1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতেও সোলোগামি, নিজেকে বিয়ে করছেন বিন্দু

৩ জুন ২০২২

নিজেকেই বিয়ে করতে চলেছেন গুজরাটের ভদোদরার মেয়ে ক্ষমা বিন্দু। তার দাবি, ভারতে এটাই হবে প্রথম সোলোগামি।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।ছবি: Realityimages/Zoonar/picture alliance

হইচই ফেলে দিয়েছেন ক্ষমা বিন্দু। তিনি ঘোষণা করেছেন, আগামী ১১ জুন, চিরাচরিত হিন্দু প্রথা মেনে তার বিয়ে হবে। তবে এই বিয়েতে তার কোনো সঙ্গী থাকবে না। কোনো ছেলে বা মেয়ের গলায় তিনি মালা পরাবেন না। তিনি বিয়ে করবেন নিজেকেই।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে সোলোগামি আইনসিদ্ধ নয়। আইনত, বিন্দু নিজেকে বিয়ে করতে পারেন না। কিন্তু বিন্দু এই সব কথা ধর্তব্যের মধ্যেই আনছেন না। তিনি জানিয়েছেন, তার মা এই বিয়েতে মত দিয়েছেন।

বিন্দু জানিয়েছেন, তিনি একঘেঁয়ে বিয়ের প্রথা ভাঙতে চান, অন্যদের অনুপ্রাণিত করতে চান। বিশেষ করে তাদের, যারা ভালোবাসার মানুষ খুঁজতে গিয়ে ক্লান্ত। বিন্দু নিজেকে বাইসেক্সুয়াল দাবি করে বলেছেন, এটাই হবে ভারতের প্রথম  সোলোগামির উদাহরণ।

বিন্দু জানিয়েছেন, ''একটা সময় এসে আমি অনুভব করতে পারি, আমার আর প্রিন্স চার্মিং খোঁজার দরকার নেই। আমি নিজেই নিজের রানি। তাই আমি ঠিক করেছি নিজেই নিজেকে বিয়ে করব।''

তার পরিকল্পনা হলো, ''১১ তারিখ আমি কনের সাজে সাজব। আমার বন্ধুরা আসবে। অনুষ্ঠান হবে। তারপর আমি শ্বশুরবাড়িতে যাব না, নিজের বাড়িতে ফিরে আসব।'' তিনি জানিয়েছেন, ''আমি একজন পুরোহিতকে ঠিক করেছি। তিনিই আমার বিয়ে দেবেন। ভারতে নিজেকে বিয়ে করার বিষয়টা চালু নেই। তাই আমি ঠিক করেছি, আমিই জনপ্রিয় করব। অনেকে আমার আইডিয়া পছন্দ নাও করতে পারেন। কিন্তু আমি জানি, আমি ঠিক করছি। আগে আমি ছেলে ও মেয়ের প্রেমে পড়েছি। কিন্তু এবার নিজের প্রেমে পড়তে চাই।''

গুজরাট হাইকোর্টের সিনিয়ার আইনজীবী কৃষ্ণকান্ত ভাখারিয়া বলেছেন, ''ভারতীয় আইন অনুসারে কেউ নিজেকে বিয়ে করতে পারে না। বিয়েতে দুই জন লাগে। সোলোগামি আইনসিদ্ধ নয়।''

আইনজীবী চন্দ্রকান্ত গুপ্ত জানিয়েছেন, ''হিন্দু বিবাহ আইনে বিয়ের জন্য দুই জনকে লাগে। সোলোগামি আইনসিদ্ধ হতে পারে না।''

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ