1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজিবিকে প্রশিক্ষণ দেবে বিএসএফ

সমীর কুমার দে, ঢাকা২৬ আগস্ট ২০১৪

সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷

বিজিবিকে প্রশিক্ষণ দেবে বিএসএফছবি: Reuters/Andrew Biraj

সম্প্রতি ভারতে সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়৷

সম্মেলনে বিএসএফ-এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ৭১টি ঘাঁটির একটি তালিকা বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে৷ গত ২০ থেকে ২৫শে আগস্ট ভারতের রাজধানী নতুন দিল্লিতে ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলন শেষে দেশে ফিরে এক সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানান বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ৷

ছবি: Reuters/Andrew Biraj

রাজধানীর পিলখানায় নিজের দপ্তরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবিকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব করেছিল বিএসএফ৷ বিজিবি সেটিতে সম্মত হয়েছে৷

তিনি জানান, বিএসএফ চার ধরনের বিষয়ে প্রশিক্ষণ দেবে৷ এগুলোর মধ্যে রয়েছে – জুনিয়র কর্মকর্তাদের প্রশিক্ষণ, সিনিয়র কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনায় প্রশিক্ষণ, বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ এবং শিকারি কুকুরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ৷

কবে নাগাদ এই প্রশিক্ষণ শুরু হবে? – এমন প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, আগামী নভেম্বর নাগাদ প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে৷ কারণ আগামী ডিসেম্বরে যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, তার আগেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে৷

বাংলাদেশে অবস্থিত ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ৭১টি ঘাঁটির একটি তালিকা বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফছবি: DIPTENDU DUTTA/AFP/Getty Images

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিএসএফ ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির একটি তালিকা বিজিবির কাছে দিয়েছে৷ এর আগেও তারা বিভিন্ন তালিকা দিয়েছিল৷ কিন্তু অনুসন্ধান করে ওই সব ঘাঁটির অস্তিত্ব পাওয়া যায়নি৷ তবে এবার দুই পক্ষ সম্মত হয়েছে, যেসব স্থান দিয়ে চোরাচালান হয়, দুই পক্ষই সেগুলো শনাক্ত করবে৷ একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদও করা হবে৷ এছাড়া সীমান্তে বাংলাদেশের ফেলানী হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএসএফ বিষয়টি পুনঃতদন্ত করার কথা বিজিবিকে জানিয়েছে৷ ফেলানীর বাবা ও মামাকে তখন আবার আদালতের যেতে হবে৷

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে যতগুলো অঘটন ঘটে, তার সব পশু চোরাচালানকে কেন্দ্র করে ঘটে৷ বিএসএফ দ্বিপাক্ষিক এই সম্মেলনে বিজিবিকে জানিয়েছে যে, ভারত এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না৷ প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে৷ এই অস্ত্র ব্যবহার করতে গিয়ে বিএসএফ-এর সদস্যরা চোরাচালানকারীদের হাতে আহত হচ্ছেন৷ তাঁদের একটি তালিকাও বিজিবিকে দেয়া হয়েছে বলে জানান আজিজ আহমেদ৷

‘সীমান্তে যতগুলো অঘটন ঘটে তার সব পশু চোরাচালানকে কেন্দ্র করে ঘটে’ছবি: Shaikh Azizur Rahman.

বিজিবির মহাপরিচালক বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফেনসিডিল তৈরির কারখানার তালিকা বিএসএফকে দেয়া হয়েছে৷ জবাবে বিএসএফ বলেছে, ভারতে ফেনসিডিল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়৷ তাই এটি চোরাচালান বন্ধে বিএসএফ পদক্ষেপ নেবে৷

বিজিবি প্রধান বলেন, সীমান্তে বেশির ভাগ হত্যাকাণ্ড হয় রাতের বেলা৷ তাই রাতের বেলায় সীমান্তে না যেতে সীমান্ত এলাকার মানুষের প্রতি অনুরোধ জানান আজিজ আহমেদ৷ তিনি বলেন, ‘‘ভারতে সন্ধ্যার পর সীমান্ত এলাকায় কারফিউ থাকে৷ আমাদের কারফিউ না থাকলেও রাতে সীমান্ত এলাকায় না যাওয়াই ভালো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ