1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ভারতের উপকূলে জাহাজে ইরানি ড্রোনের আঘাত: পেন্টাগন

২৪ ডিসেম্বর ২০২৩

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজা সংঘাতের পর এখন পর্যন্ত বিভিন্ন জাহাজে ১০০টি হামলা চালিয়েছে৷ লোহিত সাগর পেরিয়ে এই সংকট এখন ভারত মহাসাগরেও ছড়িয়েছে৷

ইরানের তৈরি একটি ড্রোন
পেন্টাগন জানিয়েছে, ২০২১ সাল থেকে শুরু করে এটি বাণিজ্যিক জাহাজে সপ্তম ইরানীয় হামলার ঘটনাছবি: AFP/Getty Images

শনিবার ভারতের উপকূলে একটি রাসায়নিক ট্যাঙ্কারে ইরানের একটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর৷ পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরানের তৈরি একমুখী ড্রোনটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে জাহাজে আঘাত হানে৷

বিবৃতিতে বলা হয়েছে, এসময় জাহাজে আগুন লাগলেও তা নিভিয়ে ফেলা হয়৷ এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

পেন্টাগন জানিয়েছে, ২০২১ সাল থেকে শুরু করে এটি বাণিজ্যিক জাহাজে সপ্তম ইরানীয় হামলার ঘটনা৷

সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারত

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, এমভি চেম প্লুটো নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়ে নৌযানটি ও এর নাবিকদের নিরাপত্তায় একটি উড়োজাহাজ পাঠিয়েছে তারা৷ এছাড়াও সহায়তার জন্য নৌবাহিনীর একটি জাহাজও পাঠানো হয়েছে৷

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি৷

লাইবেরিয়ার পতাকাবাতহী জাহাজ এমভি চেম প্লুটোর মালিক জাপানের একটি প্রতিষ্ঠান৷ ডাচ কোম্পানির  পরিচালিত জাহাজটি সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল৷

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, যেই ডাচ কোম্পানিটি এটি পরিচালনা করে ‘তাদের সঙ্গে ইসরায়েলি শিপিং টাইকুন ইদান ওফারের সংশ্লিষ্টতা রয়েছে'৷

সমুদ্রে সহিংসতার ঝুঁকি বাড়ছে

৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর এই প্রথম জাহাজে হামলার জন্য পেন্টাগন খোলাখুলি ইরানকে দায়ী করেছে৷ ইরান সমর্থিত হামাসকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন৷

গাজা সংঘাত শুরুর পর লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

এই হামলার কারণে দূরপ্রাচ্য থেকে ইউরোপগামী জাহাজগুলোকে আফ্রিকা অঞ্চল এড়িয়ে চলতে হচ্ছে৷ এতে জাহাজ চলাচলের ব্যয় অনেকে বেড়ে গেছে

বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তায় লোহিত সাগরে নৌ নিরাপত্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা৷

এফএস/এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ