সম্প্রতি ভারত সফরে এসে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলেছেন জার্মান চ্যান্সেলর।
বিজ্ঞাপন
জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস ভারত সফরে আসার মাসখানেক আগেই ভারতীয় রেলের সঙ্গে জার্মান সংস্থা সিমেন্সের একটি চুক্তি সই হয়েছিল। সিদ্ধান্ত হয়েছে, ভারত তিন বিলিয়ন ইউরো খরচ করে দেশের রেলের আধুনিকীকরণ করবে। আর সেই পুরো কাজটাই করবে সিমেন্স। ১১ বছরের সময়পর্বে ভারত সিমেন্সের কাছ থেকে সব মিলিয়ে এক হাজার ২০০টি অত্যাধুনিক ইলেকট্রিক লোকোমেটিভ বা ইঞ্জিন নেবে। ৩৫ বছর ধরে সিমেন্স সেই লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ করবে। বস্তুত, এর জন্য ভারতের গুজরাটে সিমেন্স একটি কারখানা তৈরি করবে। যেখানে রেল এবং সিমেন্স একসঙ্গে কাজ করবে।
প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মাক্রোঁর বৈঠক
প্রধানমন্ত্রী মোদীর তিনদিনের ইউরোপ সফরের প্রথম গন্তব্য ছিল জার্মানি এবং শেষ গন্তব্য ফ্রান্স। প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে বৈঠক করলেন মোদী।
ছবি: Mustafa Yalcin/AA/picture alliance
'দুই বন্ধুর বৈঠক'
জার্মানি থেকে ডেনমার্ক হয়ে প্যারিস পৌঁছান মোদী। মাক্রোঁর সঙ্গে বৈঠক হয়। দেখা হতেই মাক্রোঁ ও মোদী পরস্পরকে জড়িয়ে ধরেন। বৈঠকের পর মোদী জানান, 'দুই বন্ধুর সাক্ষাৎ হলো'। মাক্রোঁকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন মোদী।
ছবি: Gonzalo Fuentes/REUTERS
রাশিয়ার সমালোচনা করলেন না মোদী
মোদী-মাক্রোঁ বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কথা হয়েছে। বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত। দুই দেশই মানবিক সংকট নিয়ে চিন্তিত। রাশিয়া ও ইউক্রেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা মেটাক। মানুষের কষ্ট দূর হোক। কিন্তু ভারত তার আগের অবস্থান বজায় রেখেছে। মোদাীও রাশিয়ার নিন্দা বা সমালোচনা করেননি।
ছবি: Francois Mori/Pool/AP/picture alliance
ফ্রান্সের নিন্দা
ফ্রান্স অবশ্য ইউক্রেনে রাশিয়ার বাহিনীর বেআইনি ও অন্যায্য আগ্রাসনের নিন্দা করেছে। তবে ভারত ও ফ্রান্স দুই দেশই ইউক্রেনে আগ্রাসনের ফলে খাদ্যসংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। কারণ, ইউক্রেনই বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদক দেশ। এই সংঘাতের ফলে তাদের গম উৎপাদনে বিপুল প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবি: Raphael Lafargue/abaca/picture alliance
ফ্রান্সের বক্তব্য
দুই নেতার বৈঠক শুরুর আগেই মাক্রোঁর অফিসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট মাক্রোঁ প্রধানমন্ত্রী মোদীকে বলবেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রতিক্রিয়া ইউরোপ ছাড়িয়ে এশিয়াতেও পড়বে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল ও অস্ত্র কেনে। ভারতকে রাশিয়ার কাছ থেকে সরিয়ে আনার জন্য ফ্রান্স চেষ্টা করবে। তারা যাতে অন্য জায়গা থেকে তেল ও অস্ত্র পায়, তার ব্যবস্থা করা হবে।
ছবি: Mustafa Yalcin/AA/picture alliance
মোদী-শলৎস বৈঠক
মোদীর ইউরোপ সফর শুরু হয়েছিল জার্মানি থেকে। তিনি জার্মানির চ্যান্সেলর শলৎসের সঙ্গে বৈঠক করেন। বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। শলৎসের সঙ্গে বৈঠকের পর মোদী বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে কেউ জিতবে না, সকলেই হারবে। কিন্তু জার্মানিতেও মোদী রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেননি।
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
সহযোগিতা বাড়ানো হবে
মোদী ও শলৎস দুজনেই বলেছেন, ভারত ও জার্মানির মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়ানো হবে। দুই দেশের মধ্যে যে চুক্তি সই হয়েছে, তাতে বলা হয়েছে, গ্রিন এনার্জির ক্ষেত্রে জার্মানি ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে। তারা প্রযুক্তি দেবে।
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
ডেনমার্কে মোদী
জার্মানি থেকে মোদী যান ডেনমার্ক। সেখানে নর্ডিক দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠক হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, তার আশা, যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে প্রভাবিত করবেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী সেখানেও বলেন, আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক প্রয়াসের ফলে যুদ্ধ বন্ধ হতে পারে। তবে ডেনমার্কে মোদীর লক্ষ্য ছিল, ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ বাড়ানো।
ছবি: Johan Nilsson/TT/picture alliance
7 ছবি1 | 7
সিমেন্সের সিইও রোল্যান্ড বুশ সম্প্রতি শলৎসের সঙ্গে ভারত সফরে এসেছিলেন। দুই দিনের সফরে তারা একদিন দিল্লি এবং একদিন ভারতের আইটি হাব বেঙ্গালুরুতে গেছিলেন। এবারের সফরে এসে বুশ জানিয়েছেন, ভারতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ সহায়ক আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। সেসব নিয়ে এবার তাদের আলোচনাও হয়েছে।
বস্তুত, শলৎস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনেই জানিয়েছেন, তাদের আলোচনা সদর্থক হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো বেশি মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। শলৎস ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি বাণি্জ্য চুক্তি নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছেন। সেই আলোচনাও সদর্থক হয়েছে বলে তারা জানিয়েছেন।
তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, জার্মানি মনে করেছিল, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের চুক্তিটি এবারেই চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
যেভাবে জার্মানি জয় করছেন শাহরুখ খান
জার্মানদের বসার ঘরে পৌঁছে গেছে বলিউড সিনেমা৷ আর তা ঘটছে শাহরুখ খানের হাত ধরেই৷ জনপ্রিয় এই তারকার অতীতের গল্পটা অনেকটা বলিউডের মতোই৷
ছবি: picture-alliance/dpa/Rapid Eye Movies
বলিউডের রাজা
তাঁর ক্যারিয়ারের গল্পটা বলিউডের অনেক সিনেমার গল্পের মতো৷ নতুন দিল্লিতে জন্ম নেয়া শাহরুখকে ক্যারিয়ারের শুরুতে অনেক পরিশ্রম করে সামনে এগোতে হয়েছে৷ পঞ্চাশ বছর বয়সি এই অভিনেতা ভারতের অন্যতম সফল অভিনেতাদের একজন৷ অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি৷
ছবি: Rapid Eye Movies
খলনায়ক থেকে নায়ক
ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খানকে দেখা যেত খলনায়কের চরিত্রে৷ তবে নব্বইয়ের দশকে বিভিন্ন রোমান্টিক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত খ্যাতি অর্জন করেন৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ‘‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’’ ছবিটি একটি সিনেমা হলে সবচেয়ে বেশিদিন ধরে চলার বিশ্বরেকর্ড গড়ে৷
ছবি: picture alliance/Dinodia Photo
বলিউডের জনপ্রিয় জুটি
গত ২২ বছর ধরে শাহরুখের পাশে আছেন কাজল৷ রূপালি পর্দায় সবচেয়ে সফল জুটি তাঁরা৷ তবে বাস্তবে তাঁরা অন্য সঙ্গীর সঙ্গে বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
ছবি: picture-alliance/AP Photo/R. Maqbool
একজন আদর্শ স্বামী
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান৷ পঁচিশ বছর ধরে সংসার করছেন তাঁরা৷ শাহরুখের ক্যারিয়ারে স্ক্যান্ডালের ঘটনা তেমন একটা নেই৷ পারিবারিক জীবনে তিন সন্তানের জনক তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
‘বলিউড মিটস হলিউড’
২০১০ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবিটি বিদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি হিসেবে স্বীকৃতি পায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে নির্মিত ছবিটিতে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়ার বিষয়টি তুলে ধরা হয়৷ ছবিটিতে তাঁর সংলাপ ‘মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেরোরিস্ট’ ব্যাপক সাড়া জাগায়৷
ছবি: Twentieth Century Fox
বলিউড রপ্তানি
২০১৪ সালে মিউজিক্যাল কমেডি ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর একদিনে সর্বোচ্চ অর্থ আয় করা বলিউড ছবির রেকর্ড গড়ে৷ সেবছর ছবিটি জার্মানিতেও প্রদর্শিত হয়৷ এখন অবস্থা এমন যে, জার্মানিতে বলিউডের নাচ এবং রান্না শেখার পাশাপাশি বলিউডের পোশাকও বিক্রি হচ্ছে৷
ছবি: Rapid Eye Movies
একজন বিত্তবান
শাহরুখ খান এবং তাঁর সহঅভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় স্থান করে নিয়েছেন৷ বলিউডের রাজার বাৎসরিক আয় তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Getty Images/AFP
কোটি কোটি অনুসারী
বলিউডের রাজার ফেসবুক এবং টুইটারে ৪ কোটি ২০ লাখ jvc অনুসারী রয়েছেন৷ ব্যক্তিগত বিভিন্ন বিষয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখান থেকে জানা গেছে তার ‘পোকিমন গো’ প্রেমের কথা৷
ছবি: Twitter/Shah Rukh Khan/iamsrk
8 ছবি1 | 8
অন্যদিকে শলৎস জানিয়েছেন, ভারতে প্রায় এক ৮০০ জার্মান সংস্থা কাজ করে। প্রচুর ভারতীয় সেই সংস্থাগুলির সঙ্গে যুক্ত। জার্মানিতেও আইটি পেশাদারদের নিয়ে যেতে চায় সংস্থাগুলি। কিন্তু ভিসা পেতে অনেক সময় দেরি হয়। ভিসার ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, তা নিয়ে চ্যান্সেলর আলোচনা করবেন। বস্তুত, এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক যখন ভারত সফরে এসেছিলেন, তখন তিনিও এবিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এবং সমাধানসূত্র দ্রুত তৈরি হবে বলে আশ্বাস দিয়েছিলেন। শলৎস ফের সেই আশ্বাসবাণী দিয়েছেন।
তবে জার্মান সংস্থা সিমেন্সের সঙ্গে ভারতীয় রেলের যে চুক্তি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিমেন্স জানিয়েছে, নতুন যে লোকোমোটিভগুলি তারা দেবে তা সাড়ে চার হাজার মেট্রিক টন মালবাহী রেল ঘণ্টায় ১২০ কিলোমিটার গতি টানতে পারবে। এর ফলে ২০৩০ সালের মধ্যে ভারতে পণ্য সরবরাহের গতি ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
শুধু তা-ই নয়, নতুন এই লোকোমোটিভ পরিবেশবান্ধব। এর ফলে ৮০০ মিলিয়ন টন কার্বন দূষণ কমবে বলে তাদের দাবি।
ভারতীয় রেল সরকারি সংস্থা। গোটা দেশে প্রতিদিন ট্রেন ব্যবহার করেন ২৩ মিলিয়ন মানুষ। প্রতি বছর আট দশমিক চার বিলিয়ন মানুষ ট্রেন ব্যবহার করেন। রেলের সঙ্গে যুক্ত এক দশমিক দুই মিলিয়ন কর্মী। এই বিশাল কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জার্মান সংস্থা সিমেন্স।