1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের একতরফা বাঁধ নির্মান নিয়ে বাংলাদেশে উদ্বেগ

২০ নভেম্বর ২০১১

ভারতের টিপাই মুখ বাঁধ নির্মানের উদ্যোগের খবরে উদ্বিগ্ন বাংলাদেশের বিশ্লেষকরা৷ তারা মনে করেন বাংলাদেশের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই বাঁধ নির্মান করা উচিত হবেনা৷

টিপাইমুখ কি হতে যাচ্ছে আরেক ফারাক্কা?ছবি: Bdnews24.com

আর এই বাঁধ নির্মিত হলে বাংলাদেশের সিলেট অঞ্চলের পরিবেশ ও ফসল উৎপাদন ব্যাপক ক্ষতির মুখে পড়বে৷

ভারত মনিপুর রাজ্যের বরাক নদীতে টি্পাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে৷ আর তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বিশ্লেষকরা৷

সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী মনে করেন বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা না করে ভারত যদি এতকরফাভাবে এই প্রকল্পের কাজ এগিয়ে নেয় তাতে দু'দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

আরেক সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের ক্ষেত্রে জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ টিপাইমুখ বাঁধসহ অন্যান্য ইস্যুতে জনমতের প্রতিফলন থাকতে হবে৷

এদিকে বাংলাদেশ রিভার এন্ড ওয়াটার ইন্সটিটিউটের প্রধান ড. ম ইনামুল হক বলেন, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের সিলেট অঞ্চলের চারটি জেলার পরিবেশ ও ফসল ব্যপক বিপর্যয়ের মুখে পড়বে৷

এই তিন জন বিশ্লেষকই মনে করেন বাংলাদেশ সরকারের উচিত টিপাইমুখ বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে কথা বলা৷ বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করবে না ভারত এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতকে রাজী করানোর চেষ্টা করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ