1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

১৫ ডিসেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারালো বাংলাদেশ৷ রোববার আয়োজক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাইনাল খেলবে মাহফুজুররা৷

ব্যাট ও বলের ছবি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারালো বাংলাদেশছবি: Fotolia/S.White

টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক মাহফুজুর রহমান৷ সিদ্ধান্তটি যে ভুল ছিল না তা বুঝিয়ে দেন বোলাররা৷ প্রথম ওভারের দ্বিতীয় বলেই আদর্শ সিংকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ভারতের প্রথম উইকেট তুলে নেন মারুফ মৃধা৷ নিজের দ্বিতীয় ওভারে ভারতের ১০ রানের মাথায় দ্বিতীয় আঘাত হানেন মৃধা৷ তুলে নেন অপর ওপেনার আর্শিন কুলকার্নির উইকেটও৷ এরপর মাত্র তিন রান যোগ করতেই তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারতের যুবারা৷ ১৬ তম ওভারে ষষ্ঠ উইকেট হারিয়ে ৬১ রান তোলে তারা৷ কিন্তু এই পর্যায়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশির খান ও মুরুগান অভিষেক৷ দুইজনই অর্ধশত রান করেন৷ ইনিংসের সবচেয়ে বড় জুটিতে যোগ করেন ৮৪ রান৷ ৪২ ওভার চার বল খেলে সব উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৮৷ চার উইকেট নিয়েছেন মারুফ৷ দুইটি করে উইকেট নিয়েছেন রোহানাত ও শেখ পারভেজ৷

জবাবে বাংলাদেশও প্রথম ওভারেই দুই রানের মাথায় জিশানকে হারায়৷ ষষ্ঠ ওভারে ২১ রানে দ্বিতীয় উইকেট ও দশম ওভারে ৩৪ রানে তৃতীয় উইকেটের পতনে চাপে পড়ে বাংলাদেশ৷ কিন্তু সেই চাপ অনায়াসে সামলে নেন আরিফুল আর আহরার৷ ৯০ বলে ৯৪ রানে আউট হয়ে শতক থেকে বঞ্চিত হন আরিফুল৷ আর ১০১ বলে ৪৪ রান করে তাকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন আহরার৷ দলীয় ১৭২ রানে এই জুটি ভাঙে৷ এরপর দ্রুত দুই উইকেট পড়লেও সাত ওভার হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ৷ বোলিং নৈপুণ্যে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মারুফ মৃধা৷

এফএস/এসিবি (ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ