1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় ধ্রুপদী সংগীত জগতের উজ্জ্বল তারকা ওস্তাদ জাকির হুসেন

১০ মার্চ ২০১১

শুধু ভারতেই নয়, পশ্চিমা সংগীত জগতেও অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা পেয়েছেন এই তবলা বাদক৷ ৯ মার্চ ছিল এই খ্যাতিমান সংগীত শিল্পীর ৬০তম জন্মদিন৷

ওস্তাদ জাকির হুসেনছবি: UNI

ওস্তাদ জাকির হুসেন, একাধারে তবলা বাদক, সুরকার, সংগীত প্রযোজক, চলচ্চিত্র সংগীতকার ও অভিনেতা৷ তিনি ভারতীয় ধ্রুপদী সংগীতের শিকড়কে শক্ত হাতে ধরে রেখে পশ্চিমের পপ, জ্যাজ আর আভঁগার্দ সংগীতকে গ্রহণ করেছেন দক্ষতার সাথে৷ তবলা বাদক হিসেবে পেয়েছেন বিশ্ব খ্যাতি ও সাফল্য৷ তিনি সূচনা করেছেন বিশ্ব সংগীতে এক নতুন অধ্যায়৷

কিংবদন্তি তবলা বাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হুসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বই শহরে৷ তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তাঁর হাতেখড়ি৷ ১২ বছর বয়সে বাবার সাথে তাঁর প্রথম কনসার্ট৷ তারপর থেকেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে সারা ভারত জুড়ে৷ সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন তিনি৷ ১৯৭০ অ্যামেরিকায় পাড়ি জমান জাকির হুসেন৷ শুরু হয় আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তাঁর বিচরণ৷ ১৯৭৩ সালে জর্জ হ্যারিসনের ‘লিভিং ইন দ্যা মেটিরিয়াল ওয়ার্ল্ড' অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি৷ তারপর থেকেই বহু খ্যাতিমান সংগীত শিল্পী যেমন, জন ম্যাকলাফলিন, মিকি হার্ট, বিল ল্যাসওয়েল, ভ্যান মরিসন, জো হেন্ডারসন ও আরো অনেকের সাথে তবলা পরিবেশন করেন তিনি৷

তবলা বাদক হিসেবে পেয়েছেন বিশ্ব খ্যাতি ও সাফল্যছবি: AP

সংগীতে তাঁর কর্মজীবনের সিংহভাগ জুড়ে রয়েছে ভারতীয় ধ্রুপদী সংগীত৷ তাঁর তবলা দিয়ে সঙ্গ দিয়েছেন পণ্ডিত রবি শংকর, ওস্তাদ আলী আকবর খাঁ, শিব কুমার শর্মা বা কথক নৃত্য শিল্পী বিরজু মহারাজকে৷ ১৯৯২ তিনি প্রতিষ্ঠা করেন ‘মোমেন্ট রেকর্ড'৷ এর মাধ্যমে তিনি সংগীতানুরাগিদের উপহার দিয়েছেন ভারতের ধ্রুপদী সংগীতের খ্যাতিমান সেরা সংগীত শিল্পী সহ সমকালীন বিশ্বসংগীত৷ ২০০৬ সালে ‘মোমেন্ট রেকর্ড' এর মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অফ দ্য সরোদ' গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়৷

চলচ্চিত্রের জন্য সংগীত রচনা করেছেন তিনি৷ ছায়াছবিতে অভিনয়ও করেছেন ওস্তাদ জাকির হুসেন৷ তিনি তাঁর বাদ্যশৈলির মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সংগীত জগতকে খুব কাছাকাছি আনতে পেরেছেন৷ পদ্মশ্রী, পদ্ম ভূষণ, গ্র্যামি ছাড়াও আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারি জাকির হোসেইন৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ