০১৫ সাল নাগাদ দাঁড়াবে ১০ বিলিয়ন মার্কিন ডলার৷ বর্তমানে যার পরিমাণ আড়াই বিলিয়ন৷ সস্তাদামের ভারতীয় পণ্যে পাকিস্তানের বাজার ছেয়ে যাবে বলে সরকারকে চাপে রেখেছিল কট্ররপন্থীরা৷

বিশিষ্ট অর্থনীতিবিদ অদ্যাপক রতন খাসনবিশ ডয়চে ভেলেকে এই প্রসঙ্গে বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্যের একটা জায়গা তৈরি কোরে নিতে পারবে - যা হবে প্রতিযোগিতামূলক৷ সেপথে প্রধান বাধা ছিল পাকিস্তানের দিক থেকে যারা অর্থনৈতিক ইস্যুকে বিচার করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে৷ সন্দেহের বাতাবরণ দূর কোরে পাকিস্তানের পরিবর্তিত এই সিদ্ধান্ত উপমহাদেশের পক্ষে ভাল হবে৷ দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বে বাণিজ্য বিকাশের ক্ষেত্রে সন্দেহের জায়গাগুলো কমিয়ে আনা হচ্ছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ