1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় সেনাবাহিনীর কাছে জমি হারাচ্ছেন কৃষকেরা

৩ নভেম্বর ২০১৯

পাকিস্তান সীমান্তে অবস্থিত ভারতের একটি গ্রাম ববিয়া৷ এই গ্রামের বাসিন্দাদের মোট জমির অর্ধেকেরও বেশি অংশ সামরিক বাহিনী বেড়া দিয়ে ঘিরে রেখেছে বলে জানিয়েছেন বরিয়াম সিং৷

Indien | Zunehmende Abwehrkräfte begrenzen das Ackerland an der Grenze zu Pakistan
ছবি: Reuters/A. Sharma

তিনি ববিয়া গ্রামের একজন কৃষক৷ সিং যখন থমসন রয়টার্স ফাউন্ডেশনকে এই তথ্য দিচ্ছিলেন তখন তাঁর সঙ্গে থাকা অন্য কৃষকরাও মাথা ঝুঁকিয়ে এই বক্তব্যের প্রতি সমর্থন জানান৷

তাঁরা বলছেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও ল্যান্ডমাইন বসানো হয়েছে৷ ফলে শত শত কৃষক তাঁদের কৃষিজমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ অনেক সময় কোনোরকম সতর্ক সংকেত কিংবা ক্ষতিপূরণ ছাড়াই এমন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের৷ ‘‘ফলে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাঁদের আয়ের অন্য কোনো বিকল্প নেই,'' বলেন বরিয়াম সিং৷

এই অবস্থায় সম্প্রতি নির্মাণ সামগ্রী ভর্তি ১০টি ট্রাক তাঁদের এলাকায় গেলে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন৷ কারণ তাঁদের মনে সামরিক বাহিনীর কাছে আরও জমি হারানোর শঙ্কা জেগে উঠেছিল৷

সীমান্তের বাসিন্দাদের কল্যাণে কাজ করা সংগঠন ‘বর্ডার ওয়েলফেয়ার কমিটি' বলছে, ১৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষা বাহিনী জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জমি অধিগ্রহণ করছে৷

কমিটির প্রেসিডেন্ট নানক চাঁদ জানান ২০০৪ সালে যখন প্রথম কাঁটাতারের বেড়া দেয়া হয় তখন তাঁর আট হেক্টর জমি নিয়ে নেয়া হয়৷ আর তিন মাসে আগে অবশিষ্ট দুই হেক্টর জমিও অধিগ্রহণ করে সামরিক বাহিনী৷ তাই ‘‘আমি এখন জমিহীন,'' বলেন তিনি৷

চাঁদ জানান, ক্ষতিপূরণ হিসেবে তাঁকে ৩০ লাখ রুপি দেয়া হয়েছে৷ তবে তা কোনো নিরাপদ জায়গায় একই পরিমাণ জমি কেনার জন্য যথেষ্ট নয় বলে জানান তিনি৷

সম্প্রতি ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় সীমান্ত এলাকার কৃষকেরা আরও বেশি জমি হারানোর আশঙ্কায় আছেন বলে জানিয়েছেন ‘জম্মু অ্যান্ড কাশ্মীর ফোরাম ফর পিস অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি'র প্রধান আইডি খাজুরিয়া৷ কারণ ‘‘স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা এখন জম্মু-কাশ্মীর সরকার পরিচালনায় বেশি কিছু বলতে পারবেন না,'' বলে মনে করছেন তিনি৷

জম্মুর বিভাগীয় কমিশনার সঞ্জীব ভার্মা জানিয়েছেন, ক্রমান্বয়ে জম্মুর সব কৃষকদের জমির মূল্য দেয়া হবে৷ ইতিমধ্যে কয়েকজনকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলেও জানান তিনি৷ তবে কতজন ক্ষতিপূরণ পেয়েছেন তা জানাতে অস্বীকার করেন ভার্মা৷

জেডএইচ/কেএম (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

গত বছরের মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ