ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের এক মন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ধর্ষণ ‘কখনো ঠিক, কখনো ভুল'৷ নারীর উপর যৌন আক্রমণ নিয়ে তাঁর এই মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷
বিজ্ঞাপন
মধ্য প্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড় মনে করেন, শুধুমাত্র পুলিশের কাছে রিপোর্ট করার পর অপরাধ হিসেবে ধর্ষণের তদন্ত করা যেতে পারে৷
বলাবাহুল্য উত্তর প্রদেশে গত সপ্তাহে দুই তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয়৷ ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার ঝড় ওঠে৷ তা সত্ত্বেও উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষে সাফাই গেয়েছেন বাবুলাল গৌড়৷
ক্ষমতাসীন বিজেপির এই রাজনীতিবিদ সাংবাদিকদের বলেন, ‘‘এটা একটা সামাজিক অপরাধ যা নারী এবং পুরুষের উপর নির্ভর করে৷ কখনো এটা ঠিক, কখনো ভুল৷''
উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও সমালোচনা করছেন অনেকে৷ নিম্নবর্ণের দুই তরুণীকে ধর্ষণের পর আম গাছে ঝুলিয়ে খুন করা হলেও এই বিষয়টি গুরুত্বসহকারে নেননি তিনি৷ এমনকি তাঁর বাবা সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং গত এপ্রিলে এক নির্বাচনি প্রচারণায় ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের সমালোচনা করেছিলেন৷ সেসময় তিনি বলেন, ‘‘ছেলেরা ভুল করে৷''
২০১৩ সালে বাংলাদেশের আলোচিত নারী
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তো আলোচনায় ছিলেনই, ছিলেন আরো কয়েকজন৷ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দুই নারী৷
ছবি: DW/M. Magunia
শেখ হাসিনা
রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী বরাবরই আলোচনায় ছিলেন৷ সেইসাথে পেয়েছেন জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার৷ সর্বদলীয় সরকার গঠনসহ নানা কারণে এখনও আলোচনায় তিনি৷
ছবি: picture-alliance/dpa
খালেদা জিয়া
সরকার পতনের আন্দোলন, জামায়াত নেতাদের মুক্তি দাবি, হেফাজতকে সমর্থন – এসব কারণে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও ছিলেন আলোচনার তুঙ্গে৷
ছবি: DW
শিরীন শারমিন চৌধুরী
এ বছরের এপ্রিলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী৷ তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার৷ এছাড়া প্রথমবার এবং সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়ে স্পিকার নির্বাচিত হওয়ার ঘটনাও তারই ক্ষেত্রে প্রথম৷
ছবি: DW/M. Mamun
নাজমুন আরা সুলতানা
ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন নাজমুন আরা সুলতানা৷ তিনি ইতিহাসে দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া প্রথম নারী বিচারপতি৷ ২০০০ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় তিনিই ছিলেন দেশের উচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি৷
ছবি: DW/Harun Ur Rashid Swapan
ওয়াসফিয়া নাজরীন
এভারেস্ট জয়ী দ্বিতীয় বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন এ বছর মার্চে ইউরোপের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস জয় করেন৷ সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তিনি৷ ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে পৃথিবীর সাতটি মহাদেশের সর্বোচ্চ ৭টি শৃঙ্গ জয় করার ঘোষণা দেন ওয়াসফিয়া৷ এরই মধ্যে পাঁচটি শৃঙ্গ জয় করেছেন তিনি৷
ছবি: DW/M. Mamun
রেশমা
বাংলাদেশে এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রানা প্লাজার ভবন ধস৷ এ ঘটনায় আলোচিত নারী রেশমা৷ রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে যাকে ১৭ দিনের মাথায় জীবিত উদ্ধার করা হয়৷ বিশ্ব গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোড়ন তুলে৷ তবে তাকে উদ্ধারের ঘটনা ‘নাটক’ বলেও উল্লেখ করেছিল অনেক দেশি-বিদেশি গণমাধ্যম৷
ছবি: Getty Images/AFP/STRDEL
নাদিয়া শারমিন
এ বছরের এপ্রিলে হেফাজত ইসলামের একটি সমাবেশে দলটির কর্মীদের হাতে নাজেহাল হন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন৷ এ হামলার প্রতিবাদে কেবল সাংবাদিকরাই নন, পুরো দেশের নারী অধিকার কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেন৷
ছবি: picture-alliance/dpa
লাকি আক্তার
গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যা লাকি আক্তার শাহবাগ আন্দোলনের সময় ব্যাপক পরিচিত পান৷ তার স্লোগান ব্যাপক জনপ্রিয়তা পায় এবং গণজাগরণের কর্মীদের উদ্দীপিত করেছিল সব সময়৷ তার স্লোগানে গর্জে উঠেছিল শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ-বণিতা৷
ছবি: REUTERS
নাজমা আক্তার
বার্লিনে এ বছরের বর্ষসেরা নারী নেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নাজমা আক্তার৷ তৈরি পোশাক শিল্পের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করা এই নারী এ বছরের অক্টোবরে ‘আস্ত্রাইয়া ফিমেল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৩’ ট্রফি গ্রহণ করেন৷
ছবি: DW/Ashish Chakraborty
মাহফুজা আক্তার
বাংলাদেশের তথ্যকল্যাণী মাহফুজা আক্তার এ বছর ডয়চে ভেলে আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড' পান৷ উচ্চমাধ্যমিক পাস করা মাহফুজা তথ্যকল্যাণী হিসেবে কাজ করছেন ২০১০ সাল থেকে৷ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে অবস্থিত তাঁর নিজের গ্রামসহ আশেপাশের মোট পাঁচটি গ্রামে কাজ করেন তিনি৷
ছবি: DW/M. Magunia
10 ছবি1 | 10
বাবুলাল গৌড় এই দু'জনের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘‘কে কাকে কখন ধর্ষণ করবে তা আগে থেকে জানা সম্ভব নয়৷ এটা কোনো রকম পূর্বাভাষ ছাড়াই ঘটে৷ ফলে অসহায় মুলায়েম কিংবা অখিলেশ এ ব্যাপারে (ধর্ষণ) কী করতে পারে?''
গতমাসের নির্বাচনে বিপুল জয় পেয়ে নির্বাচিত মোদী অবশ্যই তাঁর সহকর্মীর এমন মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া এখনো জানাননি৷ তবে বিজেপি বলেছে, এটা গৌড়ের নিজস্ব মন্তব্য, পার্টির অবস্থান নয়৷
ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেদেশে প্রতি ২২ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে৷ তবে আন্দোলনকারীরা বলছেন এই সংখ্যা সঠিক নয়৷ কেননা ১ দশমিক ২ বিলিয়ন মানুষের এই দেশে অনেক ধর্ষণের ঘটনাই পুলিশের কাছে রিপোর্ট করা হয় না৷ জানাজানি হলে ধর্ষিতা সামাজিকভাবে হেয় হবেন, এই শঙ্কায় অনেকে বিষয়টি চেপে যায়৷