1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় টাকার পড়তি বিনিময় মূল্য

২২ মে ২০১২

আন্তর্জাতিক বাজারেও ভারতীয় টাকার বিপর্যয় অব্যাহত৷ পেট্রোপণ্যের আমদানির জন্য ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া এবং ভারতের রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ না করা এবং ইউরো সংকট এর অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷

ছবি: AP

গত দু সপ্তাহ ধরে ভারতীয় টাকার দাম ডলারের তুলনায় ক্রমশ কমে আসছে৷ বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে সাধারণত যেটা হয় যে, টাকার দাম পড়তে শুরু করলে কেন্দ্রীয় ব্যাঙ্ক মানে রিজার্ভ ব্যাঙ্ক নিজের মজুত সঞ্চয় থেকে ডলার বাজারে ছেড়ে টাকার অবমূল্যায়ন রোধ করে৷ লক্ষণীয়, এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক সেটা করেনি৷

দ্বিতীয়ত, পেট্রোপণ্য আমদানিকারী সংস্থাগুলির কাছে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার ফলে টাকার দাম পড়ে যাচ্ছে৷ বিদেশি মুদ্রা বিনিময়কারী সংস্থাগুলির কাছে ডলারের চাহিদা বেড়ে যায়৷ কারণ এরাই পেট্রোপণ্য আমদানিকারী সংস্থাগুলিকে ডলার দিয়ে থাকে৷ ডলারের বিরাট চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি বিনিময় বাজার৷ তাই এই অবমূল্যায়ন৷

অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সরকারি ব্যাখ্যা তুলে ধরেছেনছবি: AP

অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের মতে, ইউরো সংকটের পাশাপাশি ব্রাজিলের মত উন্নয়নশীল দেশের মুদ্রা ব্যবস্থার জেরেই এই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ মুদ্রার দাম বাড়তে না দিয়ে ব্রাজিল বিনিময় হার কার্যত বেঁধে রেখেছিল৷

এক্ষেত্রে ভারতের করণীয় কী? বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাশনবিশ এই প্রসঙ্গে ডয়চে ভেলেকে বললেন, রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ না করলে ফল খারাপ হবে৷ পেট্রোপণ্যের আমদানি বিল বাড়বে৷ নিশ্চিতভাবে অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷ অপর দিকে ভারতের রপ্তানি আয় বাড়বে৷ তবে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র মার খাবে৷ কারণ ম্যানুফ্যাকচারিং শিল্পের বেশিরভাগ উপকরণ আমদানি করতে হয়৷ ফলে দেশে তৈরি পণ্যের দাম বাড়বে৷

অর্থনীতিবিদ খাশনবিশ মনে করেন, ইউরো সংকট মোচনে জার্মানির নেতৃত্বে ইউরোপ যদি আর্থিক স্থিতিশীলতার জন্য ব্যবস্থা নিতে পারে, তাহলে অবস্থাটা একটু ভাল জায়গায় যাবে৷

বাংলাদেশের ওপর এর প্রভাব সম্পর্কে অধ্যাপক খাশনবিশ মনে করেন, ভারত যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করে, সেইসব পণ্যের দাম নির্ধারিত হয় ডলারে৷ কাজেই ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হলে বাংলাদেশ লাভবান হবে৷ কিন্তু লক্ষণীয় – গত কয়েকদিন ভারতের মুদ্রার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের মুদ্রারও অবমূল্যায়ন হচ্ছে৷ কারণ বাংলাদেশ ডলার আনে তৈরি পোশাক রপ্তানি করে৷ কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র আমদানি করে ভারত থেকে৷ তাই ভারতীয় টাকার সঙ্গে বাংলাদেশ টাকার বিনিময় মূল্য বাঁধা আছে৷ ভারতীয় মুদ্রার আপেক্ষিকে যদি বাংলাদেশি মুদ্রার দাম বাড়তে থাকে তাহলে বাংলাদেশ উপকৃত হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ