একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী৷ ভিডিওতে এক ব্যক্তি নিজেকে ভারতীয় গোয়েন্দা হিসেবে উল্লেখ করে দাবি করেন, তিনি বালুচস্তানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় মদত দিচ্ছিলেন৷ ভারত বলছে, ওই ব্যক্তি গোয়েন্দা নয়৷
বিজ্ঞাপন
ভিডিওটি রীতিমতো সংবাদ সম্মেলন ডেকেই প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী৷ ইসলামাবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া এবং তথ্যমন্ত্রী পারভেজ রশিদ উপস্থিত ছিলেন৷ তাঁরা দু'জনই দাবি করেন, ভারতের গোয়েন্দা বিভাগ ‘র'-এর এজেন্ট কুলভূষণ যাদব পাকিস্তানের বালুচস্তানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় উসকানি দিচ্ছিলেন৷ হুসেইন মুবারক প্যাটেল নামের পাসপোর্ট নিয়ে ইরান থেকে পাকিস্তানে প্রবেশ করা কুলভূষণের স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্রও প্রচার করা হয় সংবাদসম্মেলনে৷ পাকিস্তান মিডিয়ায় ভিডিওচিত্রটি ব্যাপক প্রচার পাচ্ছে৷
তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কুলভূষণ গোয়েন্দা নন৷ কুলভূষণের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা কুলভূষণ চাকরি থেকে অবসর নেয়ার পর ব্যবসা শুরু করেছিলেন৷ ব্যবসার কাজেই তিনি আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানে যাতায়াত করতেন৷
পাকিস্তানে অনেকেই সেনাবাহিনীর হাতে ‘ভারতীয় গোয়েন্দা' ধরা পড়ায় খুশি৷ তাঁরা মনে করছেন, এই ভিডিওচিত্রের মাধ্যমে সন্ত্রাসবাদে যে ভারতের হাত আছে তা পরিষ্কার হয়ে গেল৷
অন্যদিকে ভিডিওচিত্রের যত্রতত্র কাটাছেঁড়া দেখে পাকিস্তান সেনাবাহিনীর দাবির সত্যতা নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন৷
তবে ভারতে ভিডিওচিত্রে বর্ণনা করা তথ্যের অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে৷ ছয় মিনিটের ভিডিওতে কুলভূষণ যাদব এক জায়গায় বলেছেন, তিনি অনীল কুমার গুপ্ত নামের ‘র'-এর এক জয়েন্ট সেক্রেটারির অধীনে কাজ করছিলেন৷ অথচ জয়েন্ট সেক্রেটারি পদে তো নয়ই, এমনকি ‘র'-এর কোনো উচ্চ পদেই নাকি অনীল কুমার গুপ্ত নামের কেউ নেই৷ কুলভূষণ ভিডিওতে বলেছেন, তিনি ‘র'-তে যোগ দিয়েছেন ২০১৩ সালে, অথচ তিনি নাকি ইরানের চাবাহারে ‘বেইস' খুলে কাজ শুরু করেছেন ১০ বছর আগে৷ কুলভূষণ ভারতের নৌ-বাহিনীতে যোগদান এবং সম্ভাব্য অবসরের যে সময় উল্লেখ করেছেন তাতেও হিসেবের গড়মিল ধরা পড়েছে৷ এসব অসংগতির কারণেই ভারত মনে করে ভিডিওচিত্রে কুলভূষণ যা যা বলেছেন তা তাঁকে দিয়ে জোর করে বলানো হয়েছে৷ ভারতের সংবাদমাধ্যমের বিশ্লেষণ থেকেও উঠে আসছে এমন ইঙ্গিত৷
ভারতে মৌলবাদীদের পাকিস্তান বিরোধীতা
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের৷ চারটি যুদ্ধও হয়েছে দেশ দু’টির মধ্যে৷ তবে দু’দেশের দ্বন্দ্বকে রাজনীতিতেই সীমাবদ্ধ না রেখে তা সংস্কৃতি এবং খেলাধুলার অঙ্গনেও ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দু মৌলবাদীরা৷
ছবি: Getty Images/AFP
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাধা
১৯৯৯ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান৷ সেবার দু’দেশের ক্রিকেট ম্যাচ বানচাল করতে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে রেখেছিল হিন্দু মৌলবাদী দল শিব সেনা৷ তারপরও অবশ্য ম্যাচ হয়েছে৷ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়পুর এবং মোহালির দু’টি ম্যাচেরও বিরোধীতা করেছিল শিব সেনা৷ সেবারও অবশ্য নির্বিঘ্নেই ম্যাচ হয়েছে৷
ছবি: Fotolia/S.White
বীনা মালিক আর আলী সেলিমের পারফর্ম্যান্সেও আপত্তি
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ আয়োজনে অংশ নিতে এসে পাকিস্তানের বীনা মালিক এবং আলী সেলিমও পড়েছিলেন শিব সেনার আপত্তির মুখে৷ অনুষ্ঠানের আয়োজকরা শুধু পাকিস্তানি হওয়াকে অপরাধ মেনে বীনা এবং সেলিমকে অবশ্য বাদ দেননি৷
ছবি: picture-alliance/dpa/C. Merey
কাবাডিতেও পাকিস্তানে আপত্তি
২০১৪ সালে পেশাদার কাবাডি লিগের কয়েকটি দল পাকিস্তানের খেলোয়াড় দলে রেখেছিল৷ টাকা খরচ করে তাদের খেলোয়াড় নিয়ে তাদের শেষ পর্যন্ত খেলানো যায়নি৷ সেবারও শিব সেনার আপত্তি এবং আপত্তির মুখে পাকিস্তানি খেলোয়াড়দের বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে হয় দলগুলোকে৷
ছবি: imago/Xinhua
আতিফ আসলামের কনসার্ট হলো না
২০১৫ সালের ২৫শে এপ্রিল পুনেতে আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল৷ শিব সেনার আপত্তির মুখে সেই কনসার্ট আর হয়নি৷
ছবি: Coke Studio
বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারলেন না গুলাম আলী
পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী ভারতে তুমুল জনপ্রিয়৷ এ মাসেই প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিং-এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে মু্ম্বইতে আসার কথা ছিল তাঁর৷ শুধু পাকিস্তানি হওয়ার কারণে তাঁর ভারত আগমন নিয়েও আপত্তি তোলে শিবসেনা৷ গুলাম আলী তাই এবার আর প্রয়াত বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেও মুম্বই আসতে পারেননি৷
ছবি: Getty Images/AFP
পাকিস্তানির পাশে থাকায় ভারতীয়র মুখেই কালি
নিজের লেখা বইয়ের প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই এসেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কসুরি৷ অনুষ্ঠান হয়েছে, পুস্তকও প্রকাশিত হয়েছে৷ কিন্তু তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠান বাতিল না হওয়ায় অনুষ্ঠানে এসে সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি ছিটিয়ে দিয়েছে শিবসেনা সমর্থকরা৷ ভারতের সাবেক কূটনীতিক সুধেন্দ্র কুলকার্নির একমাত্র অপরাধ তিনি এক পাকিস্তানির বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
6 ছবি1 | 6
প্রিয় পাঠক, এই ‘গোয়েন্দা আটকের’ ঘটনা কি ভারত-পাকিস্তান সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে? নীচে আপনার মতামত জানান৷