1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দিলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে

১৬ জানুয়ারি ২০১০

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, নেপাল, ভূটান ও ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেয়ায় বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে৷ মংলা ও চট্টগ্রাম বন্দর আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত জানাতেই তাঁর কার্যালয়ে শনিবার সংবাদ সন্মেলনের আয়োজন করেন৷ যা দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশনে এবং রেডিও একযোগে প্রচার করে৷ প্রধানমন্ত্রী বলেন দারিদ্র্র্র অশিক্ষা ও সন্ত্রাস দক্ষিন এশিয়ার প্রধান সমস্যা৷ এজন্য এই অঞ্চলের দেশগুলোকে একযোগে কাজ করতে হবে৷ সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি ভারত সফরে গিয়েছিলেন৷

প্রধানমন্ত্রী ভারতের সাথে করা চুক্তি ও সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে জানান সীমান্ত সমস্যা, পনিবন্টন ও টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনা হয়েছে৷ এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তির আশা প্রকাশ করে বলেন, সরকার অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনার পর তা চূড়ান্ত হবে৷ তিনি পানি বন্টন আলোচনা এগিয়ে না নেয়ার জন্য বিএনপি জামায়াত জোট সরকারের সমালোচনা করেন৷

মংলা ও চট্টগ্রাম বন্দর আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হিসাবে উল্লেখ করেন৷ তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ৪০ শতাংশ এবং মংলা বন্দরের মাত্র ১০ শতাংশ ব্যবহৃত হয়৷ ভারতকে এ সুযোগ দিলে এ দুই বন্দরের ব্যবহার বাড়বে এবং এতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে৷

শেখ হাসিনা বিরোধীদলকে এই সফর নিয়ে বাইরে কথা না বলে সংসদে এসে কথা বলবার আহবান জানান৷

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, চালের দাম বৃদ্ধির কারন সরকার খতিয়ে দেখবে৷ সরকারের এক বছরের কার্যক্রমের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে৷ এরপরও চালের দাম বৃদ্ধির কথা নয়, হঠাৎ করে কেন তা বাড়ালো তা খতিয়ে দেখা হচেছ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ