1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বাংলাদেশি জঙ্গি আটক

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
৮ আগস্ট ২০১৭

সম্প্রতি উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় ধরা পড়ে আবদুল্লাহ আল-মামুন নামে এক বাংলাদেশি৷ পুলিশের সন্দেহ, সে ভারতে অন্তর্ঘাতমূলক কাজকর্ম চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত৷ সেখানে একটা সন্ত্রাসী চক্র গড়ে তুলেছে সে৷ 

Italien Anti-Terror-Einheit GIS Militärparade
ছবি: Getty Images/AFP/A. Solaro

 সন্দেহভাজন বাংলাদেশি সন্ত্রাসীরা ভারতকে কি তাদের দ্বিতীয় গোপন ডেরা বানাতে সক্রিয়? আপাতদৃষ্টিতে সেটাই মনে হওয়া স্বাভাবিক৷ ভারতে অন্তর্ঘাতমূলক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গত রবিবার উত্তর প্রদেশের অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস) গ্রেপ্তার করে আবদুল্লাহ আল-মামুন নামে এক বাংলাদেশি জঙ্গিকে৷ পুলিশের অভিযোগ, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ লেখক, মুক্তমনা বুদ্ধিজীবী এবং উদারমনস্ক আন্তর্জাতিক ব্লগারদের হত্যার জন্য আনসারুল্লা বাংলা টিম নামে যে সন্ত্রাসী গোষ্ঠী পুলিশের নজরদারির মধ্যে আছে, আবদুল্লাহ'র সঙ্গে তাদের যোগাযোগ ঘনিষ্ট৷ তদন্তকারীদের হাতে নাকি এমনই তথ্য আছে৷ শুধু তাই নয়, জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গেও নাকি তার যোগ ছিল৷ ভারতে মুসলিম তরুণদের সন্ত্রাসী কাজের জন্য নিয়োগ করতো আবদুল্লাহ৷ আর তারপর, আল-কায়েদার প্রভাব ও প্রক্রিয়ায় চলতো তাদের মগজ ধোলাই৷

আনন্দ কুমার

This browser does not support the audio element.

উত্তর প্রদেশ পুলিশের বড়কর্তা আনন্দ কুমার সাংবাদিকদের বলেন, আবদুল্লাহ সন্ত্রাসীদের, বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের আশ্রয় দিত৷ তাদের জন্য ভুয়ো পরিচয়-পত্র এবং জাল কাগজ-পত্র তৈরি করে দিত৷ নিজের পরিচয়-পত্রও তৈরি করেছিল সে জাল আধারকার্ডের ভিত্তিতে৷ এই কাজে তাকে সাহায্য করতো ফয়জান নামে আরেক বাংলাদেশি৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানায়, উত্তর প্রদেশের দেওবাঁধে থাকাকালীন সে সন্ত্রাসীদের সাহায্য করতো নানাভাবে, যাতে মূলত বাংলাদেশি সন্ত্রাসীদের নিরাপদে ভারতে ঘাঁটি গেড়ে থাকতে পারে৷ ভুয়ো পরিচয়-পত্র এবং অন্যান্য নথিপত্র তৈরি করতে তাকে সাহায্য করতো ফয়জান৷ সে-ও থাকতো দেওবন্দে৷ উল্লেখ্য, ভারতে ইসলামিক শিক্ষাদীক্ষা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের বড় কেন্দ্র দারুল উলুম দেওবন্দ৷ এই ইসলামিক স্কুলের প্রতিষ্ঠা হয় ১৮৬৬ সালে শাহারানপুরে৷ মৌলবাদী উলেমারা বিভিন্ন বিষয়ে ফতোয়া জারি করে থাকেন সেখানে৷ যেমন পুরুষ ও মহিলা একসঙ্গে বাইরে গেলে মহিলাদের আপাদমস্তক ঢাকা থাকতে হবে, মানে বোরকা না পরলে বাইরে বের হওয়া নিষেধ৷ লেখক সলমান রুশদির বিরুদ্ধে ফতোয়াও জারি করে এই দেওবন্দ উলেমারাই৷ তাঁদের দাবি ছিল, রুশদি মুসলমানদের ধর্মীয় আবেগে আঘাত করেছেন৷

সোমবার মুজফ্ফরনগর আদালত সন্ত্রাস দমন স্কোয়াড বা এটিএসকে আবদুল্লার ট্রানজিট জামিন মঞ্জুর করেন৷ নিজেদের হেফাজতে নেবার জন্য আজ তাঁকে লক্ষৌ আদালত পেশ করার কথা৷ আবদুল্লাহ'র আসল বাড়ি বাংলাদেশের ময়মনসিং জেলায়৷ গত ছ'বছর দেওবন্দে থাকার পর মাসখানেক আগে আবদুল্লাহ মুজফ্ফরনগরে ডেরা বাঁধে৷ পুলিশ তাঁর ডেরা থেকে উদ্ধার করে একটি পাসপোর্ট, আধারকার্ড, ১৩টি পরিচয়পত্র, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহশিলদার এবং নির্বাচন অফিসারের নামাঙ্কিত স্ট্যাম্প বা শিলমোহর৷ এছাড়া তল্লাসিতে পাওয়া যায় একটি কালার প্রিন্টার, বোমা বানাবার পদ্ধতি সংক্রান্ত কাগজপত্র, জেহাদি বইপত্র ইত্যাদি৷ সন্ত্রাস বিরোধী স্কোয়াড ফয়জানকে অবশ্য এখনও ধরতে পারেনি৷ গতিক বুঝে সে অজ্ঞাতস্থানে গা ঢাকা দিয়েছে৷ তাকে খুঁজতে জঙ্গি দমন শাখা হানা দেয় পশ্চিম উত্তর প্রদেশের সামলি, শাহারানপুর এলাকায়৷ পুলিশ আরও কয়েকজনকে এই সংক্রান্ত বিষয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করছে৷

সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে লড়াই করতে দিল্লি ও ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ৷ শেখ হাসিনা সরকার এবং মোদী সরকারের মধ্যে মন্ত্রী, আমলা ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর স্তরে আলোচনার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমঝোতা হয়৷ সীমান্তে সন্ত্রাসীদের গতিবিধি, চোরা চালান, অপরাধীদের প্রত্যর্পণ, মাদক ও নারী পাচার সংক্রান্ত তথ্য বিনিময় করার কথা বলা হয়৷ ঢাকার গুলশন কাফেতে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের বড় রকমের জঙ্গি হামলার অন্যতম চাঁই ইদ্রিশ আলিকে কলকাতার বড়বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ বিশেষ পুলিশ বাহিনী গত বছর৷ চোরাপথে ঢুকে ভাষাগত সুবিধার দরুণ ঐ সন্ত্রাসী জাল পরিচয়-পত্র নিয়ে লুকিয়েছিল কলকাতায়৷ গুলশন কাফের জঙ্গি হামলায় প্রাণ হারান ২৯ জন৷ তার মধ্যে ১৭ জন বিদেশি৷ গুলশন কাণ্ডে মুম্বইয়ে অবস্থিত ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েকের টেলিভিসন থেকে মৌলবাদী ধর্মপ্রচারের প্রভাব আছে বলে মনে করে ঢাকা৷ বাংলাদেশের অনুরোধে দিল্লি তাঁকে ধরার জন্য উঠেপড়ে লাগে৷ কিন্তু ধরার আগেই জাকির ভারতের বাইরে চলে যায় আর ফিরে আসেনি গ্রেপ্তারের ভয়ে৷ তার মুম্বইয়ের বিষয় সম্পত্তি পুলিশ আটক করে৷ বাতিল করে পাসপোর্ট৷ রেড কর্নার নোটিসও জারি করে৷ কিন্তু এখনও পর্যন্ত তাকে ফেরত আনা সম্ভব হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ