1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তপ্ত আসাম

২৩ জুলাই ২০১২

ভারতের উত্তর পূর্বে আসাম রাজ্য আবার জাতিগত দাঙ্গার কারণে উত্তাল হয়ে উঠেছে৷ কোকড়াঝাড় জেলায় বোড়ো উপজাতির সঙ্গে মুসলিম বসতিকারীদের মধ্যে সংঘর্ষের জের ধরে উত্তেজনা বেড়েই চলেছে৷

ছবি: Reuters

কোকড়াঝাড় জেলার বর্তমান উত্তেজনার উৎস নিয়ে নানা রকম ব্যাখ্যা শোনা যাচ্ছে৷ সংবাদ সংস্থা পিটিআই'এর সূত্র অনুযায়ী ‘অল বোড়োল্যান্ড মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন'এর ছাত্র নেতা মহিবুল ইসলাম ও ‘অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন'এর ছাত্র নেতা সিদ্দিক শেখ'এর উপর গুলি চালানোর ঘটনার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দুই নেতাই গুরুতর আহত হয়েছেন৷ পাল্টা হামলায় শুক্রবার ‘বোড়ো লিবারেশন টাইগার্স'এর ৪ প্রাক্তন নেতাকে হত্যা করা হয়৷

আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস. এন. সিং জানিয়েছেন, কোকড়াঝাড় জেলায় আততায়ীরা একজনকে হত্যা করলে গত শুক্রবার দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ রবিবার তিনি আরও বলেন, এলাকার এক ডজনের বেশি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং প্রায় ৭ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে রাজ্য সরকার পরিচালিত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে৷ ইতিমধ্যে শরণার্থীদের সংখ্যা ৫০,০০০ পেরিয়ে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ এএফপি'র সূত্র অনুযায়ী শরণার্থীদের সংখ্যা ২৫,০০০৷ এক পুলিশ কর্মকর্তা ও তাঁর সহকর্মীদের উপরেও হামলা ঘটেছে৷

শরণার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেনছবি: Reuters

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ রাতে কারফিউ জারি করেছে৷ কমপক্ষে ১৯ জন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ কোকড়াঝাড় জেলার সরকারি কর্মকর্তা ডোনাল্ড গিলফেলন রয়টার্স'কে বলেছেন, ৩৭টি শরণার্থী শিবির প্রস্তুত করা হয়েছে৷ আরও মানুষের ঢল নামলে শিবিরের সংখ্যা বাড়ানো হবে৷ কোকড়াঝাড় প্রতিবেশী চিরাং জেলায়ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ হাসরাও বাজার ও বিজনি শহরে হিংসার খবর পাওয়া গেছে৷

পুলিশ সূত্রে জানা গেছে, যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা বাড়িঘর, স্কুল, গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং জনবহুল এলাকায় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে৷ রবিবার নদীর ধারে ৬ মাসের একটি শিশু ও সম্ভবত তার মায়ের মরদেহ পাওয়া যায়৷ উত্তেজনার ফলে এলাকায় সোমবার দোকানপাট, দপ্তর বন্ধ রাখা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে৷

সাম্প্রতিক কালে আসামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা মুসলিম বসতিকারীদের বিরুদ্ধে উপজাতীয় সম্প্রদায়ের হিংসার মাত্রা বেড়ে গেছে৷ এর আগে সাধারণভাবে বাঙালিদের বিরুদ্ধে ক্ষোভের জের ধরে বহু বছর ধরে হিংসালীলা চলেছে৷ এছাড়া আসামের বিভিন্ন জাতি ও উপজাতিদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে৷

এসবি / ডিজি (রয়টার্স, এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ