1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতে অভিযুক্তরা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৭ জানুয়ারি ২০১৩

দিল্লি ধর্ষণকাণ্ডের পাঁচজন আসামিকে সোমবার দিল্লির আদালতে তোলা হয়৷ আদালতে প্রচণ্ড ভিড়ের জন্য বিচারক পরবর্তি তারিখ ধার্য করেছেন ১০ই জানুয়ারি৷ আর ষষ্ঠ অভিযুক্তকে পেশ করা হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে৷

Women hold placards as they march during a rally organized by Delhi Chief Minister Sheila Dikshit (unseen) protesting for justice and security for women, in New Delhi in this January 2, 2013 file photo. It's no surprise the Indian street wants faster, harsher justice for sexual crimes after a horrific gang rape that rocked the nation, but some activists worry the government will trample fundamental rights in its rush to be in tune with popular rage. Last month's rape of a physiotherapy student on a moving bus and her death on December 28, 2012 in hospital triggered a national debate about how to better protect women in India, where official data shows one rape is reported on average every 20 minutes. REUTERS/Adnan Abidi/Files (INDIA - Tags: CRIME LAW CIVIL UNREST POLITICS)
ছবি: Reuters

সোমবার এই প্রথমবারের মতো দিল্লি ধর্ষণকাণ্ডের পাঁচ আসামিকে দিল্লির আদালতে পেশ করা হয়৷ আদালত কক্ষে তখন তিল ধারণের জায়গা নেই৷ তাই মামলার সঙ্গে যুক্ত নন, এমন আইনজীবী এবং মিডিয়ার লোকজনদের আদালত কক্ষ থেকে চলে যেতে বলেন মহিলা বিচারক নম্রতা আগরওয়াল৷ বিচার সংক্রান্ত কোনো তথ্য বা নথি আদালতের বিনা অনুমতিতে প্রকাশ না করার নির্দেশও দেন তিনি৷

আদালতে নেয়া হচ্ছে অভিযুক্তদেরছবি: Reuters

অভিযুক্তদের আদালতে আনার পরবর্তী তারিখ ধার্য করেন ১০ই জানুয়ারি৷ সেদিন থেকে শুনানি হবে গোপনে৷ আসামিদের নিরাপত্তার কারণে দিল্লি পুলিশের অনুরোধেই এই সিদ্ধান্ত৷ ষষ্ঠ আসামিকে পাঠানো হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে৷ কারণ সে প্রাপ্তবয়স্ক নয়, এমনটাই দাবি৷

অভিযুক্তদের হয়ে যে দুয়েকজন আইনজীবী দাঁড়াতে চান, আদালত চত্বরে তাঁদের সঙ্গে বাকবিতন্ডা হয় অন্যান্য আইনজীবীদের, যাঁরা তাঁদের আসামিপক্ষে দাঁড়াতে আপত্তি করেন৷ পাঁচজন আসামির মধ্যে দু'জন রাজসাক্ষী হতে চায়৷ তাই তাঁদের আইনজীবীর দরকার হবে না, উপরন্তু তাঁদের লঘু শাস্তি হতে পারে৷

অন্যদিকে, ধর্ষিতা ও মৃতা যে তরুণীকে নিয়ে দেশ তোলপাড়, যাঁকে নানা নামে ডাকা হচ্ছে – কখন দামিনী, কখন আমানত, কখন ব্রেভহার্ট৷ তাঁর আসল নাম প্রকাশে অবশেষে এগিয়ে এসেছেন তরুণীর বাবা স্বয়ং৷ বলেছেন, ‘‘বিশ্ববাসী জানুক আমার মেয়ের নাম৷ মেয়ের জন্য আমি গর্বিত৷ এতে ভবিষ্যতে মেয়েরা সাহস পাবে৷''

কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর মেয়েটির নাম প্রকাশের পক্ষে মত প্রকাশ করে বলেছিলেন ধর্ষণ-বিরোধী আইনের নামকরণ করা হোক মেয়েটির নামে৷ সরকার অবশ্য এতে আপত্তি জানিয়েছিলেন এই কারণে যে, ভারতে ধর্ষিতার নাম প্রকাশ বেআইনি৷ তবে ধর্ষিতা নিজে বা তাঁর পরিবার যদি চায়, তাহলে তাঁরা নাম জানাতে পারেন৷ কয়েকটি সংবাদ মাধ্যমে অবশ্য তাঁর নাম বলা হচ্ছে জ্যোতি সিং পান্ডে৷ তাই এনেকেই তাঁকে সম্বোধন করছে ‘ভারতজ্যোতি' বলে৷ জানা গেছে, মেয়েটির পরিবার থাকে উত্তর প্রদেশের বালিয়ায়৷ মেয়েটির লেখাপড়া এই দিল্লিতে৷

চলছে প্রতিবাদছবি: picture-alliance/dpa

মহিলাদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা দেশে প্রতিবাদ মিছিল অব্যাহত৷ এই দাবিতে দিল্লিতে কয়েকজন ১৩ দিন ধরে অনশনে রয়েছেন৷ তাঁদের একজনের অবস্থা খারাপ হওয়ায়, পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷

ধর্ষণকাণ্ড নিয়ে সারা দেশ তোলপাড় হলেও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে যথারীতি৷ ১৬ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ২৮টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ