1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির অভিযোগ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৫ অক্টোবর ২০১২

প্রতিবন্ধীদের কল্যাণে গঠিত একটি এনজিও’র অর্থ তছরুপের অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল ভারতের আইনমন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ আইনমন্ত্রী নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন৷

ছবি: UNI

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে প্রতিবন্ধীদের জন্য গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্ট'এর লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ নিয়ে দোষারোপ ও পাল্টা দোষারোপে দিল্লির রাজনীতি সরগরম৷ ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন'এর নেতা অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমান খুরশিদের ইস্তফা না দেয়া অবধি আরো বড় আন্দোলন কথা বলেন৷ কারণ খুরশিদ দম্পতি ঐ এনজিও চালান৷ সরকার ঐ সংস্থাকে আর্থিক অনুদান দিয়ে থাকেন৷ কেজরিওয়ালের অভিযোগ, করদাতাদের অর্থ খরচে ব্যাপক অনিয়ম করা হয়েছে৷

প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিবন্ধীদের সঙ্গে দেখা না করায় কেজরিওয়াল প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আঙুল তুলে আজ বলেন, দেশে যদি আজ জনপ্রতিনিধিদের ‘রাইট টু রিকল' করার অধিকার থাকতো, তাহলে জনতা বর্তমান সরকারকে ছুঁড়ে ফেলে দিত৷ আসন্ন দশেরা উৎসবে প্রথাগত পৌরাণিক রাবণ না পুড়িয়ে, বর্তমান কালের রাবণ পোড়ানোর ডাক দেন তিনি৷ ‘আজকের রাবণই আসল রাবণ'৷

খুরশিদ-দম্পতি পরিচালিত ঐ এনজিওর আর্থিক অনিয়মের তদন্ত করবে উত্তর প্রদেশ সরকার৷ সেই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল৷ বলেছেন, উত্তর প্রদেশের শাসক দলের প্রধান মুলায়ম সিং-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ঝুলছে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলা৷ সেই মামলার সরকার পক্ষের আইনজীবী নিয়োগ করবেন আইন মন্ত্রী৷ ভেতরে ভেতরে বোঝাগড়া রয়েছে কংগ্রেস ও উত্তর প্রদেশ সরকারের৷ একে অপরকে বাঁচাতে চাইবে নিজেদের স্বার্থে৷ তাঁর হাতে যথেষ্ট প্রমাণ আছে৷ আগামী বুধবার তিনি তা প্রকাশ করবেন৷

সলমান খুরশিদ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন৷ তাঁর সমর্থনে এগিয়ে এসেছে গোটা কংগ্রেস পার্টি৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনির মন্তব্য, সলমান খুরশিদের সুনাম আছে৷ তাঁর গায়ে কালি ছেটাতে কেজরিওয়াল একের পর এক অভিযোগ আনছেন৷ প্রতিটি অভিযোগের উত্তর দেবার কথা নেই৷ খুরশিদ আইনি পথে প্রমাণ করবেন, তিনি নির্দোষ৷

দিল্লির পর্যবেক্ষকরা মনে করেন, আন্না হাজারের সঙ্গে ছাড়াছাড়ি হবার এক মাসের মাথায় কেজরিওয়াল নিজের ভিত শক্ত না করে একের পর এক রাঘব বোয়ালকে জালে আটকাতে গিয়ে বন্ধুর চেয়ে শত্রু সংখ্যা বাড়িয়ে চলেছেন৷ রাজনীতিকদের বিরুদ্ধে সব ফ্রন্টে লড়াই করা কী সম্ভব হবে ? বাঘের পিঠে চেপেছেন তিনি, আশঙ্কা সেই বাঘই তাঁকে না খেয়ে নেয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ