1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় ফর্মুলা ওয়ানের ট্র্যাকে দ্রুততম মাসা, হ্যামিল্টনের শাস্তি

২৮ অক্টোবর ২০১১

ফর্মুলা ওয়ানের ভারতীয় আসরের শুক্রবারের অনুশীলন পর্বে সময়ের পাল্লায় সবাইকে ছাড়িয়ে গেলেন ফেরারি চালক ফেলিপে মাসা৷ এদিকে, ম্যাকলারেন চালক হ্যামিল্টনের ভাগ্যে জুটল আরেক বিড়ম্বনা৷ সবার দৃষ্টি এখন রবিবারের চূড়ান্ত রেসের দিকেই৷

McLaren Formula One driver Lewis Hamilton of Britain, center, celebrates with second placed Red Bull driver Sebastian Vettel of Germany and third placed Red Bull driver Mark Webber of Australia on the podium after Hamilton won the Chinese Formula One Grand Prix at the Shanghai International Circuit in Shanghai, China, Sunday, April 17, 2011. (Foto:Greg Baker/AP/dapd)
২০১১ সালে চীনে জিতেছিলেন হ্যামিল্টনছবি: dapd

ভারতের বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুক্রবার ভারতীয় গ্রঁ প্রি'র প্র্যাকটিস সেশনে সেরা হলেন ফেরারি চালক ফেলিপে মাসা৷ তিনি সময় নিয়েছেন মাত্র এক মিনিট ২৫.৭০৬ সেকেন্ড৷ এর আগে প্রথম সেশনের সর্বশেষ পাকে হ্যামিলটন সময় নিয়েছেন এক মিনিট ২৬.৮৩৬ সেকেন্ড৷ কিন্তু নিরাপত্তা সংকেত হলুদ পতাকার প্রতি ভ্রূক্ষেপ না করে এগিয়ে যাওয়ায় তিন মাত্রার শাস্তি পেতে হয়েছে হ্যামিল্টনকে৷ একই পাকে একই অপরাধের কারণে জাওবারের মেক্সিক্যান চালক সের্গিয় পেরেজকেও দেওয়া হয়েছে একই শাস্তি৷ আর দ্বিতীয় সেশনে হ্যামিল্টনের স্থান চতুর্থ৷

বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটছবি: picture alliance/dpa

ফলে মাসার পরেই রয়েছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন রেড বুলের জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল৷ তৃতীয় স্থানে রেড বুলেরই অপর চালক অস্ট্রেলিয়ার মার্ক ওয়েবার৷ আর বাটনের পেছনেই পঞ্চম স্থানে থেকে গাড়ি দৌড় শেষ করেছেন সাত বারের চ্যাম্পিয়ন মার্সেডেজের চালক মিশায়েল শুমাখার৷

তবে শুক্রবারের ট্র্যাকে বড্ড ঝামেলা পাকায় এক দুরন্ত কালো কুকুর৷ হঠাৎ এই ইন্টারন্যাশনাল আসরের সার্কিটে ঢুকে পড়ে কুকুরটি৷ দ্রুত লাল পতাকা উঠিয়ে দেওয়া হয়৷ তাড়াহুড়ো করে এই অবুঝ প্রাণীটিকে ট্র্যাক থেকে সরানোর ব্যবস্থা করা হয়৷ দ্রুত কুকুরটিকে ট্র্যাক থেকে তাড়ানো সম্ভব হয়৷ কিন্তু এই বিব্রতকর পরিস্থিতি সামাল দিয়ে দৌড় শুরু করতে পাঁচ মিনিট বিলম্ব হয়েছে৷ ফলে অল্প সময়ের জন্য হলেও বেচারা কুকুর সার্কিটে প্রবেশ করে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে ফর্মুলা ওয়ানের ভারতীয় আসরের আয়োজকদের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ